Hello Europe

Hello Europe ইউরোপের সকল দেশের ভিসা আপডেট 🇪🇺🇪🇺
লাইক Following দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ আপনার সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন

ফিনল্যান্ড টানা ৮ম বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে! অনেকেই পরিবার নিয়ে সেখানে স্থায়ী হতে চান। চলুন...
29/04/2025

ফিনল্যান্ড টানা ৮ম বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে! অনেকেই পরিবার নিয়ে সেখানে স্থায়ী হতে চান। চলুন জেনে নিই কিভাবে ফিনল্যান্ডে যাওয়া সম্ভব:

স্টুডেন্ট ভিসায় আবেদন: Studyinfo.fi ওয়েবসাইটে গিয়ে পছন্দের কোর্স খুঁজে নিন। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও প্রয়োজনীয় তথ্য দেখে অনলাইনে আবেদন করুন।

Scholarship সুবিধা:

ব্যাচেলর কোর্সে প্রথম বছরে সাধারণত স্কলারশিপ নেই, তবে Early Bird ডিসকাউন্ট (১৫%-৫০%) পাওয়া যায়।

মাস্টার্স প্রোগ্রামে CGPA, IELTS, GRE, কাজ ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।

ব্যাংক স্টেটমেন্ট:

নিজ নামে কমপক্ষে ৯,৬০০ ইউরো ব্যালেন্স থাকতে হবে।

স্পনসর থাকলে, স্পনসর থেকে ফান্ড ট্রান্সফার করে দেখাতে হবে এবং ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।

Post Study Work Visa:

পড়াশোনা শেষের পর ২ বছরের ওয়ার্ক ভিসা পাবেন, যার মাধ্যমে ফুলটাইম চাকরি খুঁজতে পারবেন।

PR (Permanent Residency):

৪ বছর বৈধভাবে থাকার পর PR এর জন্য আবেদন করা যাবে। প্রতি মাসে অন্তত ১৬০০ ইউরো আয় দেখাতে হবে। ফিনিশ ভাষা জানা বাধ্যতামূলক নয়, তবে জানা থাকলে সুবিধা হয়।

কমন কিছু প্রশ্নোত্তর:

IELTS লাগবে?: সবসময় নয়, তবে কিছু কোর্সে লাগতে পারে।

খরচ কেমন?: থাকা খাওয়া ৪০০-৬০০ ইউরো/মাস। টিউশন ফি ৫,০০০-১৫,০০০ ইউরো/বছর।

স্টাডি গ্যাপ?: সমস্যা নেই, ১০-১৫ বছর পর্যন্তও গ্যাপ গ্রহণযোগ্য।

পার্ট টাইম কাজ?: হ্যাঁ, সপ্তাহে ৩০ ঘন্টা কাজের অনুমতি।

পরিবার নিয়ে যাওয়া যাবে?: স্পাউস, সন্তান ও বাবা-মাকে নেয়া সম্ভব।

পার্টটাইম জব দিয়ে খরচ ম্যানেজ করা সম্ভব?: নির্ভর করে, তবে বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত আয় করা যায়।

অফিশিয়াল ওয়েবসাইট:
Studyinfo.fi

স্বপ্নের ফিনল্যান্ড জীবনের যাত্রা শুরু হোক আজই!

#ফিনল্যান্ডভিসা #ফিনল্যান্ডস্টাডি #ফিনল্যান্ডPR

father is greatest love in girls life ❤️
28/04/2025

father is greatest love in girls life ❤️

পর্তুগালে যে সকল পরিবারে শিশু রয়েছে তাদের খোঁজ নিন। পানি ব্যবহারে সতর্ক থাকুন! অতিরিক্ত পানি ব্যবহার করবেন না দয়া করে ...
28/04/2025

পর্তুগালে যে সকল পরিবারে শিশু রয়েছে তাদের খোঁজ নিন। পানি ব্যবহারে সতর্ক থাকুন! অতিরিক্ত পানি ব্যবহার করবেন না দয়া করে 🙏

স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সে (দক্ষিন) বিশাল বিদ্যুৎ গোলযোগ ঘটেছে, যার ফলে দেশগুলোর প্রায় সকল শহরগুলো বিদ্যুৎ ও ইন্টারনেট...
28/04/2025

