Local Legend

Local Legend Welcome to Local Legend – the hangout spot for creators, hustlers, storytellers, and everyday heroes making a mark in their towns!

04/10/2025

দরিদ্রতার এমন পর্যায়ে আছি যে পকেটে হাত দিলে হাতের মাথায় *নু*নু চলে আসে ‼️

বাইরে থেকে দেখলাম খুবই কচি, চিমটি দিলাম তাও কচি, ঘরে এনে বউকে দিলাম।সে কেটে দেখে বুড়ো। জিজ্ঞেস করলো, কি লাউ এনেছো এটা? উ...
29/09/2025

বাইরে থেকে দেখলাম খুবই কচি, চিমটি দিলাম তাও কচি, ঘরে এনে বউকে দিলাম।

সে কেটে দেখে বুড়ো। জিজ্ঞেস করলো, কি লাউ এনেছো এটা? উপায়ান্তর না দেখে বললাম এটা জয়া আহসান লাউ।

PR যদি একটু চেটে খেতে পারতাম!
16/09/2025

PR যদি একটু চেটে খেতে পারতাম!

16/09/2025
16/09/2025

১৩ বছরের মেয়ের 'পিরিয়ড' ইরেগুলার। বহুদিন ধরে পেট ব্যথার যন্ত্রনায় কান্নাকাটি। মা আমাকে বাঁচাও বলে আর্তনাদ। মা কী করলেন?

তার বাবার বাড়ির এক কবিরাজকে ব্যাপারটা জানালো। কবিরাজ সম্পর্কে মহিলার ভাই হয়।

এই কবিরাজ জানালো, 'মেয়েটার উপর জ্বীনের আছড়। তার চিকিৎসা করতে হবে।' শুরু হলো চিকিৎসা। কিন্তু মেয়ে সুস্থ হয় না।

এবার কবিরাজ জানালো, 'জ্বীনকে চিরতরে দূর করার সর্বশেষ একটাই উপায়। বড় কোন নদী পার হয়ে যেতে হবে। বড় কোন নদী পেরিয়ে গেলে সব সময় সাথে থাকা জ্বীন আর পিছু নিতে পারে না। ভয় পায়। এরপর সেই নদীর পানি দিয়ে গোসল করালে জ্বীন আর মেয়ের উপর ভর করতে পারবে না।'

মেয়ের মাকে বললো, আশেপাশে বড় নদী বলতে, যমুনা নদীই আছে।যমুনার পানি দিয়ে গোসল করাতে হবে।

মেয়ের মা পড়লো বিপাকে। মেয়ের বাবা প্রবাসে থাকে। কবিরাজি চিকিৎসার কথা কেউ জানে না। সন্দেহ না করে তাই, মেয়েকে নানীর বাসায় কিছুদিন বেড়ানোর কথা বলে, মেয়েকে কবিরাজের সাথে যমুনা পেরোতে পাঠিয়ে দিলেন।

নিজে গেলেন না। সংসার ও অন্যান্য সন্তানের দেখাশোনা করতে হবে তাই। শ্বশুর শাশুড়ি যদি সন্দেহ করে? এই ভয়ে।

Guess what?
কবিরাজ মেয়েকে নিয়ে সেদিন ফেরার কথা বললেও আর ফিরেনি। ঢাকায় নিয়ে পালিয়ে এসেছে। সপ্তাহ খানেক ধরে মিসিং। পরে ঢাকা থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির সাথে কী বাজে ঘটনা ঘটেছে তা আর নাইবা বলি।

শাস্তি না দিয়ে ব্যাপারটা পুরোপুরিভাবে হজম করেছে মেয়ের মা এলাকায় জানাজানি ও মান সম্মানের ভয়ে। তারপরেও কী ঘটনা গোপন রাখা যায়?

এতক্ষণ যেই ঘটনাটা বললাম, সেটি প্রায় বিশ বছর আগের কথা। পরিচিত এক পরিবারের সাথে ঘটা।

(২)
ছবিতে যেই মা-মেয়েকে দেখছেন। তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে ডান পাশের ছবিতে থাকা কবিরাজ মোবারক।

ঝাড়ফুঁক করার সুবাদে মোবারকের অবাধ যাতায়াত ছিলো সুমাইয়াদের বাসায়। ঠিক কী কারণে ঝাড়ফুঁক করতো। তা কোথাও পাইনি। কেউ জানলে বলবেন।

তো, গত ৮ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের সুবাদে ঐ বাসায় একবার ঢুকে মুবারক। এরপর পানি পড়া ছিটিয়ে চলে যায়। আবার এগারোটায় আসেন।

এবার সুমাইয়াকে রুমে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে মুবারক। তার মা টের পেয়ে বাঁধা দিলে, সুমাইয়াকে এক ঘরে আটকে রেখে, ওর মা তাহমিনা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

এরপর আবার সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করলে সুমাইয়া বাঁধা দেয়। এতে রেগে গিয়ে সুমাইয়াকেও গলাটিপে হত্যা করে মুবারক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর মা-মেয়ের মৃত্যুর জন্য প্রথমেই দায়ী তার মা। তাদের অন্ধবিশ্বাস। যেই অন্ধবিশ্বাসকে পুঁজি করে মোবারকের মত লোকেরা এই ঘটনা ঘটাতে পারে।

