17/08/2025
বিচ্ছেদের জাদুর কিছু লক্ষণ।
১// স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা হয় না।
২// স্বামী স্ত্রীর মাঝে প্রায় সময়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় যা কখনো কখনো বিচ্ছেদ পর্যন্ত চলে যায়।
৩// স্ত্রী স্বামীর উপর অতিরিক্ত রেগে যাওয়া এবং
স্বামীকে সহ্য করতে না পারা। অনেকে তো এমন পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
৪// স্বামী স্ত্রীর মাঝে একজন অপরজনের প্রতি পথিক পরিমাণে সন্দেহ করা এবং সন্দেহের ভিত্তিতে বিভিন্ন ধরনের অপবাদেও লিপ্ত হয়ে পড়ে অংকেই। যার ফলে সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয় এবং বিদ্বেষ বৃদ্ধি পায়।
৫// ডাক্তার দেখিয়ে কাউন্সিলিং করলেও স্বামী স্ত্রীর সমস্যা গুলো স্থায়ীভাবে সমাধান হয় না।
৬// কোন কারন ছাড়াই স্ত্রীর সংসার থেকে মন উঠে যাওয়া সংসারের কাজকর্ম অপছন্দ করা কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক দেওয়া ইত্যাদি।
উপরে উল্লেখিত সমস্যাগুলোর অধিকাংশ যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি মনে করতে পারেন যে আপনাদের মাঝে বিচ্ছেদের জন্য যাদু করা হয়েছে।
তাই যথা সম্ভব অভিজ্ঞ রাকির পরামর্শ নিয়ে
রুকইয়া অথবা সমস্যা বেশি হলে সরাসরি আপনার বিশ্বস্ত রাকির কাছে রুকইয়া করুন।