Media Bangla

Media Bangla মুমিন কখনো অশ্লীলভাষী হয়না।
প্রতিবাদের ভাষাও মার্জিত হওয়া চাই।

Delly Makeup Beauty Cosmetics-Online Shopping Store And Free Delivery's Happy Shopping For Odar Now...

28/10/2025

একটি makeup প্যালেটে যদি সব পেয়ে যান? ব্যপার টা কেমন

আচ্ছা এই দেশে একজন মানুষ সাধারন মৃ*ত্যু আশা করাটা কি অপরাধ? একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হুট করে একটা বিয়ারিং প্যাড...
26/10/2025

আচ্ছা এই দেশে একজন মানুষ সাধারন মৃ*ত্যু আশা করাটা কি অপরাধ? একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হুট করে একটা বিয়ারিং প্যাড তার মাথায় পড়ে সে সাথে সাথেই শে*ষ৷ জি একটু আগেই ফার্মগেটে ঘটনাটি ঘটছে৷

ছবিতে কালো যে জিনিস দেখতে পাচ্ছেন এটাই বিয়ারিং প্যাড সোজা কথায় বললে স্প্রিং ৷ ট্রেন চলার সময় কম্পনে এটা খুলে পড়ে৷ যার ওজন 40 কেজি থেকে 140 কেজি হয়ে থাকে৷ অথচ এর আগেও বিয়ার প্যাডের ত্রুটি নিয়ে নিউজ হয়েছে কেউ কথা গায়ে লাগায় নাই৷

এমন একটা দেশে বাস করি একটা মানুষ হেঁটে যাবে সেটাও সে পারবে না৷ এই দেশে মানুষের জীবনের দাম এতো কম :)

হ্যাঁ উনি সেই শহিদুল আলম..যাকে ফ্যা-সি-স্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ-ন্দো-ল-নে-র সময় উ-স্কা-নিমূলক মি-থ্যা প্রচারের ...
03/10/2025

হ্যাঁ উনি সেই শহিদুল আলম..
যাকে ফ্যা-সি-স্ট খু*নি সরকার ২০১৮ সালের কোটা আ-ন্দো-ল-নে-র সময় উ-স্কা-নিমূলক মি-থ্যা প্রচারের অভিযোগ তুলে ICT আইনে সাত (৭) দিনের রি-মা-ন্ডে দেয়..সেই মা-ম-লা-য় ১০৭ দিন কা-রাভোগের পর ২০১৮ এর ২০ নভেম্বর তিনি জা-মি-নে মুক্তি পান..

আজ সেই শহিদুল আলম আবারও দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পক্ষে..আজ তিনি সুমুদ ফ্লো-টি-লা-র পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে..নি-পী-ড়ি-ত ফি-লি-স্তি-নি-দে-র পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিত্ব করছেন..

মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম আপনাকে..আপনি আমাদের গর্ব..আমাদের প্রেরণা 🙂

ইমিগ্রেশন চেক করতে আসলে জীবনের ঝুঁকি নিয়ে পালাবেন না। ইমিগ্রেশন ধরলে সর্বোচ্চ ২-৩ মাস জেলে রেখে বাড়ি পাঠিয়ে দিবে। বেঁচে...
24/09/2025

ইমিগ্রেশন চেক করতে আসলে জীবনের ঝুঁকি নিয়ে পালাবেন না। ইমিগ্রেশন ধরলে সর্বোচ্চ ২-৩ মাস জেলে রেখে বাড়ি পাঠিয়ে দিবে।
বেঁচে থাকলে জীবনে অনেক কিছু করতে পারবেন।
মনে রাখবেন, আপনার পরিবার আপনার অপেক্ষায় আছে।

ভাইরে ভাই, ট্রাম্পের জামানায় এমন ঘটনাও বিশ্ববাসীকে দেখতে হলো! জাতিসংঘের জেনারেল এসেম্বলিতে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্...
24/09/2025

ভাইরে ভাই, ট্রাম্পের জামানায় এমন ঘটনাও বিশ্ববাসীকে দেখতে হলো!

জাতিসংঘের জেনারেল এসেম্বলিতে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো নিউইয়র্কে পৌঁছেছেন। সে মিটিং এ যাওয়ার পথে পুলিশ তার গাড়ি বহর আটকে দেয়। পুলিশ জানায়, ডোনাল্ড ট্রাম্প মুভ করছেন তাই রাস্তা বন্ধ।

তখন প্রেসিডেন্ট ম‍্যাখো গাড়ি থেকে নেমে অফিসারকে তার পরিচয় দেন, অফিসার বলে আমি আপনাকে চিনতে পেরেছি, কিন্তু আমার ডিউটি আপনাকে যেতে দিতে পারছে না।

এরপর যা হলো তা আরো অবিশ্বাস্য, প্রেসিডেন্ট ম‍্যাখো সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন লাগায়

ফোনে ট্রাম্পকে বলেতে শোনা যায়, কই তুমি?

ম‍্যাখ‍ো বলেন, আমি কই সেইটা তুমি জিজ্ঞাইতেছো? তুমি যাইতেছো তাই আমারে রাস্তায় আটকে রাখছে

এরপর কি কথা হইছে সেটা ভিডিওতে দেখা যায় নাই, তবে কিছুক্ষণ পরে রাগান্বিত অবস্থায় প্রেসিডেন্ট ম‍্যাখোকে হেঁটে হেঁটে যেতে দেখা যায় 😂

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন  ।মোঃ এনামুল খান  ৯ বছর পর 🇮🇹ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক...
02/09/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মোঃ এনামুল খান ৯ বছর পর 🇮🇹ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ।
কথা ছিল এসেই বিয়া করবেন। তা আর হলো না। মোঃ এনামুল খান
কিশোরগঞ্জের তাড়াইলের এলাকার স্থায়ী বাসিন্দা ।
আল্লাহর রব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুক । আমিন।

প্রবাসের সকল খবর পেতে আমাদের পেইজটি ফলো করুন

মানোবতার পেরিওয়ালা জানি এছবিতে কেউ লাইক করবে না।
25/08/2025

মানোবতার পেরিওয়ালা জানি এছবিতে কেউ লাইক করবে না।

তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী সম্ভবত রাহির বাসায়..এরপর বি-প-দ টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে..প্ল্যান...
25/08/2025

তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী সম্ভবত রাহির বাসায়..এরপর বি-প-দ টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে..প্ল্যান ছিলো বর্ডারটা পার হয়ে ইন্ডিয়া যাবে..কিন্তু কয়েকদিন ধরেই সিআইডি তাকে নজরে রেখেছিল এবং অবশেষে আজ তাকে গ্রে-ফ-তা-র করা হয়..

কিন্তু ওরে গ্রে-ফ-তা-র করার পর সবচেয়ে বেশি টেনশনে আছে Rs Fahim Chowdhury কারণ ওকেও নাকি পুলিশ খুঁজতেছে 🙂

- তুলন

23/08/2025

Address

Sra Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share