Ahmed safwan-PT

Ahmed safwan-PT I'm safwan ahmed.I'm living in portugal and working here.pray for me for my shining life. Thank you

16/08/2025
16/08/2025

মানুষ এক অদ্ভুত প্রাণি

তুমি যতোটা ভদ্রতা দেখাবে মানুষ তোমাকে ততোটাই দুর্বল ভাববে 😭😭😭
26/12/2024

তুমি যতোটা ভদ্রতা দেখাবে

মানুষ তোমাকে ততোটাই দুর্বল ভাববে 😭😭😭

সম্মানিত লেখক কে  অভিনন্দন এত সুন্দর সময় উপযোগী কবিতা লেখার জন্য
28/07/2024

সম্মানিত লেখক কে অভিনন্দন এত সুন্দর সময় উপযোগী কবিতা লেখার জন্য

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ছয় শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা বি...
17/07/2024

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ছয় শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলায় ছয় শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শান্তিপ্রিয় শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ছয় শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। মেয়েদেরকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এমনকি হাসপাতালে ঢুকেও আহতদের ওপর হামলা করা হয়েছে। যুদ্ধের ময়দানেও নারীদের ওপর আক্রমণ করা ইসলামে নিষিদ্ধ। আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও চরম লঙ্ঘন। অথচ আলোকিত জাতীয় বিদ্যাপীঠে নারী শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, কোটা সংস্কারের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত একটি দাবি। কোটার নামে মেধাবীদের বঞ্চিত করা জুলুম। ইসলাম সব ধরনের জুলুম ও বৈষম্যের বিপক্ষে। সংবিধান অনুযায়ী কোটা প্রাপ্যদের সাথে সঙ্গতি রেখে ন্যায়ানুগ অনুপাতে আলোচনার মাধ্যমে কোটা সংস্কার করে বিদ্যমান সঙ্কট ও অস্থিরতার নিরসন করা সম্ভব। আমরা মনে করি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখা জরুরি। দমন পীড়নের মাধ্যমে সমাজকে বিভক্ত করলে তা রাষ্ট্রের শেকড়কে দুর্বল করে দেয়। এভাবে চলতে দেয়া যায় না।

তারা আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা দেশের ভবিষ্যত। আলোচনার মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত দাবির সমাধানের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা নিহতদের পরিবারকে গভীর সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া তারা আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দু'আর আহ্বান জানিয়েছেন।

বার্তা প্রেরক
মুফতী কিফায়াতুল্লাহ আজহারী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ঈদ মোবারক تقبل الله منا ومنكم اجمعين.
09/04/2024

ঈদ মোবারক
تقبل الله منا ومنكم اجمعين.

ইয়া আরহামার রাহিমিন তুমি তাদের উপর রহম করু
20/03/2024

ইয়া আরহামার রাহিমিন
তুমি তাদের উপর রহম করু

Endereço

Rua Elias Manuel Esteves 4. Ameal. Ramalhal
Lisbon
2565-641

Telefone

+351920428992

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Ahmed safwan-PT publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Ahmed safwan-PT:

Compartilhar