08/07/2025
সর্বকালের সেরা সুন্দর তুমি, তুমি চাঁদ নও তবুও চাঁদের চেয়ে জোছনা লুকিয়ে থাকে তোমার শ্যামলা বরণ রুপে,,!প্রিয় তুমি সর্বকালের র্শ্রেষ্ঠ সৌরভী , তুমি ফুল নয়, তবুও ফুলের চেয়ে অধিক সুভাস ছড়ায়,,তোমার স্নিগ্ধ চুলে,,প্রিয় তুমিই আমার সর্বকালের শ্রেষ্ঠ রুপবতী,,!তুমি লাখে নয়,, কোটিতে নয়,,তুমি পুরো পৃথিবীতে একটাই মায়াবতী আমার,,,! মিচ ইউ প্রিয়,,,,