10/04/2025
"আল্লাহর উপর ভরসা করো, তিনিই যথেষ্ট"
(সূরা আত-তালাকঃ ৩)
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। জীবন যতো কঠিনই হোক না কেন, আল্লাহর রহমত কখনোই থামে না।
তাই মন খারাপ নয়, হতাশা নয়—
তাওয়াক্কুল করো (ভরসা করো) আল্লাহর উপর।
আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং ঈমানের উপর স্থির রাখুন। আমিন।