স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সে (দক্ষিন) বিশাল বিদ্যুৎ গোলযোগ ঘটেছে, যার ফলে দেশগুলোর প্রায় সকল শহরগুলো বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগবিহীন হয়ে পড়েছে।

মাদ্রিদ, সেভিলা, বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার বিমানবন্দরগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সমগ্র ইউরোপজুড়ে ভ্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কিছু অংশেও একই অবস্থা হয়েছে।

মাদ্রিদের পাতালরেল খালি করা হয়েছে এবং কোন শহরের ট্রাফিক লাইটও কাজ করছে না। ভ্যালেন্সিয়ার মেট্রো সেবা বন্ধ করা হয়েছে, পাশাপাশি মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের খেলা বন্ধ রাখা হয়েছে। স্পেনের বিদ্যুৎ গ্রিডের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুতের সরবরাহে ব্যাপক পতন ঘটেছে। এই বিভ্রাটের কারণ এখনও স্পষ্ট নয়। স্পেনের সাইবার-সুরক্ষা সংস্থা ইনসিবে জানিয়েছে, তারা এই বিভ্রাটের পেছনে সাইবার হামলার সম্ভাবনা তদন্ত করছে।

স্পেনের রাষ্ট্রপতি দেশটিতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। জানা গেছে বেলজিয়াম ও এনডোরাও একই অবস্থার সম্মুখীন হয়েছে।
সুত্র জুলকার সায়ের ॥

🇵🇹 পর্তুগাল নিয়ে বিশাল সংখ্যক মানুষের নানা প্রশ্ন!🇵🇹  ইউরোপে থাকা পরিচিত অনেকেই প্রেগনেন্ট হলেই পর্তুগাল এর উদ্দেশ্যে রও...
28/04/2025

🇵🇹 পর্তুগাল নিয়ে বিশাল সংখ্যক মানুষের নানা প্রশ্ন!🇵🇹

ইউরোপে থাকা পরিচিত অনেকেই প্রেগনেন্ট হলেই পর্তুগাল এর উদ্দেশ্যে রওনা দেয়! কাহিনি কি বলেন তো?! 😂🎃

📣চলুন, আজ এই ভৌ-দৌড় দেওয়া দেশের দিকে একটু ফিরে তাকাই! যদিও পর্তুগাল কে এখন অনেকেই গুলিস্তান এর সাথে তুলনা করেন! 🤪 কিন্তু শিক্ষার্থীদের জন্য পর্তুগাল পছন্দের একটি দেশ, কারন এটাই ইউরোপের গেটওয়ে অনেকের জন্য!

🌻 কবে আবেদন করবেন?
সেপ্টেম্বর ২০২৫ সেশনের জন্য আবেদন শুরু হয়েছে!
ডিসেম্বর ২০২৪ – এপ্রিল/মে ২০২৫ পর্যন্ত

🌷 IELTS লাগবে কি?
- IELTS: ৬.০ – ৬.৫
- বিকল্প: TOEFL / Duolingo English Test অনেক জায়গায় গ্রহণযোগ্য

🌻 পর্তুগালে টিউশন ফি কত?
পর্তুগালের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বেশ কম।
- ব্যাচেলর: €১,০০০ – €৩,০০০/বছর
- মাস্টার্স: €১,৫০০ – €৫,০০০/বছর
(কিছু Business School বা Private Institution-এ ফি €৫,০০০ – €২০,০০০ পর্যন্ত হতে পারে)

🌷 ভিসা প্রসেসিং- কীভাবে করবেন?
Step 1: ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ
Step 2: অনলাইনে পর্তুগাল আবেদন পোর্টালে আবেদন ও ইন্টারভিউ
আপনার আবেদনটি পর্তুগালের সরকারি পোর্টালে (https://www.studyinportugal.edu.pt/) জমা দিতে হবে।
Step 3: ইন্টারভিউ পাস করার পর, VFS Portugal-এ ভিসা আবেদন
Step 4: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা এবং বায়োমেট্রিক
প্রাসঙ্গিক ডকুমেন্টসের মধ্যে থাকতে হবে:
- অফার লেটার
- ফান্ডের প্রমাণ: ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিবারের স্পন্সরের আয়ের প্রমাণ
- Health Insurance
-Accommodation Booking
- জন্ম সনদ, একাডেমিক ডকুমেন্ট
- ভিসা ফি: প্রায় €৯৫
Step 5: ভিসা প্রসেসিং
প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পর, ভিসা প্রসেসিং শুরু হবে। সাধারণত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ৩–৪ সপ্তাহ সময় লাগে। ভিসা অনুমোদন হওয়ার পর, আপনাকে পর্তুগালে যেতে পারবেন।

