S.b Monir Vai 402bd

S.b Monir Vai 402bd Assalamualikum
Well come My page ❤️
Follow me and subscribe My https://youtube.com/?si=IoRvSId8izVvDGL2

আমরা অনেকেই কথায় কথায় 'তুমি' বলি। হয়তো কারো প্রতি আন্তরিকতা বা কাছের সম্পর্ক বোঝাতে। কিন্তু আপনি কি জানেন, এই একটিমাত্র ...
31/07/2025

আমরা অনেকেই কথায় কথায় 'তুমি' বলি। হয়তো কারো প্রতি আন্তরিকতা বা কাছের সম্পর্ক বোঝাতে। কিন্তু আপনি কি জানেন, এই একটিমাত্র শব্দ 'তুমি' সামনের মানুষটির মনেও একটা অস্বস্তির রেখা টেনে দিতে পারে?

বিশেষ করে ফেসবুক বা সামাজিক মাধ্যমে যখন আপনি কিছু পোস্ট করছেন বা কমেন্ট করছেন,সেখানে পাঠক পাঠিকা কে হচ্ছেন,সেটা আপনি জানেন না।

হতে পারে...
তিনি আপনার চেয়ে বয়সে অনেক বড়,কেউ হয়তো দ্বীনের একজন আলেম,অথবা সামাজিকভাবে আপনি যাঁকে শ্রদ্ধা করেন এমন কেউ,কেউ হয়তো অভিভাবক সমতুল্য,কিংবা এমন কেউ,যিনি 'তুমি' সম্বোধনকে অভদ্রতা বা অসম্মানের ভাবনায় দেখেন। তাদের 'তুমি' বলে ফেললে আপনার নিয়ত যত ভালোই হোক না কেন,তা অন্যের চোখে অভদ্রতা মনে হতে পারে।

তুমি' শব্দটি আমাদের সমাজে বন্ধুবাৎসল্য,ঘনিষ্ঠতা কিংবা সমসাময়িক সম্পর্ক বোঝাতে ব্যবহার হয়। কিন্তু সেটি যদি ভুল জায়গায় বলা হয়,তখন সেটাই হয়ে উঠতে পারে অসম্মানজনক বা বিব্রতকর।অন্যদিকে, 'আপনি' শব্দটি শ্রদ্ধা, সৌজন্যবোধ ও দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলার একটি পরিচয়। এটা শুধু ভাষা নয়, এটা আপনার ব্যক্তিত্বের পরিচয়।

আপনি যতই ভালো লিখুন না কেন,যদি আপনার সম্বোধনেই অনেকে বিরক্ত বা অপমানিত বোধ করেন তাহলে আপনার লেখার সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যাবে। তাই সচেতন হোন। 'তুমি' বলার আগে একবার ভাবুন এই মানুষটিকে আপনি বলাই কি শ্রেয় নয়?

সম্মান দিন, সম্মান ফেরত পাবেন ইনশাআল্লাহ।
আপনি হয়ে উঠবেন একজন মার্জিত ও ভদ্র মানুষের প্রতিচ্ছবি। শ্রদ্ধাশীল আচরণ কখনোই আপনাকে ছোট করে না, বরং আরও বড় করে তুলবে।।

S.b Monir Vai 402bd💔

সততা খুব'ই দামি এক'টি উপহার তা কখনো'ই সস্তা লোকে'র নিকট থেকে আশা করবেন না তাহলে নিজে'কে ছোট করা হবে আর এটা'ই বাস্তব     ...
30/07/2025

সততা খুব'ই দামি এক'টি উপহার তা কখনো'ই সস্তা লোকে'র নিকট থেকে আশা করবেন না তাহলে নিজে'কে ছোট করা হবে আর এটা'ই বাস্তব

14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২। সবার বছর কাটুক আনন্দে, ভালবাসায়!🌹🌼🌹
আর আমার আনন্দ মারা গেছে 😃😃😃।।।😢😢😢

মোঃ আব্দুল জাব্বার মন্ডল। এইবার রমযানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হারাম করা কারিগর। আমার অনেক পছন্দের একজন মানুষ। এই ম...
01/04/2025

মোঃ আব্দুল জাব্বার মন্ডল। এইবার রমযানে বাজার সিন্ডিকেটদের জন্যে ঘুম হারাম করা কারিগর। আমার অনেক পছন্দের একজন মানুষ। এই মানুষটা আর কে কে পছন্দ করেন দেখতে চাই...

একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়...কারও সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে "পৃথিবী গোল নয় লম্বা", তাতেই সায...
31/12/2024

একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়...
কারও সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে "পৃথিবী গোল নয় লম্বা", তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন,কেউ কারও ভাবনা-চিন্তা বা মতামত আসলে বদলায় না, অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসিমুখে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন, বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনাবোধ আলাদা— এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তা- ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন, তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায়, মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে,কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছের মানুষ, কারো নিজের মানুষ,কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে— যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন,গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি একচুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন—কারো জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালোমানুষি দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারো উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না,নিজেকেও সবরকম চাপমুক্ত,ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনোকিছু আশা করে কোনো লাভ হয় না— একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে,নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম,আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কী ভাবলো,আপনাকে নিয়ে কী মন্তব্য করল,আপনাকে কে কী বলল না বলল —কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের,,

স্যার , কাজ দিয়ে প্রমান করবেন !কথাগুলো সত্য নয় !অপেক্ষায় রইলাম !সাগরের পানিকে যেভাবে বাঁধ দিয়ে আটকানো যাবে না !সূর্যের আ...
01/12/2024

স্যার , কাজ দিয়ে
প্রমান করবেন !
কথাগুলো
সত্য নয় !
অপেক্ষায়
রইলাম !
সাগরের পানিকে
যেভাবে
বাঁধ দিয়ে আটকানো
যাবে না !
সূর্যের আলোকে
যেভাবে মেঘ দিয়ে
ডেকে রাখা যায় না !
সত্যকে
সেভাবে
মিথ্যা দিয়ে
লুকিয়ে
রাখা
যাবে
না !
কি সত্য ?
আর কি মিথ্যা ?
সময়ের ব্যাবধানে
একদিন
বেরিয়ে
আসবেই ||

Address

Muscat

Alerts

Be the first to know and let us send you an email when S.b Monir Vai 402bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share