Wayfarer Hasib

Wayfarer Hasib "Embark on a journey with WayfarerHasib,

Paris, France 🇨🇵
29/08/2024

Paris, France 🇨🇵

স্পেনের রাজধানী মাদ্রিদের কিছু চিত্র 🇪🇦
26/08/2024

স্পেনের রাজধানী মাদ্রিদের কিছু চিত্র 🇪🇦

Madrid, Spain 🇪🇦25.08.2024
25/08/2024

Madrid, Spain 🇪🇦
25.08.2024

আজকে মিরপুর ১০ নম্বর গোলচক্কর এ একজন পা হারানো ভিক্ষুক কে আমি কিছু টাকা দান করলাম। তারপর তার সাথে আমার কথোপকথন টা আমি নি...
24/08/2024

আজকে মিরপুর ১০ নম্বর গোলচক্কর এ একজন পা হারানো ভিক্ষুক কে আমি কিছু টাকা দান করলাম। তারপর তার সাথে আমার কথোপকথন টা আমি নিচে বলতেছি....

ভিক্ষুক: কাকু, আপনের মোবাইলে কি বিকাশ হইবো?
আমি: জ্বি, আমার বিকাশ আছে.. কেনো??
ভিক্ষুক: মুই আসলে বানে মানুষদের কে কিছু টেকা পাঠাইয়া সাহায্য করতে চাইসিলাম আর কি তবে মোর ধারে তো বিকাশ নাই মামা।
আমি: তো আপনি যদি এই টাকা বন্যার ত্রাণের জন্যে দিয়ে দেন তাইলে আপনি খাবেন কি দিয়ে?
ভিক্ষুক: মামা সকালের খাওয়ন হইসে আর দুপুরে এক লোকে বাসায় খাওয়াইবো কইসে.. সকাল থেইক্কা আজকে ৩৫৭ টাকা হইসে মামা.. আপনে আমার এই টাকা টা নিয়ে ওখেনে পাঠায়ে দেন।
চিন্তা করেন একজন পা হারানো ভিক্ষুক সে ও সাহায্য করতে এগিয়ে আসছে...ভাই... বাংলাদেশের মানুষ।

© Shafin Khan

23/08/2024

টিএসসি গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ৮টা পর্যন্ত ছিয়াশি লক্ষ বাইশ হাজার একশো বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ এক ঘন্টায় সংগ্রহ ১৫ লক্ষ টাকা।

22/08/2024

চণ্ডীদাস বলেছিল 'সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই'। চলুন কমেন্ট বক্সে দেখে নেই মানুষের কিছু রূপ-
👇👇👇👇👇

22/08/2024

সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

22/08/2024

ভাই আমারা প্রয়োজনে না খেয়ে থাকবো চায়না থেকে ইমার্জেন্সি ফ্লাইটে স্পিডবোট আনুন। আমাদের মানুষগুলাকে বাচান।

22/08/2024

না খেয়ে ২ দিনও থাকা যাবে পানির নিচে ২ মিনিটও থাকা যাবে না দয়া করে আগে মানুষ গুলা কে বাচান ফেনি,কুমিল্লায় প্রচুর মানুষ আটকে আছে।

20/08/2024

পিলখানা ট্র্যাজেডির কিছু অপ্রকাশিত ছবি।
দুর্বল হার্টের লোকজন দেখবেন না!👇

সবকিছু ঠিক থাকলে দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানের খোলার দিনে সহপাঠীদের সঙ্গে পরীক্ষায় বসার কথা ছিল শাফিক উদ্দিন আহমেদ আহনাফের। ...
18/08/2024

সবকিছু ঠিক থাকলে দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানের খোলার দিনে সহপাঠীদের সঙ্গে পরীক্ষায় বসার কথা ছিল শাফিক উদ্দিন আহমেদ আহনাফের। কিন্তু ১৭ বছর বয়সী বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আর ফিরে আসেনি। ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আহনাফ। তার মৃত্যু শুধু পরিবার ও স্বজনদেরই নয়, তার বন্ধুদেরও গভীরভাবে স্পর্শ করেছে। তাই দীর্ঘদিন পর প্রতিষ্ঠান খোলার দিনে পরীক্ষা দিতে বসে আহনাফকে স্মরণ করতে ভুলেনি তার বন্ধুরা। তার আসনটি ফাঁকা রেখে, ফুল দিয়ে একটি ছোট্ট প্লাকার্ডে তার নাম লিখে স্মরণ করা হয়।

তাদের কারনেই আমরা স্বাধীন। আমরা তোমাদের ভুলবো না।

Endereço

Rua Neves Ferreira 10
Lisbon
2200-274

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Wayfarer Hasib publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar