02/03/2024
                                            আগুনে ৪৬ জনের মারা যাবার শোক, সহ্য করতে না পেরে হাজার হাজার তরুণ-তরুণী, পরদিন শুক্রবার রাতে জড়ো হয়েছিলেন তিনশো ফিট এলাকায়। সেখানে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন ভারতের গায়ক বাদশাহ। 
শোক পুঁথি পাঠ করতে গিয়ে বাদশা বলে উঠেন, হায় গারমি। এরপরেই লাফিয়ে উঠে কান্নার রোল পড়ে যায় হাজারো ছেলে-মেয়ের চোখে মুখে। তারুণ্যের কান্না কোনভাবেই থামাতে না পেরে, বাদশা শেষে বলে উঠেন,
"আরে আভি তো পার্টি শুরু হুয়ি হে"।
 উফফ সে কী দৃশ্য। 😥😢😱
সবছেয়ে বেশি কষ্ট হচ্ছে আপনারা যেসব সেলিব্রিটির নাটক মুভি সিনেমা দেখেন তারা ঐখানে চিলো