
06/09/2025
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ছোট ভাতিজা জুবাইর এর ইন্তেকাল এলাকার বিশেষ করে যুবকদের মধ্যে এক হতাশা ও মর্মাহত ব্যাধি বিরাজ করছে। আমাদের গ্রামের একজন সত সাহসী যুবক কে আজ হারালাম জুবাইর নবি প্রেমিক যুবক, ভাল খেলুয়াড়, ইছলামিক প্রগ্রাম ও খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকত। গতরাত দেড় ঘটিকা পর্যন্ত নাতের প্রগ্রেমে ছিল, গতকাল সারাদিন জুলুসে ও ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন অনুষ্ঠানে ছিল। তার এই চলে যাওয়া মহান আল্লাহর পক্ষ থেকে মেনে নিতে হবে, ধৈর্য ধরে তার মাগফেরাত এর দোয়া করা আমাদের কর্তব্য।