🌻 জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের তালিকা (Low Tuition Fee)
| Universidade de Lisboa | Lisbon | €৩,০০০ | জানু – এপ্রিল ২০২৫ |
| Universidade do Porto | Porto | €২,৫০০ | জানু – এপ্রিল ২০২৫ |
| Universidade de Coimbra | Coimbra | €২,০০০ | জানু – এপ্রিল ২০২৫ |
| ISCTE Business School | Lisbon | €৪,০০০ | জানু – মার্চ ২০২৫ |
(এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে)

🌷 মাসিক খরচ ও জীবনযাপন (Estimated)
- বাসাভাড়া: €৩৫০ – €৫০০
- খাবার + ট্রান্সপোর্ট: €২৫০ – €৩৫০
মোট খরচ: €৬০০ – €৯০০/মাস

🌻 কাজের সুযোগ (Student Job)
- পর্তুগালে স্টুডেন্ট ভিসা থাকলেও ফুল-টাইম কাজ করার সুযোগ রয়েছে। এমনকি চাইলে শিক্ষার্থী স্ট্যাটাস থেকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করাও সম্ভব, এর জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমতি নিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলেই যথেষ্ট; নিয়মিত ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক নয়।

🌷 স্কলারশিপের সুযোগ
- Erasmus Mundus Scholarship – মাস্টার্সে €১,২০০+ মাসিক স্টাইপেন্ড
- Government of Portugal Scholarships – ফুল ফান্ডেড

🌻 পর্তুগালে স্টাডি গ্যাপ এক্সেপ্টেন্স
- সাধারণত ২–৫ বছরের স্টাডি গ্যাপ এক্সেপ্ট করা হয়, তবে গ্যাপের কারণ এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করে আবেদন পদ্ধতি ও গ্যাপ এক্সেপ্ট করা হতে পারে। অতিরিক্ত গ্যাপ হলে, তা ভালোভাবে ব্যাখ্যা করা জরুরি।

🌷 পরিবার নিয়ে যাওয়ার নিয়ম
- পর্তুগালে স্টুডেন্ট ভিসায় সরাসরি spouse বা baby-কে নেওয়া যায় না। আগে আপনি একা যাবেন, পরে সেখান থেকে family reunification visa দিয়ে নিতে হবে।

28/04/2025

পর্তুগাল প্রায় সম্পূর্ণ, স্পেন, ফ্রান্স, জার্মানি, গ্রিস এই দেশ গুলোর কিছু অংশ বিদ্যুৎ বিভ্রাট! জার্মানি এবং যুক্তরাজ্যের এয়ারপোর্ট বন্ধ!

ভারত না যেয়ে কম খরচে ঘুরে আসুন তুরুষ্ক থেকে। খরচ সহ পরিপূর্ণ গাইড তুরস্ক ভ্রমণ গাইড (কম খরচে ৭ দিনের জন্য):১. ভিসা প্রসে...
28/04/2025

ভারত না যেয়ে কম খরচে ঘুরে আসুন তুরুষ্ক থেকে। খরচ সহ পরিপূর্ণ গাইড তুরস্ক ভ্রমণ গাইড (কম খরচে ৭ দিনের জন্য):
১. ভিসা প্রসেসিং: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল নয়।

✅অনলাইনে আবেদনের লিংক পাবেন ১ম কমেন্টে।

ব্লাড ক্যান্সার আক্রান্ত আদনাদের চিকিৎসার জন্য একটি মানবিক আবেদন।আপনাদের ক্ষুদ্র সহযোগিতায় বেঁচে যেতে পারে মরণব্যাধি ব্ল...
27/04/2025

ব্লাড ক্যান্সার আক্রান্ত আদনাদের চিকিৎসার জন্য একটি মানবিক আবেদন।

আপনাদের ক্ষুদ্র সহযোগিতায় বেঁচে যেতে পারে মরণব্যাধি ব্লাড ক্যান্সার আক্রান্ত আবদুল্লাহ আল আদনান ৩ বছরের এই ছোট্ট শিশুটি ।

