Sharmin’s Tiny World

Sharmin’s Tiny World Cooking ,Travelling , Gardening,vlog

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। বাসাটি জরুরি প্রয়োজন ছিলো।কাঁচা পাকা চুল দাঁড়ির লোকটিকে...
09/12/2024

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। বাসাটি জরুরি প্রয়োজন ছিলো।
কাঁচা পাকা চুল দাঁড়ির লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম, "আপনি বাড়ির মালিক?"
উনি বললেন, "না।"
জিজ্ঞেস করলাম, "তাহলে মালিক কে?"
- মালিক আল্লাহ তায়ালা।
আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, "না মানে, সব কিছুর মালিকই তো আল্লাহ। তবু এটা তো তিনি আপনাকে করার তাওফিক দিয়েছেন। এর ভাড়া তো আপনি পাবেন?"
- না বাবা, ভাড়াও আমি পাবো না। আল্লাহ তায়ালাই পাবেন।
আমি এবার একটু চমকালাম। ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, "মনে হয় মাথায় গন্ডগোল আছে।"
তিনি আমাকে বাসার ভেতরে নিয়ে গেলেন। ড্রইংরুমে বসে চা খেতে খেতে বললাম, "আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল।"
- আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আমার ছয় ছেলেমেয়ে। চার তলা বিল্ডিয়ে ফ্ল্যাট আছে আটটা। ছয় ছেলেমেয়ের জন্য ছয়টা। আমরা বুড়াবুড়ি থাকি একটায়। বাকি ফ্ল্যাটটি আল্লাহ তায়ালার নামে ওয়াকফ করা। সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তায়ালার পথে খরচ হবে। সেভাবেই ডিড করে দিয়েছি।
-বাহ্ বেশ ভালো তো বিষয়টা। তা তিন তলা আল্লাহ তায়ালা পেলেন কেন? অন্য কোন ফ্ল্যাট নয় কেন?
- সব ছেলেমেয়েদের নিয়ে বসে লটারী করেছি। যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে, সেটা তার।
আমি একটু নড়েচড়ে বসলাম। বললাম, "এটা কেন করলেন?"
চাচা বললেন, "বাবা, মনে করো, আল্লাহ তায়ালা এসে বললেন, আমি তোর পরিবারের সাথে থাকতে চাই তাহলে আমি কী করতাম! আমি কী পাগল হয়ে যেতাম না আল্লাহ তায়ালাকে রাখার জন্যে?"
- নিশ্চয়।
- সেটাই হয়েছে। আমি বাসা করার সময় আটজনকে পরিবারের সদস্য মনে করেছি। একজন সদস্য মহান আল্লাহ। সেজন্য সবকিছুতেই তার জন্য একটা ভাগ থাকে।
- সবকিছু বলতে?
-সবকিছু বলতে মনে করো, যখন চাকুরী করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম। যখন আমাদের প্রথম সন্তান হলো তখন আমরা তিনজন সদস্য হলাম। তিন জনের জন্য যা খরচ হতো, সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম। সেটা আল্লাহ তায়ালার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে, তখন সে অনুপাতে আল্লাহ তায়ালাও ভাগ পেয়েছেন।
আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই। আট ভাগে ভাগ করে কিছু আম গাছ আল্লাহ তায়ালার ভাগে পড়েছে। সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহ তায়ালার পথে খরচ হয়।
আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। একটু আগে যাক পাগল ভেবেছি সে একজন আল্লাহ পাগল।
সংগৃহীত।

26/11/2024
🚩পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেয় (রস চিতই), দুধে চুব খায়  (দুধ চিতই), গুড়ে মাখামাখি করে...
24/11/2024

🚩পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।
কখনো রসে ডুব দেয় (রস চিতই),
দুধে চুব খায় (দুধ চিতই),
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস। 🤭🤭😜😜😝😝

12/11/2024

🎯 প্রশ্নঃ বাকিটা আল্লাহর হাতে বলা যাবে কি? আমাদের মধ্যে অনেকেই কোনো একটা বিষয়ে অনিশ্চিত হলে, আমরা বলে থাকি বাকিটা আল্লাহর হাতে। এখন এই কথার মধ্যে কি শিরক মিশ্রিত আছে?

