
22/01/2024
আকাঙ্ক্ষা
লিপি চক্রবর্তী
চন্দ্রের ছোঁয়া পাবোনা জানি
সামান্য চাই জ্যোৎস্নায় ঠাঁই ;
আমার চোখে যে তৃষ্ণা
তোমার চোখে তা নাই।
আনন্দে চাই গভীরতা
মিলনের থাকবে ব্যাকুলতা
ওষ্ঠাধর কম্পিত হবে অন্তনির্হিত বাণী,
স্পন্দিত হৃদ।
যাবে হৃদয়ে হৃদয়ে প্রীতির ব্যথা হানি।