31/05/2025
আমি নিজেকে বহুবার বহু রূপে সাজিয়েছি।কখনো সুন্দর পরিপাটি আবার কখনো ভবঘুরে হওয়া পথিক কখনো কবির লেখা কাব্যগ্রন্থ থেকে নিজেকে খুঁজেছি। ভেবেছিলাম লেখকের লেখা উপন্যাসে হয়তো নিজেকে ফিরে পাবো।কিন্ত কোথাও কেউ নেই সবকিছুই রুপকথার মতো।বাস্তব জীবনে মানুষের অবস্থান ও বাহ্যিক সৌন্দর্য কে প্রাধান্য দেওয়া হয় যেখানে?সেখানে ব্যক্তিত্তের কোনো মূল্যায়ন করা হয় না।যেমন মাথায় লম্বা চুল ও লম্বা লম্বা দাড়ি এবং ঢিলেঢালা পোশাক আপনাকে একটু অগোছালো দেখাবে।কেউ কেউ আবার আপনাকে পাগল বলবে। আবার সেই আপনি যখন নিজেকে পরিপাটি করে নিজেকে গুছিয়ে নিবেন।তখন সবাই আপনাকে সূদর্শন বলবে।মানুষ একজনই শুধু পরিবর্তন টা তার পোশাক বাহ্যিক সৌন্দর্য ও তার অবস্থানের।আর সেই বাহ্যিক সৌন্দর্যে মোহিত হয়ে পৃথীবীর সবচেয়ে দামী কথাটা সস্তা ভাবে খুব সহজেই বলতে থাকো ভালোবাসি।বাহ্যিক সৌন্দর্য নয় ব্যক্তি কে প্রাধান্য দেও দেখবে ভালোবাসা কতটা দামী। মন চাইলেই মুখ ফুটে যাকে তাকে বলা যায় না ভালোবাসি।----------তোমার,ই লগন।