Voice of Munshi

  • Home
  • Voice of Munshi

Voice of Munshi Voice of a Munshi
প্রবাসের না বলা গল্প, সমাজের মুখোশ উন্মোচন, আর নিঃশব্দ ভালোবাসার কণ্ঠস্বর।

🇧🇩🇪🇺🇮🇹 ইতালি বা ইউরোপের যে কোন দেশে অবৈধ ভাবে আসার চেষ্টা করে নিজের জীবনটা কে মৃত্যুর দিকে ফেলে দিবেন না, কারন টাকার চেয়...
15/07/2025

🇧🇩🇪🇺🇮🇹 ইতালি বা ইউরোপের যে কোন দেশে অবৈধ ভাবে আসার চেষ্টা করে নিজের জীবনটা কে মৃত্যুর দিকে ফেলে দিবেন না, কারন টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সবাই বৈধভাবে আসার চেষ্টা করবেন।

লিবিয়ার বেনগাজিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে 🇧🇩বাংলাদেশী নাগরিকত্বের সন্দেহভাজনদের লক্ষ্য করা হয়, যাদের অবৈধ কার্যকলাপে জড়িত থাকার সন্দেহ ছিল।
অভিযানের সময়, একটি নারী দল থেকে দুটি পিস্তল, মুখের মাস্ক, ২২,০০০ দিনার এবং বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইলের জন্য ব্যবহৃত হত। এই অভিযানে অমানবিক পরিস্থিতিতে আটক চারজন নাগরিককে উদ্ধার করা হয়।

তদন্তের সূত্র ধরে বুহাদি এলাকায় দ্বিতীয় একটি স্থানে অভিযান চালানো হয়, যেখানে একই জাতীয়তার আরও দশজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা প্রাথমিক অপরাধী চক্রের সাথে সরাসরি জড়িত ছিল।পরবর্তী পদক্ষেপ ও সমন্বয় মামলাটি অভ্যন্তরীণ নিরাপত্তা সেবা প্রধান এবং পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে সমন্বয় করে জড়িত সকল দলকে ট্র্যাক করা হচ্ছে।

নিরাপত্তা মিডিয়া অফিসের স্পষ্টীকরণ নিরাপত্তা মিডিয়া অফিস জানিয়েছে যে, তদন্তের স্বার্থে অপারেশনের বিবরণ প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল, যাতে মামলার সাথে জড়িত অবশিষ্ট অপরাধীরা পালাতে না পারে। কিছু নাগরিক যারা এই অপরাধী গোষ্ঠীর কার্যকলাপে সহযোগিতা করেছিল, তাদেরও পরবর্তীতে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার করেছে।

অবৈধ অভিবাসন বিরোধী পরিষেবা এবং অভ্যন্তরীণ মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা ও মানব পাচার রোধে তাদের পূর্ণ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে তাদের কাজ অব্যাহত থাকবে। এই অভিযান লিবিয়ায় সংঘবদ্ধ অপরাধ এবং মানব পাচারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

সবাইকে সতর্ক করার জন্য এই পোষ্ট টা শেয়ার ও লাইক করে দেন, এবং অন্যদের দেখার সুযোগ করে দেন।

সবাইকে ধন্যবাদ।

13/07/2025

তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। 🙂💔 Voice of Munshi

🚨 লিথুয়ানিয়া সীমান্তে ১২ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে!পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্তে এই লোকগুলিকে ধরা হয়েছে তারা ...
08/04/2025

🚨 লিথুয়ানিয়া সীমান্তে ১২ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে!

পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্তে এই লোকগুলিকে ধরা হয়েছে তারা অবৈধভাবে পোল্যান্ডে ঢুকতে চেয়েছিল গতকাল রাতে গাড়ি চেক করে এবং গাড়ির ভিতর থেকে এদেরকে সনাক্ত করে।

ইউরোপের প্রতিটা দেশেই এখন ভালোভাবে চেকিং হচ্ছে ডকুমেন্ট ছাড়া কেউ একদেশ থেকে অন্য দেশে যাবেন না।

#বর্ডারগার্ড #অবৈধ #পোডলাসি #সীমান্ত #নিরাপত্তা #পোল্যান্ড #অভিবাসী #এসজি #রুটকাতার্টাক #বুদজিস্কো #ইউরোপ #পোল্যান্ডসীমান্ত #সীমান্তনিয়ন্ত্রণ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Munshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Munshi:

  • Want your business to be the top-listed Media Company?

Share