প্রবাসী সোনাগাজী

প্রবাসী সোনাগাজী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রবাসী সোনাগাজী, Digital creator, Muscat, Muscat.
(12)

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ...
03/08/2025

আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন।

গতকাল ইউটিউবে ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম ২০২৩ সালের। তখন পর্যন্ত প্রায় ২৮হাজার কার্ডিয়াক সার্জারী ওনি পারফর্ম করে ফেলেছিলেন। সংখ্যাটা একবার ইমাজিন করেন জাস্ট।

চ্যাটজিপিটিতে সার্চ করলাম। পাশ্ববর্তী দেশ ভারতের ডা. দেবি শেঠির সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে।

ডা. দেবি শেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকুমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে।

আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??

অথচ প্রতিবছর ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য। এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।

আমিরে জামায়াতকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিবসহ সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন। ওনার এই কাজকে আমার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের মতো লেগেছে। হার্ট অপারেশন করানোর জন্য মাহাথির বিদেশ যান নাই। নিজ দেশেই হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে সেখানে অপারেশন করেছেন।

03/08/2025

আলহামদুলিল্লাহ 🤲
যে অবস্থায় থাকুন আল্লাহর শোকর করুন

01/08/2025
মাইলস্টোন ট্রা/জে/ডি তে ফেনীর মেয়ে তাসরুবা মাহাবীন মা/রা/ত্মক আ/হ/ত হয়ে জাতীয় ব্রান ইনিস্টিটিউট এ ভর্তি আছে। ফি আমানিল্ল...
30/07/2025

মাইলস্টোন ট্রা/জে/ডি তে ফেনীর মেয়ে তাসরুবা মাহাবীন মা/রা/ত্মক আ/হ/ত হয়ে জাতীয় ব্রান ইনিস্টিটিউট এ ভর্তি আছে। ফি আমানিল্লাহ্।

চাঁদপুরের মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর । ...
27/07/2025

চাঁদপুরের মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর । শনিবার (২৬ জুলাই ) উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন
মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে।

হে আল্লাহ সবাই কে হেফাজত রাখুন আমীন। সর্বশেষ বিকেল ৪টা ৫০ মিনিটের আপডেট।
24/07/2025

হে আল্লাহ সবাই কে হেফাজত রাখুন আমীন। সর্বশেষ বিকেল ৪টা ৫০ মিনিটের আপডেট।

24/07/2025
জামায়াতের আমিরের হাসপাতালে যাওয়া নিয়ে অনেকেই নেতিবাচনিতিক প্রচার শুরু করেছেন। অথচ একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো জান...
22/07/2025

জামায়াতের আমিরের হাসপাতালে যাওয়া নিয়ে অনেকেই নেতিবাচনিতিক প্রচার শুরু করেছেন। অথচ একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই হয়তো জানেন না—তিনি নিজে একজন চিকিৎসক এবং একটি হাসপাতালের মালিক। শুধু তাই নয়, জামায়াতের রয়েছে নিজস্ব স্বাস্থ্যসেবার শক্তিশালী অবকাঠামো।

জামায়াতের অধীনে রয়েছে ইবনে সিনা হাসপাতাল, রয়েছে একটি সুসংগঠিত অ্যাম্বুলেন্স টিম, এবং প্রতিটি থানায় রয়েছে নিজস্ব ব্লাড ব্যাংক।

সুতরাং, এই সময়ে জামায়াত যে ধরনের সহযোগিতা করতে পারে, অন্য সব রাজনৈতিক দল একত্র হয়েও তা পারবে না—এটাই বাস্তবতা, এটাই সত্য। পরিশেষে সবাইকে আল্লাহ হেফাজত করুন আমীন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
16/07/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইনশা আল্লাহ আমল করার চেষ্টা করি সবাই
10/07/2025

ইনশা আল্লাহ আমল করার চেষ্টা করি সবাই

08/07/2025

Address

Muscat
Muscat

Telephone

+96899652112

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী সোনাগাজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share