উত্তরঃ এ কথাটি বলা যাবে না। বাকিটা আল্লাহর হাতে না, সবটাই আল্লাহর হাতে। আপনার হাতে কোনো কিছুই নাই। অনেক সময় মানুষ বলে বাকিটা আল্লাহর হাতে। এটা জায়েজ নেই।
এটা শিরক মিশ্রিত কথা। কোনোটাই আপনার হাতে নেই। অনেকে এভাবে বলে থাকে যে, আমি এটা করলাম বাকিটা আল্লাহ করবেন। বাকিটা নয়, আপনি যেটা করেছেন এটাও আল্লাহর রহমতে করেছেন।
বলতে হবে সবসময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, তাওয়াক্কুলতু আলাল্লাহ্। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু করেছি বাকিটুকুর জন্য আল্লাহর উপর নির্ভর করছি।
সুতরাং বাকিটা আল্লাহর হাতে এটা বলা যাবে না। এটা শিরক মিশ্রিত কথা।

✅শাইখ ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিযাহুল্লাহ

আমার দেশের মাটির গন্ধেভরে আছে সারা মনশ্যামল কোমল পরশ ছাড়া যেনেই কিছু প্রয়োজন
10/11/2024

আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?পুকুর ধারে লেবুর তলে,থোকায় থোকায় জোনাক জ্বলে,ফুল...
08/08/2024

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই- দিদিও নাই- কেমন মজা হবে!
ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?
কাজলা দিদি - যতীন্দ্রমোহন বাগচী

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো উঠোন করেছো আঁটো । বাইরে রেখেছো ইয়া বড়ো গেট মনের দরজা খাটো । যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো পিসি কাকা...
02/08/2024

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।

যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।

পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।

এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।

এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।

আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।

বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।

- মহুয়া ইচ্ছে কথা

30/07/2024

আপনার বেতন যদি ৫০,০০০/- এর আশেপাশে হয়, তাহলে আপনাকে একটা মজার জিনিস দেখাই।
২০১১ সালে ডলারের দাম ছিল ৭৭ টাকার আশেপাশে।
২০২১ সালে সেটা হলো ৮৫ টাকা।

তার মানে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি ২০১১ সালে বেতন পেতেন ৬৪৯ ডলার (ভগ্নাংশ বাদ দিচ্ছি সব জায়গাতেই)।
পরবর্তী ১০ বছরে আপনার বেতন যদি ইনক্রিমেন্টে ৫০০ টাকা করেও বাড়ে, তাহলে আপনার বেতন ২০২১-এ ৫৫,০০০ টাকা। মানে ডলারে ৬৪৭ ডলার (২০২১-এ ১ ডলার = ৮৫ টাকা ধরে)।

অর্থাৎ, বৈশ্বিক ইনফ্ল্যাশনের সাথে তালমিল রাখতেই আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এবং সেটা আপনার বেতনকে মোটামুটি সাম্যাবস্থায়ই রেখেছে। যদিও এটা ঠিক প্রসেস না, কারণ এই ১০ বছরে আপনার কাজের মান বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, বাসায় মানুষ বেড়েছে, খরচ বেড়েছে, তাই আপনার বেতনও বাড়া উচিত ছিল। কিন্তু তারপরও তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই সাম্যাবস্থাটাই অনেক বড় পাওয়া।
এবার আসুন গত তিন বছরের হিসেবে। ২০২১-এ ৫০,০০০/- বেতনের চাকরী করা একজন মানুষ ২০২৪-এ সর্বোচ্চ ৫১,৫০০/- বেতন পাচ্ছেন। বা একটু বাড়িয়ে ধরলাম ৫২,০০০/-

২০২১-এ আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বেতন পেতেন ৫৮৮ ডলার।
২০২৪-এ এসে আপনি বেতন কতো পান জানেন?

