23/07/2025
আল্লাহ আইদা মনিকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার মা বাবাকে এই শোক সহ্য করার শক্তি দান করুক।
ওমানে সড়ক দুর্ঘটনায় কাঞ্চন নগরের ৩ বছরের শিশু আইদার মর্মান্তিক মৃ*ত্যু।
________________________________
ঈমান উল্লাহ ইমন
ফটিকছড়ি উপজেলার পশ্চিম কাঞ্চন নগর, খন্দকার পাড়ার প্রবাসী মোহাম্মদ সুমনের তিন বছর বয়সী একমাত্র কন্যা আইদা ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নি*হত হয়েছেন।
জানা যায়, আজ বুধবার দুপুরের দিকে ওমানের একটি প্রধান সড়কে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় শিশুটি মুহুর্তে মৃ*ত্যু বরণ করেন এবং সাথে থাকা আরো দুইজন আঘাতপ্রাপ্ত হয়।
আইদা ছিল পরিবারের একমাত্র সন্তান। তার আকস্মিক মৃ*ত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে অবস্থানরত পিতা-মাতা এবং দেশ-বিদেশের আত্মীয়স্বজনের মাঝে শোকের ছোঁয়া লেগেছে।
এদিকে সুমনের চাচাতো ভাই ফায়সাল মাহমুদ জানায়, শিশু আইদা ছিল একজন চঞ্চল ও প্রাণবন্ত শিশু। তার এই অকাল মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
শিশুটির মরদেহ দেশে আনার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সুমনের ফুফাতো ভাই জামশেদ রোমান।
আল্লাহ আইদাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই দুঃসহ ক্ষতি সহ্য করার শক্তি দিন — এই প্রার্থনাই সকলের।