ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা

ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়ে!
তারপর এমন ভাব দেখাবে যেন
আপনি তাকে কষ্ট দিয়েছেন 🥲

20/03/2025

কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়ে!
তারপর এমন ভাব দেখাবে যেন
আপনি তাকে কষ্ট দিয়েছেন

মেজর ডালিম ৭৫-এ যা করেছেন, সেই আইডিওলজিতে অটল থেকেছেন তিনি। কোনো দ্বিধা বা পিছুটান নাই। আওয়ামী লীগের শাসনামলে তাকে সবচেয়...
05/01/2025

মেজর ডালিম ৭৫-এ যা করেছেন, সেই আইডিওলজিতে অটল থেকেছেন তিনি। কোনো দ্বিধা বা পিছুটান নাই। আওয়ামী লীগের শাসনামলে তাকে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা হলেও, আজ ২০২৪ সালে এসেও তাকে ঘিরে মানুষের কৌতূহল কমেনি।

নিজ আদর্শে অটল থাকা, বাইরের সব প্রতিকূলতা উপেক্ষা করেও স্থির থাকার গুণই বিপ্লবীর প্রধান বৈশিষ্ট্য। বিপ্লবীরা ভয় পায় না, ধোঁকাবাজি করে না, কারো পরোয়া করে না।

এটাই বিপ্লবীর পরিচয়— "চির উন্নত মম শির"

আরব আমিরাতে জুলাই বিপ্লবের সমর্থন জানিয়ে আন্দোলনকারী প্রবাসীদের তালিকা করে ধরিয়ে দেয়া এবং স্বাধীনতা বিরোধী জঙ্গি বলা, আম...
04/01/2025

আরব আমিরাতে জুলাই বিপ্লবের সমর্থন জানিয়ে আন্দোলনকারী প্রবাসীদের তালিকা করে ধরিয়ে দেয়া এবং স্বাধীনতা বিরোধী জঙ্গি বলা, আমিরাত সরকারের কাছে চিঠি দিয়ে বলেছিল এরা দেশদ্রোহী এদের বিষয়ে অ্যাকশন নিলে আমাদের সরকার কিছু বলবেনা,সেই আওয়ামী দোসর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক!

সাবেক কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সৈরাচারের দোসর দালাল হিসেবে এখন জেলে থাকার কথা,,অথচ তাকে পুরষ্কৃত করে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহা পরিচালকে পদে পদায়ন করা হয়েছে।
এটা প্রবাসী এবং হাজারেরও অধিক শহীদ,কয়েকহাজার আহত রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে।

ওমানের ভিসা এখনো বন্ধ।কবে নাগাদ খুলবে তা-ও নিশ্চিত নয়।তাই,দালালদের সাথে ভিসা সংক্রান্ত বিষয়ে,কোন প্রকার টাকা পয়সার লেনদে...
04/01/2025

ওমানের ভিসা এখনো বন্ধ।কবে নাগাদ খুলবে তা-ও নিশ্চিত নয়।তাই,দালালদের সাথে ভিসা সংক্রান্ত বিষয়ে,কোন প্রকার টাকা পয়সার লেনদেন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।তবে আশা করা যায় অতিদ্রুত খুলবে

04/01/2025

ওমানের ভিসা এখনো বন্ধ।কবে নাগাদ খুলবে তা-ও নিশ্চিত নয়।তাই,দালালদের সাথে ভিসা সংক্রান্ত বিষয়ে,কোন প্রকার টাকা পয়সার লেনদেন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
04/01/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ঘন্টাখানেক আগে আরেকজন কট খাইছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গেন্ডারিয়ার একটি বাসায় পলাইছিলেন। কিন্তু ...
13/08/2024

ঘন্টাখানেক আগে আরেকজন কট খাইছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গেন্ডারিয়ার একটি বাসায় পলাইছিলেন। কিন্তু শেষ রক্ষা হয় নাই। 🤣🤣🤣

এখন প্রবাসী ভাই-বোনদের জন্য আমাদের কাজ করার পালা!এখন থেকে প্রতিটি প্রবাসী বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাবে ইনশাআল্লাহ 🤲
10/08/2024

এখন প্রবাসী ভাই-বোনদের জন্য আমাদের কাজ করার পালা!
এখন থেকে প্রতিটি প্রবাসী
বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাবে ইনশাআল্লাহ 🤲

কোটা নিয়ে হাই কোর্টের রায় আপিল বিভাগে বাতিল।কোটার নতুন বিন্যাস হবে - মেধা ৯৩%; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ...
21/07/2024

কোটা নিয়ে হাই কোর্টের রায় আপিল বিভাগে বাতিল।

কোটার নতুন বিন্যাস হবে - মেধা ৯৩%; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও নাতিপুতি ৫%, প্রতিবন্ধী ১%, অনগ্রসর জাতিগোষ্ঠী ১%।

সরকারকে ৩ মাসের মধ্যে নতুন কোটা ব্যবস্থার গেজেট জারির নির্দেশ আপিল বিভাগের।

রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন, কোটা সরকারি নীতিগত সিদ্ধান্তের বিষয়, তথাপি এক্ষেত্রে হস্তক্ষেপ করতে হচ্ছে। আশাকরি শিক্ষার্থীরা মেনে নেবে, আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাবে।

20/07/2024

রবি ও সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

সবজায়গায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র...!আরে ভাই কেমন টা লাগে বলেন তো কাঁদানি গ্যাসেরও ডেট এক্সপায়ার হয়ে গেছে ১১ মাস আগে... ...
20/07/2024

সবজায়গায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র...!
আরে ভাই কেমন টা লাগে বলেন তো কাঁদানি গ্যাসেরও ডেট এক্সপায়ার হয়ে গেছে ১১ মাস আগে... ❓

10/08/2022

Address

Ras Al-Khaimah

Telephone

+96878337930

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমানে সমস্যায় পড়া প্রবাসীদের পাশে আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share