৫২,০০০ ÷ ১২৫ = ৪১৬ ডলার!!
এই যে আপনার তিন বছরে চাকরীর অভিজ্ঞতা বাড়লো, কাজের মান বৃদ্ধি পেলো, ঘরে খরচ বাড়লো, তাহলে আপনার বেতন কমলো কেন? কেউ জানলো না আপনার বেতন যে কমে গেছে, কারণ, ব্যাংক একাউন্টেতো আগের চেয়ে দেড়-দুই হাজার টাকা বেশি ঢুকছে। কিন্তু বাস্তবে আপনার বেতন কতো?
----
যেই বেচারা ৫০,০০০/- বেতনের চাকরী করে তার থেকে ১০-১৫ হাজার টাকা জমানোর চিন্তা করতে পারতো ভবিষ্যতের কথা ভেবে, সেই বেচারা এখন জমানোর চিন্তা বা নিজের শখ পূরণের চিন্তা তো দূরের কথা, নিজের পরিবারের বেসিক নীডস পূরণ করতেও হিমশিম খাচ্ছে!
---
দোষ কাকে দিব জানি না। কেউই জানে না। অথবা জানলেও বলে না। কেউ ১৫ লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামে রীলস বানায়। আর কেউ ভাগে কুরবানি দিতে গেলেও ১৫ হাজার টাকা দিতে হিমশিম খাচ্ছে।
যে সৎভাবে বাঁচতে চায় সে প্রতি রাতে মরতেছে মানসিক প্রেশারে, আর যে অসৎভাবে চলতেছে সে রাজার হালে বেহেশতি সুখ নিচ্ছে! l

জীবন চলে যাচ্ছে। কেউ হিমশিম খেয়ে পার করে দিচ্ছে। কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খেয়ে পার করে দিচ্ছে। কেউ পুরো দেশ খেয়ে রিসোর্ট-হোটেল বানায়ে বিদেশে বসে পার করে দিচ্ছে। মাঝে আমরা হয়ে যাচ্ছি খাদ্যদ্রব্য! ওনারা আমাদেরকেই খেয়ে দিচ্ছে! ওই ১৫ লাখ টাকা দামের ছাগলটা আসলে একটা আয়না। ছাগলটা আমরাই!

~ লেখা সংগৃহীত

19/07/2024

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।

চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটাও রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো-মন্দ কিচ্ছু শুনি না।

তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী?

বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলেতো এমন হবেই...

এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেঁচতে চাই । নেবেন ভাই?

বললেন, মাথা খারাপ ! আমরা মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম।

- রাসেলস্ ভাইপার যখন জানতে পারে সে ভাইরাল..🥴🥴
24/06/2024

- রাসেলস্ ভাইপার যখন জানতে পারে সে ভাইরাল..🥴🥴

একটা মেয়ের মা হওয়া  মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো । একটা মেয়ের মা হওয়া মানেই আপনি আজীবন কোন বন্ধু পেলেন য...
09/06/2024

একটা মেয়ের মা হওয়া মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো । একটা মেয়ের মা হওয়া মানেই আপনি আজীবন কোন বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না।

একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু পাওয়া , যে সঙ্গী জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী ।কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেতে যাচ্ছেন ।

একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরছে ফিরছে । শৈশবে সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দিবে , সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমারিটা একটু গুছিয়ে দিতে ।কৈশরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে । ঘুমাও না কেন? খাওনা কেন? এই শাড়ীটা পরো না কেন বলা শুরু করে দিবে । যৌবনে তার পড়াশুনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠে-পড়ে লাগবে । আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ -দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্ধু হয়ে শুনবে ।

মেয়েরা মায়ের চোখের জল মুছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে ।

তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ ।

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 💚
Cp

07/06/2024

যেদিন আপনি এটা বুঝে যাবেন বা উপলব্ধি করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলো কতো চট জলদি ভুলে যায়, সেদিন থেকে আপনি এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা করে বেরান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না!

বাড়ির ভেতরে লাশ রেখে কিছু মানুষ বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি আমি বহুবার। জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি!! আর আমি, আপনি নিজের মনের শান্তি, ঘরের শান্তি, ঈমান সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “ মানুষ

Adres

Poznan

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Sharmin’s Tiny World umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Udostępnij

Kategoria