Roam with RONY

Roam with RONY মানুষের জন্য ভালো কিছু করার লক্ষ্যে, আমার পথচলা।
🪶রনি হাওলাদার🪶

19/10/2025

পিল নাকি ফিল নাকি হিল জানাবেনন

একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, লিসবনে থাকা বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, “পর্তুগালে অন্তত ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসব...
19/10/2025

একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, লিসবনে থাকা বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, “পর্তুগালে অন্তত ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন”।

তবে আরও নির্ভরযোগ্য এবং সরকারি তথ্যসমৃদ্ধ প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রেসিডেন্স কার্ডসহ বৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা ছিল ২৫,৬৬৬ জন।

আবার ২০২২ সালে নতুনভাবে রেসিডেন্স পারমিট প্রাপ্ত বাংলাদেশিদের সংখ্যা ছিল ১৭,১৬৯ জন।

আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বাংলাদেশি এখনও “নিয়মিত হওয়ার অপেক্ষায়” রয়েছেন, এবং অনিয়মিত বা অপেক্ষমাণ অবস্থায় যারা আছে, তাদের অন্তর্ভুক্ত করলে সংখ্যাটি অনেক বেশি হতে পারে।

“বসবাস করছেন” বলতে কেবল যারা বৈধভাবে রেসিডেন্স কার্ড বা অনুমোদন পেয়েছেন — তাদের সংখ্যা অনেক কম (~২৫-৩০ হাজার) হিসেবে ধরা হচ্ছে।

কিন্তু “নিয়মিত অনুমোদনের অপেক্ষায় থাকা” ও “অনিয়মিতভাবে বসবাসকারী” বাংলাদেশিরাও মিলিয়ে, সাথে পরিবার ও আশেপাশের সংশ্লিষ্টরা যুক্ত করে, কিছু সংবাদ সূত্র দাবি করেছে যে সামগ্রিক বাংলাদেশি সম্প্রদায় ৫০ হাজারের আশেপাশে হতে পারে।

তবে এসব সংবাদে নির্দিষ্ট উৎস বা সরকারী পরিসংখ্যান নেই, এবং অধিকাংশ তথ্য মিডিয়া রিপোর্ট ভিত্তক

বৈধভাবে অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশির সংখ্যা ২৫-৩০ হাজার নাগরাজ্য হতে পারে (২০২৩ সালের তথ্য অনুসারে).

তবে যদি অপেক্ষমাণ, অবৈধ ও পরিবারসহ অন্যান্য অবস্থার ব্যক্তিদের গননা করা হয়, সম্পূর্ণ সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি বা তারও কম হতে পারে — তবে এটি একটি অনুমান মাত্র। #পরতুগা #অভিবাসন #নিউজ

19/10/2025

19/10/2025

আমার সখের বেডি

19/10/2025

তোমার নেশা খুব ভয়ংকর MD Rony হুমায়ুন কবির Blogs Toma

18/10/2025

মায়াবতী

18/10/2025

তুমি আমার সখের খুজে পাওয়া

Address

Dubai
3835

Telephone

+971544832966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roam with RONY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roam with RONY:

Share