আমার ছেলের বয়স যখন ১৯ মাস তখন ব্লাড ক্যান্সার (ALL B cell blast ৬৫%) ধরা পরে, ১১/১২/২০২৩ তারিখে লালবাগ ইবনে সিনার ব্লাড টেস্ট রিপোর্টে ক্যান্সার শনাক্ত হয়। ১২/১২/২০২৩ তারিখ থেকে ঢাকা পিজি হাসপাতালে বোন মেরু আর ফ্লো সাইট্রোমেট্রি রিপোর্টে ক্যান্সার নিশ্চিত হলে চিকিৎসা শুরু করলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৩১/১২/২০২৩ তারিখে ইন্ডিয়ার ভেলোর তামিলনাড়ু CMC হাসপাতালে নিয়ে যাই। একটানা ৯ মাস CMC হাসপাতালে ক্যান্সার চিকিৎসার মূল প্রটোকল শেষ করি। বাকি থাকে ২ বছরের ৮ টা প্রটোকল প্রতি প্রটোকল ৩ মাস করে মোট ২ বছর এর চিকিৎসা। প্রতি সপ্তাহে ব্লাড টেস্ট প্রতি মাসে একটা করে দুই মাসে দুইটা কেমোথেরাপি স্কয়ার হাসপাতালে দিতে হয় আর তৃতীয় মাসে ইন্ডিয়া যেতে হয় আইটি কেমোথেরাপি আর সব মেডিসিন এর জন্য । অলরেডি দুইটা প্রটোকল শেষ হয়েছে তৃতীয় প্রটোকল রানিং আছে। মে মাসের ৮ তারিখে আবার ইন্ডিয়া যেতে হবে।

নিজের সব কিছু শেষ করে জায়গা জমি বিক্রি করে এবং সকলের সাহায্যে সহযোগিতা নিয়ে দীর্ঘ মেয়াদী ব্যায়বহুল ব্লাড ক্যান্সার চিকিৎসা চালিয়ে আসছি।এখন পর্যন্ত ৩৭ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আরো ১৬ মাসে ১০-১২ লাখ টাকার প্রয়োজন যা আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে অসম্ভব।

গ্রামের সাধারণ পরিবারের ছেলে হয়ে পরবর্তী চিকিৎসা চালিয়ে নেওয়ার সামর্থ্য আমার নাই।কোন উপায় না পেয়ে আমার ছেলের চিকিৎসার জন্য সকলের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি।

২০০৪ সালে আমার বাবা লাঞ্চ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২০২৩ সালের মার্চ মাসে আমার মা গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমার ছেলে আদনানের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। মায়ের চিকিৎসার জন্য ২২ লাখ টাকা খরচ হয়েছিল।

আপনাদের সামান্য সহযোগিতায় বাঁচতে পারে আমার ছেলের জীবন। সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন আদনান যেন মহান আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পারে।

যোগাযোগ
01718220776 WhatsApp
01911625152 imo WhatsApp, imo
+91 8981458139
https://www.facebook.com/share/15ugdxqb7U/
সহযোগিতা পাঠাতে
01911625152 (MD ASHRAFUL ISLAM)
Bkash/Rocket /Nagad পারসোনাল

NAME- MD ASHRAFUL ISLAM
AC NO- 1631010006097
ROUTING NUMBER-090410947
SWIFT CODE - DBBLBDDH
DUTCH BANGLA BANK LIMITED
JASHORE BRANCH

NAME- MD ASHRAFUL ISLAM
AC NO- 20503940200007112
ROUTING NUMBER-125 650 469
SWIFT CODE - IBBLBDDH
ISLAMI BANK BANGLADESH LIMITED
LOHAGORA BRANCH NARAIL.

সকলে দয়া করে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইলো

26/04/2025

তারিফ ওভারসিজ
যা শতশত মানুষের জীবন নষ্ট করছে

সুযোগ পাইলে সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রামের বসবাস করতে চান এমন কারা আছেন।
26/04/2025

সুযোগ পাইলে সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রামের বসবাস করতে চান এমন কারা আছেন।

Endereço

Alfama

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Hello Europe publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Hello Europe:

Compartilhar