Opu On The Go

  • Home
  • Opu On The Go

Opu On The Go Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Opu On The Go, Digital creator, .

21/07/2025

এই মুহূর্তে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ হতাহতের আশঙ্কা!
আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন 🤲

খোদার দোহাই লাগে রাজ তুই ফিরে আয়। তুই তো এই পাগলের সাথে আকাম করে পালিয়ে বেচে গেছিস কিন্তু আমরা কোথায় পালাবো 😭 মোবাইল হাত...
07/07/2025

খোদার দোহাই লাগে রাজ তুই ফিরে আয়। তুই তো এই পাগলের সাথে আকাম করে পালিয়ে বেচে গেছিস কিন্তু আমরা কোথায় পালাবো 😭 মোবাইল হাতে নিলেই তোর নুপুরের ভয়ংকর চেহারা দেখতে হচ্ছে।

পৃথিবী একটা পাগলা গারদ আর বাংলাদেশ তার সদর দপ্তর 😒 পরের জন্মে ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডায় পাঠিও খোদা 😭

প্রতিবন্ধী এমন মানুষ  গুলোর জীবন ব্যাবস্থা অদ্ভুত । নোয়াখালী   সদর হাসপাতালের প্রবেশ পথে, এখানেই তার দিন-রাত কাটে বছরের ...
28/06/2025

প্রতিবন্ধী এমন মানুষ গুলোর জীবন ব্যাবস্থা অদ্ভুত । নোয়াখালী সদর হাসপাতালের প্রবেশ পথে, এখানেই তার দিন-রাত কাটে বছরের পর বছর। তাদের জন্য নেই কোন মানবতাবাদী সংস্থা। নাই কোন তহবিল। নাই কোন সংসদ বাজেট। নাই কোন সমাজকর্মী। নাই কোন সরকার। নাই কোন জনপ্রতিনিধি। নাই কোন নিরাপদ আস্রয়কেন্দ্র। থাকলেও আছে নামে মাত্র। তারা এদেশের জনগন হলেও তারা জনগণের দেওয়া রাজস্ব আয় থেকে কোন সুবিধাই পায় না। মানসিক ভারসাম্য হারালেই সে পরিবারের, সমাজের এবং দেশের জন্য বোঝা হয়ে যায়। তাকে চুড়ে ফেলে দেওয়া হয় ডাস্টবিনের আবর্জনার মত।

 #এই সমাজে একদল বিবাহিত পুরুষ আছে। যাদের বৌ বাচ্চা সব থাকার পরেও, তাদের ভীষণ একা একা লাগে। তারা মূলত, মেয়েদেরকে ফাঁদে ফ...
24/06/2025

#এই সমাজে একদল বিবাহিত পুরুষ আছে। যাদের বৌ বাচ্চা সব থাকার পরেও, তাদের ভীষণ একা একা লাগে। তারা মূলত, মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য প্রথমে শুরু করে এভাবে----

"আমার বৌ এর সাথে আমার শারীরিক/মানসিক কোনো সম্পর্ক নেই। আমি ওকে শীঘ্রই তালাক দিবো। আমার জীবনে সব আছে, শুধু একজন সঙ্গী দরকার। ইত্যাদি... ইত্যাদি...."

আসলে তারা হচ্ছে উন্নত জাতের প্রতারক। এসব বলে, নারীদের মন চায়। এরপর দেহভোগ। এর বাইরে গিয়ে বৈবাহিক স্বীকৃতি দেয়ার বিষয় তাদের মাথায়ও নেই!

আমার মূল কথা ----

"যে সম্পর্কে আপনাকে সামাজিক স্বীকৃতি দিবে না, সেটা যত মধুরই হোক, আপনার ত্যাগ করাটাই উত্তম"।

বিবাহিত পুরুষের খাবারের পরের আইটেম বা dessert হতে না চাইলে, নিজেকে ঠিক করুন। টাকা পয়সা/ বাড়ি গাড়ি/ ফ্ল্যাট বাড়ি ---- সবকিছুর চেয়ে অধিক মূল্যবান হলো "সামাজিক স্বীকৃতি"!

অন্তত, অপু বিশ্বাস / বুবলী / পরিমনীর বাচ্চা/ফেইসবুক ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী---- এদের সামাজিক অবস্থান দেখে শিক্ষা নিন। উনারা যত বড় তারকা হোন না কেন, দিনশেষে এই সমাজে তারা অবাঞ্চিত উপসর্গ! কোনো সভ্য বাবা-মা নিশ্চয়ই চাইবে না তাদের সন্তানের ভবিষ্যৎ এদের মতন হোক।

সুতরাং,

নিজের জীবনকে নিজেই মূল্যায়ন করুন। যেখানে , কোরবানির গরু কিনতে এক পরিবারের ৮ জন মানুষ হাটে যায়। সেখানে, আপনাকে আপনি বিলিয়ে দিচ্ছেন তার গোটা পরিবারের অনুপস্থিতিতে????

তাহলে তো, আপনি হাটের গরুর চেয়েও অধম!!!

