
11/02/2025
হাজারো বাবার হাতে ফোসকা পড়ে যায় তার মেয়ের কাপড় যোগাতে আর সেইখানে ১৪ ই ফেব্রুয়ারির দিন হাজারোও মেয়ে কাপড় খুলবে, তার ভালোবাসার প্রমাণ দিতে ওহে নারী তুমি যদি বুঝতে বাবার কষ্ট, তাহলে কখনোই কাপড় খুলে করতে না তোমার শরীর নষ্ট ১৪ ফেব্রুয়ারি ভালো বাসা দিবস। কিন্তু এই ভালো বাসা দিবস উপলক্ষে হাজারও মেয়ে ধর্শনের শিকার হয়। নারী মা, নারী, বোন, নারী মেয়ে, নারী জীবন সঙ্গী! আমার বোনদের উদ্দেশ্য করে বলতেছি। ভালো বাসার জন্য ১৪ ফেব্রুয়ারি লাগে না। সারা জীবন ভালো বাসা যায়। আর যে ভালো বাসা জানে, সে কোনোদিনও আপনার দেহ খুজে না।হইতো আমার পোষ্ট টা অনেকের কাছে খারাপ লাগতে পারে। তবুও করার কিছু নেই। বোন তোমরা তোমাদের পরিবারের দিকে তাকিয়ে হলেও ১৪ ফেব্রুয়ারিতে কোন দিবস পালন করার দরকার নেই। তোমার মনে রাখতে হবে তুমি একজন মেয়ে তোমার মান সম্মান তোমার কাছে অনেক দামী। একটি দূর ঘটনা সারাজীবনের কান্না। যে ছেলে শরীর চাই সে ভালোবাসে না ১০০% নিশ্চিত। যদি কেউ চাই তাহলে বলবে আগে বিয়ে করতে, বিয়ে না করলে বুঝে নিও তার মনে ঝামেলা আছে।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।