26/09/2025
🕊️💔
ক্যান্সারের মতো একটা রোগ যখন হয়, তখন ডাক্তাররা প্রথমে ওষুধ দেন। অনেক দিন চেষ্টা চলে—যদি ওষুধেই রোগ সেরে যায়! কিন্তু যখন দেখা যায়, ওষুধে আর কাজ হচ্ছে না, তখন শেষ ভরসা হয় কেমোথেরাপি। কারও শরীর কেমো নিতে পারে, আবার কারও শরীর ভেঙে পড়ে। কেউ সেরে ওঠে, আবার কেউ শেষমেশ চলে যায়…
💭 সম্পর্কও অনেকটা এরকম।
যখন একজন প্রতারণা করে, অন্যজন যদি সত্যিকারের ভালোবাসে, তবে বারবার চেষ্টা করে বোঝানোর। চেষ্টা করে মানুষটাকে বদলে দেওয়ার। কিন্তু যখন অনেক বোঝানোর পরও কিছুই বদলায় না, তখন ভালোবাসার মানুষটা অজান্তেই কঠিন আর কষ্টের ভাষায় কথা বলতে শুরু করে—যেন কেমোথেরাপির মতো। অনেক সময় সম্পর্কটা ভেঙে যায়, অনেক সময় আবার নতুন করে শুরু হয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে—যে কঠিন কথাগুলো বলা হলো, সেগুলো কি মুছে ফেলা যায়?
👉 দোষটা কাদের?
যে প্রতারণা করল তার, নাকি যে কষ্টের ভাষায় বলে ফেলল তার?
আমরা সহজে বলি—যে প্রতারণা করেছে তার দোষ। কিন্তু ভেবে দেখুন, যে কঠিন কথাগুলো বলা হলো, সেগুলো এসেছে ভালোবাসার মানুষটার অজান্তেই, তার হৃদয়ের গভীর ক্ষত থেকে…
ভালোবাসা যদি সত্যিই পবিত্র হয়, তবে প্রতারণা আর কষ্টের ভাষার মাঝে কে আসল অপরাধী?
✍️Mj