Maruf vai

Maruf vai Islamic status short video

এই প্রজন্মের পিতা মাতার বৃদ্ধাশ্রমে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা😭।শিক্ষক ছাত্রকে শাসন করার কারণে ছাত্রের অভিভাবক শিক্ষক...
04/05/2024

এই প্রজন্মের পিতা মাতার বৃদ্ধাশ্রমে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা😭।
শিক্ষক ছাত্রকে শাসন করার কারণে ছাত্রের অভিভাবক শিক্ষকের এই অবস্থা করেছে।

নিজেকে তৈরী করতে ধৈর্য এবং কাজের কোনো বিকল্প নেই। কোনো কাজ করলে আপনি প্রশংসিত হবেন আর কোনো কাজ করলে আপনি মানুষের মাঝে মৃ...
19/03/2024

নিজেকে তৈরী করতে ধৈর্য এবং কাজের কোনো বিকল্প নেই। কোনো কাজ করলে আপনি প্রশংসিত হবেন আর কোনো কাজ করলে আপনি মানুষের মাঝে মৃত্যুর পরও বেঁচে থাকবেন। তার কোনো নির্দিষ্ট শ্রেণি বিভাগ নেই, থাকতে পারেও না, কাজ কাজই। তবে কাজটা এমন হতে হবে, যেন মানুষের কিছু প্রয়োজনকে স্পর্শ করে। মনে রাখতে হবে প্রয়োজনহীন কাজ কিন্তু কোনো কাজই না। প্রত্যেক টা ভাল কাজ কিন্তু আমাদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখে, একটা সমস্যার সমাধান করে, একটা নতুন দিগন্তের উন্মোচন করে, মানুষের মাঝে আশা জাগায়। তাই কাজের মাঝেই ডুবে থাকতে চাই।

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টা ফ্যাক্টরি তার, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব...
15/03/2024

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি।
১০ টা ফ্যাক্টরি তার, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে।

একদিন তাঁর অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তাঁর এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবী ব্যক্তি, তাঁকে সাহায্য করার জন্য।

আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'

সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।

এক বিশাল ব্যবসায়ি, তাঁর সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তাঁর অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।

সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই?।

পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তাদিয়ে আল্লাহর কৃপায় আমার ভালই চলে যায়। আমার কোন অভাব নেই।

ব্যবসায়ী তো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?

ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাঁকে ১০ লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।

ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা, আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।

প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই।

ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।

যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।

এদিকে অফিসের সবাই ফ্ল্যাট/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলেমেয়র ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।

ব্যবসায়ি লক্ষ করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?

সে বলল স্যার , আপনি অর্থ-সম্পদ দিয়েছেন, কিন্তু তাঁর সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যেদিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা কিভাবে মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।

ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ।

একটাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবেনা।

রক্তের সম্পর্ক বলতে এখর আর কিছু হয়না !! শুন্য পকেটে পৃথিবী ভয়ানক !!  ❤️
09/03/2024

রক্তের সম্পর্ক বলতে এখর আর কিছু হয়না !! শুন্য পকেটে পৃথিবী ভয়ানক !! ❤️

24/02/2024

যেদিন আপনার টাকা কমে যাবে, সেদিন থেকে আপনার আপনজন,আত্নীয়-স্বজনও কমে যাবে।

বয়স দেখে কখনো বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় মন দিয়ে!আমাকে বন্ধু মনে করলে পোস্টটি শেয়ার দেন..
18/02/2024

বয়স দেখে কখনো বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় মন দিয়ে!

আমাকে বন্ধু মনে করলে পোস্টটি শেয়ার দেন..












কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফীক কামনা ও সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করার প্রার্থনা;رَبِّ اَوۡزِعۡنِيْٓ اَنۡ اَشۡكُرَ ن...
29/01/2024

কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফীক কামনা ও সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করার প্রার্থনা;

رَبِّ اَوۡزِعۡنِيْٓ اَنۡ اَشۡكُرَ نِعۡمَتَكَ الَّتِيْٓ اَنۡعَمۡتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًـا تَرْضَىٰهُ وَاَدۡخِلۡنِىۡ بِرَحۡمَتِكَ فِىۡ عِبَادِكَ الصّٰلِحِيۡنَ‏

হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর

রব্বি আওযি’নী য় আন্ আশ্কুরা নি’মাতাকাল্লাতীয় আন্‘আম্তা ‘আলাইয়্যা অ‘আলা- ওয়া-লিদাইয়্যা অআন্ আ’মালা ছোয়া-লিহান্ তারদ্বোয়া-হু অ আদ্খিল্নী বিরহমাতিকা ফী ‘ইবা-দিকাছ্ ছ-লিহীন্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত সুলায়মান (আ.) কতৃক পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলে তাঁর বাহিনীর অজ্ঞাতসারে তাদের পদতলে পিষ্ট হওয়া থেকে এক পিপীলিকার অন্য পিপীলিকাদের সাবধান করার বিষয়টি আল্লাহর অনুগ্রহে অবগত হয়ে হযরত সুলায়মান (আ.) মৃদু হেসে আল্লাহর শুকরিয়া স্বরূপ এরূপ দু'আ করেন।

সূরা আন-নামল - ২৭:১৯

সব অসুখ ঔষধ দিয়ে ভাল হয় না,কিছু অসুখের ঔষধ ভ্রমণ❤️❤️❤️
24/01/2024

সব অসুখ ঔষধ দিয়ে ভাল হয় না,
কিছু অসুখের ঔষধ ভ্রমণ❤️❤️❤️

Address

Islamabad
3534

Alerts

Be the first to know and let us send you an email when Maruf vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf vai:

Share