26/09/2025
বেশিরভাগ প্রবাসী দেশে যাওয়ার সময় আত্মীয়-স্বজনের জন্য এটা-সেটা কিনে নিজের পকেটের বেশিরভাগ টাকা শেষ করে দেশে যায়।
দেশে গেলে পরদিন থেকেই আবার বাজার খরচ শুরু করা লাগে।
এদিকে দেশে যাওয়ার সময় কেনাকাটা করে এমনিতেই সে থাকে চাপের মধ্যে।
মাস খানেক পরে যখন হাতে টাকা থাকেনা, তখন পাগলের মতো বিদেশে থাকা বন্ধু-বান্ধবকে কল দেওয়া লাগে টাকার জন্য।
আত্মীয়দের কাছে টাকা চাইলে মুখ বাকা করে বলে—ওমা, তুমি বুঝি খালি হাতে আসছো? ২-৩ মাসেই বুঝি টাকা শেষ?
এমনকি পরিবারের লোকেরাও বুঝতে চায়না যে মাসে মাসে যা বেতন পেতো তা প্রতি মাসেই তাদের পাঠিয়ে দিয়েছে।
তখন দেখা যায় পাশে কেউই থাকেনা।
তাই যাওয়ার সময় সবার জন্য ফালতু সাবান শ্যম্পু এটা সেটা না নিয়ে, পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন। সবার কাছে টাকা খুঁজে নিজেকে ছোট না করে, নিজের সফরটা নিজের ইনকামের টাকায় সুন্দর করে কাটিয়ে আসবেন।
আপনাদের কি মনে হয়? আমি কি ভুল বলেছি?
এখন লজ্জায় অনেকে আবার এই পোস্ট শেয়ার ও দিবেনা, কারণ সেই আত্মীয়রা না জানি আবার মনে কষ্ট পায়।
(সংগৃহীত )