ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা

ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়ে!
তারপর এমন ভাব দেখাবে যেন
আপনি তাকে কষ্ট দিয়েছেন 🥲

09/10/2025

🇴🇲 আরওপি নাগরিক ও প্রবাসীদেরকে বারবার সতর্ক করে বলেছে, দু*র্ঘটনার ছবি বা ভিডিও ধারণ কিংবা শেয়ার না করতে।
🙏 প্রিয় ওমানপ্রবাসী বাংলাদেশিরা, সতর্ক ও সচেতন হোন। দুকুমের দু*র্ঘটনার ক্তাক্ত মরদেহের ভিডিওটি যদি কেউ শেয়ার করে থাকেন, অনুগ্রহ করে তা ডিলিট করুন।

26/09/2025

বেশিরভাগ প্রবাসী দেশে যাওয়ার সময় আত্মীয়-স্বজনের জন্য এটা-সেটা কিনে নিজের পকেটের বেশিরভাগ টাকা শেষ করে দেশে যায়।

দেশে গেলে পরদিন থেকেই আবার বাজার খরচ শুরু করা লাগে।
এদিকে দেশে যাওয়ার সময় কেনাকাটা করে এমনিতেই সে থাকে চাপের মধ্যে।

মাস খানেক পরে যখন হাতে টাকা থাকেনা, তখন পাগলের মতো বিদেশে থাকা বন্ধু-বান্ধবকে কল দেওয়া লাগে টাকার জন্য।
আত্মীয়দের কাছে টাকা চাইলে মুখ বাকা করে বলে—ওমা, তুমি বুঝি খালি হাতে আসছো? ২-৩ মাসেই বুঝি টাকা শেষ?

এমনকি পরিবারের লোকেরাও বুঝতে চায়না যে মাসে মাসে যা বেতন পেতো তা প্রতি মাসেই তাদের পাঠিয়ে দিয়েছে।

তখন দেখা যায় পাশে কেউই থাকেনা।

তাই যাওয়ার সময় সবার জন্য ফালতু সাবান শ্যম্পু এটা সেটা না নিয়ে, পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন। সবার কাছে টাকা খুঁজে নিজেকে ছোট না করে, নিজের সফরটা নিজের ইনকামের টাকায় সুন্দর করে কাটিয়ে আসবেন।

আপনাদের কি মনে হয়? আমি কি ভুল বলেছি?

এখন লজ্জায় অনেকে আবার এই পোস্ট শেয়ার ও দিবেনা, কারণ সেই আত্মীয়রা না জানি আবার মনে কষ্ট পায়।
(সংগৃহীত )

মাস্কাট: ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি সতর্কতা জারি করেছে।​শ্রম মন্...
23/09/2025

মাস্কাট: ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি সতর্কতা জারি করেছে।
​শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যে ওমানের মধ্যে সব ধরনের বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রম—যার মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম, কোর্স, কর্মশালা এবং এ ধরনের অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত—সেগুলো ব্যক্তিগতভাবে, ভার্চুয়ালি বা মিশ্র পদ্ধতিতে পরিচালিত হোক না কেন, তা সরাসরি এই মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। মন্ত্রণালয়ের পূর্বানুমতি এবং লাইসেন্স ছাড়া এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালকের মাধ্যমে এই অনুমতি নিতে হবে। এটি নিম্নলিখিত আইন অনুযায়ী কার্যকর হবে:

CONGRATULATIONS 🎉 Happy 95th National Day 23rd September and Best Wishes For Everyone Beloved People's Kingdom Of Saudi ...
23/09/2025

CONGRATULATIONS 🎉
Happy 95th National Day 23rd September and Best Wishes For Everyone Beloved People's Kingdom Of Saudi Arabia

Salalah International Airport, OMAN ✈️❤️🇴🇲❤️✈️
23/09/2025

Salalah International Airport, OMAN ✈️❤️🇴🇲❤️✈️

20/03/2025

কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়ে!
তারপর এমন ভাব দেখাবে যেন
আপনি তাকে কষ্ট দিয়েছেন

Address

Muscat Oman
Ras Al-Khaimah
1240

Telephone

+96878337930

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share