S.b Monir Vai 402bd

S.b Monir Vai 402bd Assalamualikum
Well come My page ❤️
Follow me and subscribe My https://youtube.com/?si=IoRvSId8izVvDGL2

10/12/2025

যার জন্য কেউ নাই তার জন্য আমার আল্লাহ যথেষ্ট

04/11/2025
06/10/2025

শেষ পর্যন্ত দেখুন এটাই সত্য

05/10/2025

এটাই সত্য

আমরা অনেকেই কথায় কথায় 'তুমি' বলি। হয়তো কারো প্রতি আন্তরিকতা বা কাছের সম্পর্ক বোঝাতে। কিন্তু আপনি কি জানেন, এই একটিমাত্র ...
31/07/2025

আমরা অনেকেই কথায় কথায় 'তুমি' বলি। হয়তো কারো প্রতি আন্তরিকতা বা কাছের সম্পর্ক বোঝাতে। কিন্তু আপনি কি জানেন, এই একটিমাত্র শব্দ 'তুমি' সামনের মানুষটির মনেও একটা অস্বস্তির রেখা টেনে দিতে পারে?

বিশেষ করে ফেসবুক বা সামাজিক মাধ্যমে যখন আপনি কিছু পোস্ট করছেন বা কমেন্ট করছেন,সেখানে পাঠক পাঠিকা কে হচ্ছেন,সেটা আপনি জানেন না।

হতে পারে...
তিনি আপনার চেয়ে বয়সে অনেক বড়,কেউ হয়তো দ্বীনের একজন আলেম,অথবা সামাজিকভাবে আপনি যাঁকে শ্রদ্ধা করেন এমন কেউ,কেউ হয়তো অভিভাবক সমতুল্য,কিংবা এমন কেউ,যিনি 'তুমি' সম্বোধনকে অভদ্রতা বা অসম্মানের ভাবনায় দেখেন। তাদের 'তুমি' বলে ফেললে আপনার নিয়ত যত ভালোই হোক না কেন,তা অন্যের চোখে অভদ্রতা মনে হতে পারে।

তুমি' শব্দটি আমাদের সমাজে বন্ধুবাৎসল্য,ঘনিষ্ঠতা কিংবা সমসাময়িক সম্পর্ক বোঝাতে ব্যবহার হয়। কিন্তু সেটি যদি ভুল জায়গায় বলা হয়,তখন সেটাই হয়ে উঠতে পারে অসম্মানজনক বা বিব্রতকর।অন্যদিকে, 'আপনি' শব্দটি শ্রদ্ধা, সৌজন্যবোধ ও দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলার একটি পরিচয়। এটা শুধু ভাষা নয়, এটা আপনার ব্যক্তিত্বের পরিচয়।

আপনি যতই ভালো লিখুন না কেন,যদি আপনার সম্বোধনেই অনেকে বিরক্ত বা অপমানিত বোধ করেন তাহলে আপনার লেখার সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যাবে। তাই সচেতন হোন। 'তুমি' বলার আগে একবার ভাবুন এই মানুষটিকে আপনি বলাই কি শ্রেয় নয়?

সম্মান দিন, সম্মান ফেরত পাবেন ইনশাআল্লাহ।
আপনি হয়ে উঠবেন একজন মার্জিত ও ভদ্র মানুষের প্রতিচ্ছবি। শ্রদ্ধাশীল আচরণ কখনোই আপনাকে ছোট করে না, বরং আরও বড় করে তুলবে।।

S.b Monir Vai 402bd💔

সততা খুব'ই দামি এক'টি উপহার তা কখনো'ই সস্তা লোকে'র নিকট থেকে আশা করবেন না তাহলে নিজে'কে ছোট করা হবে আর এটা'ই বাস্তব     ...
30/07/2025

সততা খুব'ই দামি এক'টি উপহার তা কখনো'ই সস্তা লোকে'র নিকট থেকে আশা করবেন না তাহলে নিজে'কে ছোট করা হবে আর এটা'ই বাস্তব

Address

Muscat

Alerts

Be the first to know and let us send you an email when S.b Monir Vai 402bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share