অবাক করা বিষয়, গত দুই বছর ধরে মোবারক পলাতক। তার নামে মাদ্রাসার দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার নাকি মামলাও ছিলো। এই মোবারককে নিয়ে ৩ অগাস্ট একটি পেজ থেকে পোস্ট করেছিলো দেখলাম। আফসোস, এই পোস্টটি যদি সুমাইয়ার চোখে পড়তো। তাহলে হয়তো ওর পরিবার বেঁচে যেত।

অথচ দেখুন দুই বছর আগে পালিয়ে যাওয়া মোবারক ঠিকই পালিয়ে অন্য স্থানে বসতি গড়েছে এই দেশের ভঙ্গুর আইন ব্যবস্থার কারণে।

দেখুন আমি -
আমার কাছে ইসলাম বলতে, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের বাইরে আর কিছু নেই। আমি এর বাইরে আর কিছুই বিশ্বাস করতে ইচ্ছুক নই।

অনলাইন অফলাইনে আমি পীর, কবিরাজ, জ্বীন ভূতের আঁছড় ছাড়ানো , বান মারা, কাগজ পুড়াইয়া রুকাইয়া করা, কবর থেকে পুতুল উঠায়, কলাগাছে বান মারে। কত কী ধরণের ভিডিও দেখি। এসব কিছুই আমি বিশ্বাস করি না।

অন্তত যারা এই কাজগুলোকে জনকল্যানমূলক কাজ বলে বেড়ায় এবং এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলেছে। আয় উপার্জনের জন্য। তারা ১০০% বাটপার।

আমি বা আমার পরিবার অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবো।

ইসলামের কোন কিছু না বুঝলে -
আমি শিক্ষিত হলে কুরআন হাদিসের কিতাব বের করে তা থেকে সমাধান দেখবো। তারপরেও না বুঝলে কিংবা পড়াশুনা না জানলে মসজিদের ইমাম সাহেবের/আলেমের কাছে গিয়ে প্রশ্ন করবো। উনি এটার সুন্দর জবাব দিবেন।

আমি কেন কবিরাজের কাছে চিকিৎসা নিবো? আমি কেন পীরের মুরিদ হবো? মাথায় ঢুকে না।

২০২৫ সালে এসেও যদি আমরা অন্ধবিশ্বাস ও কুসংস্কারে নিমজ্জিত থাকি। তাহলে আমাদের এই অন্ধবিশ্বাস ও ধর্মভীরুতার উপর ভর করেই ভন্ডরা ফুলেফেপে উঠবে।

আর আপনারাও এভাবে আর্থিক ও শারীরিকভাবে হবেন ক্ষতিগ্রস্থ। হারাবেন প্রাণ।

✍️ অন্তর মাশঊদ।

©

14/09/2025

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম— পম্পেই ম্যাস্টারবেটর । রোমান সাম্রাজ্যের পম্পেই নগরীতে, ৭৯ খৃষ্টাব্দে এভাবেই মনের সুখে ম্যাস্টারবেট করছিলেন তিনি; ওসময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছিলো, সুখী মহাজনের সে-খবর ছিল না। সেই অগ্ন্যুৎপাতের লাভা, তাকে তার সুখে ব্যাঘাত না-ঘটিয়েই, অই অবস্থাতেই অঙ্গার বানিয়ে রাখে। বহু শতাব্দী পরে, সেই সুখানুভূতিতে টইটম্বুর অবস্থায়ই, মৃত্তিকা তলদেশ থেকে আবিষ্কৃত হলেন সুপুরুষটি।

- সংগৃহীত

14/09/2025

গতকাল সাভার সিআরপি এলাকা থেকে অভিনব কায়দায় মোবাইল চুরি।
চোর কিন্তু মনে করছে সিসিটিভি নাই 😆😆😆

14/09/2025

মুহুর্তেই উলটে গেল..................

ভ্যানিলা কেক উইথ স্মোকি ফ্লেভার 🥴
08/09/2025

ভ্যানিলা কেক উইথ স্মোকি ফ্লেভার 🥴

04/09/2025

আরেএএএ সেরা! পারফেক্ট একদম 😂

হোমপেইজে বেশ কয়েকবার এদের বিয়ের ছবি/ভিডিও আসতেছিলো। দেখে ভালোই লাগলো,বাংলাদেশি একটা মেয়ে বিদেশি ছেলে বিয়ে করতেছে। এখন শু...
03/09/2025

হোমপেইজে বেশ কয়েকবার এদের বিয়ের ছবি/ভিডিও আসতেছিলো। দেখে ভালোই লাগলো,বাংলাদেশি একটা মেয়ে বিদেশি ছেলে বিয়ে করতেছে। এখন শুনি এটা আসল বিয়ে না! এটা নাকি vivo এর একটা অ্যাড ছিলো যেটা তে ওয়েডিং মোমেন্ট শেয়ার করলে কিজানি একটা হবে!
এত্ত বড় ধোঁকা?! মানুষজনের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে 😑

Address


Telephone

+96872244330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Local Legend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share