কেন জানাবেন না আপনার বিয়ের কথা?‌ তাকেই বিয়ে করুন, যে আপনার সঙ্গ পৃথিবীকে জানান দিবে। নিজ সামর্থ্যের মধ্যে আপনাকে ছোট একটা দুনিয়া সাজিয়ে দিবে। যার কাছে আপনি নিরাপদ, সাথে আপনার অনাগত সন্তান।

#মনে রাখবেন,
পুরুষদের অতটা বৈবাহিক স্বীকৃতির প্রয়োজন না পড়লেও, নারীদের অবশ্যই পড়ে। কারণ, নারী-শরীরেই সন্তানের আগমন ঘটে, এটা অন্তত ভুলে গেলে চলবে না!!!🤔🤔🤔

আলহামদুলিল্লাহ একজন যাত্রী প্রাণে বেঁচে ফিরলেন!!
12/06/2025

আলহামদুলিল্লাহ একজন যাত্রী প্রাণে বেঁচে ফিরলেন!!

09/06/2025

আল্লাহ আপনি সব দেখেন,আপনি সব কিছু বুজেন।আপনাকে ছাড়া বিচার দেওয়ার মতো আমার কোনো জায়গা নাই।সবার ভাগ্য তো আপনি নিধারন করেন,হিসাবের দায়িত্ব ও আপনাকেই দিয়ে রাখলাম।😢

সত্যি কথা🤭
09/06/2025

সত্যি কথা🤭

তাণ্ডব দেখার সখ ই চলে গেছে.... তেলাপোকা ও একটা প্রাণী সাবিলা নুর ও একটা নায়িকা....😬😬😬ডিরেক্টর দের কাস্টিং এর বিষয়ে মনো...
08/06/2025

তাণ্ডব দেখার সখ ই চলে গেছে.... তেলাপোকা ও একটা প্রাণী সাবিলা নুর ও একটা নায়িকা....😬😬😬
ডিরেক্টর দের কাস্টিং এর বিষয়ে মনোযোগী হওয়া উচিত... সাকিব আছে বলে যাকে তাকে তার পাসে দার করায় দিবেন এটা কোনো কথা!!!!
আমার মতে নায়ক অ্যান্ড নায়িকার মধ্যে গ্ল্যামারাস ভাব টা থাকা উচিত... যাতে তাদের দিকে দর্শক দের চোখ আটকে যায়... আরে ভাই মানুষের চোখের ও তো একটা খিদা আছে.... যাক বেশি জ্ঞান দিয়ে ফেললাম... 😀😀😀😀

সবাইকে পবিত্র  ঈদ-উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক……
07/06/2025

সবাইকে পবিত্র
ঈদ-উল আজহার শুভেচ্ছা।
ঈদ মুবারক……

এই মেয়েটির জীবন ছিলো  ফুলের মতো, খুশিতে মাখানো, স্বপ্নে বোনা। জন্মদিনের দিনে সে ঘিরে ছিলো পরিবার, বন্ধুবান্ধবদের ভালোবা...
06/06/2025

এই মেয়েটির জীবন ছিলো ফুলের মতো, খুশিতে মাখানো, স্বপ্নে বোনা। জন্মদিনের দিনে সে ঘিরে ছিলো পরিবার, বন্ধুবান্ধবদের ভালোবাসা আর আনন্দের আলো। কেউ ভাবতে পারেনি, তার জীবনের পরবর্তী সূর্যোদয় হবে না। কিন্তু মৃত্যু কোনো বিজ্ঞপ্তি দেয় না, কোনো বার্তা পাঠায় না। সে এসে থামে, থামিয়ে দেয় জীবনকে একেবারে হঠাৎ।

তাঁর আকস্মিক মৃত্যু আমাদের কাছে এক গুরুতর পাঠ দিয়েছে—জীবন যতই পরিকল্পিত হোক, মৃত্যুর কাছে আমরা অসহায়। জীবনটা কতই না অস্থির, কত অপ্রত্যাশিত হতে পারে। যে মুহূর্তে হাসি-আনন্দ ছিল, তার কয়েক ঘণ্টা পর সেই একই ঘর হয়ে উঠলো শোকের আকাশতল।

এই মেয়েটির গল্প আমাদের শেখায়, কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। প্রিয়জনের সঙ্গে সময় কাটাও, ভালোবাসা প্রকাশ করো, ভুল ভুলে যাও। কারণ মৃত্যু কখনোই পূর্ব ঘোষণা দেয় না। আজকের হাসি হতে পারে কালকের বেদনা, আজকের সুস্থতা হতে পারে আগামীর দুর্বলতা। এই অনিশ্চয়তার মাঝেও জীবনকে পুরো হৃদয়ে বরণ করতে হয়।

আমরা যেভাবে আজ তাকে বিদায় দিয়েছি, সেই বিদায় আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিলো জীবনের সত্যি মূল্য—প্রতি মুহূর্তের গুরুত্ব এবং প্রতি সম্পর্কের গভীরতা। সে আজ নেই, কিন্তু তার স্মৃতি ও বার্তা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।

এই দুঃখজনক ঘটনার আলোকে আমাদের উচিত জীবনের অস্থিরতাকে স্বীকার করে, প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে চেষ্টা করা। কেননা, মৃত্যু আসতে পারে যেকোনো সময়—তার কোন পূর্বাভাস নেই।
Naznin Nahar Himi

---

Good morning Everyone 💝💝💝
03/06/2025

Good morning Everyone 💝💝💝

Address


3500

Alerts

Be the first to know and let us send you an email when Opu On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opu On The Go:

  • Want your business to be the top-listed Media Company?

Share