Farhana Begum

Farhana Begum hi, I am tried, i am content create i like poems and funy make this vedio or anting
(1)

23/01/2025
22/01/2025

-কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব য'ন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মাঝরাত্তির বুকের ব্য'থায়, তুমি আছো।

-আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো, সেসব ভালো তোমার হোক।❤️🥀🌺

22/01/2025

মানুষ কখনোই নিজের অভাবে কাঁদে না
মানুষ কাঁদে তার প্রিয় মানুষের অভাবে,,

22/01/2025

বুকের যখমের কথা যদি যবানীতে বলি, যবান পুড়ে ছাই হয়ে যাবে!

আবার যদি বুকের ক্ষত বুকেই পুষে রাখি, ভয় হয় যে ভেতরটাই পুড়ে ছাই হবে!

সবটুকু বেদনা যদি বের করে দেই, পুরো দুনিয়াটাই জ্বলে পুড়ে যাবার ভয় পাই!

এই মর্মবেদনা আমি বের করতে পারবো না হয়তো, তাই বুকের আঘাত বুকেই জমা রেখে দিলাম।🌸❤️

08/01/2025

বোনের তুলনা আর কারো সাথে করা যায় না,
এমনকি প্রেমিকা বা বৌয়ের সাথে ও না,
বোন তো বোনই, তাদের নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন, কেয়ার, আদর স্নেহ মমতা সবকিছু তুলনাহীন,
মায়ের পরেই বোনের স্থান ❤️

05/01/2025

কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো, দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে ব্যাস, কেউ কারোর জীবনে বেশি হস্তক্ষেপ নেই, অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা!
জীবনে তত বেশি হস্তক্ষেপ ততো অগোছালো লাগে, একসময় সেই অসাধারণ বন্ধুরায় হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায়।🖤

05/01/2025

মনে রাখিস মানুষ হারালে মানুষ পাবি,
কিন্তু সেই মানুষ পাবি না।
মনে রাখিস একটা গেলে হাজার টা পাবি,
কিন্তু ওই একটা পাবি না।
মনে রাখিস খুব সহজে পাবি,
কিন্তু খাটি পাবি না।☺️

05/01/2025

আহা আকাঙ্ক্ষা যে কতো কষ্টদায়ক যে করে সে বুঝে। যার নাই সে বুঝে, জীবন তাদের সুন্দর যাদের আল্লাহ চাহিদার অপূর্ণ রাখে নাই

26/12/2024

হাজার চোখের পানি ফেলেও স্বামীর মন গলানো যায় না স্বামীদের কাছে চোখের পানির কোন মূল্য নেই স্ত্রীর কোন মূল্য নেই আর চোখের পানি এটা তাদের কাছে ঢং মনে হয় সেটা দেখার প্রয়োজন মনে হয় না স্ত্রীর ছোট ছোট ইচ্ছা আসা পূরণ করার কোন প্রয়োজন মনে করে না মনে করে এগুলো ফালতু কাজ করার মত সময় নেই💔😭😭

আসসালামু আলাইকুম ভালবাসা অবিরাম সবার জন্য,,,,,,, কেমন হল,, প্লেট  সাজানো টা
18/12/2024

আসসালামু আলাইকুম ভালবাসা অবিরাম সবার জন্য,,,,,,, কেমন হল,, প্লেট সাজানো টা

Endereço

Lisbon

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Farhana Begum publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar