MaH TaB

MaH	TaB মানুষ মানুষের জন্য।আসুন একে অপরকে সাপোর্ট করে গন্তব্যে এগিয়ে যাই।
(15)

শুভ সকাল,,,,, আজকের এই দিনের শুরুতে আমার সকল ফলোয়ারদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আজকের দিন যেনো সবার জীবনে ফুলে ফুলে সুশ...
02/07/2025

শুভ সকাল,,,,,

আজকের এই দিনের শুরুতে আমার সকল ফলোয়ারদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আজকের দিন যেনো সবার জীবনে ফুলে ফুলে সুশোভিত হোক। এই কামনা করছি।
শুভ সকাল।


Good morning,,,,,

At the beginning of this day, I have many prayers for all my followers. May today be a day filled with flowers and happiness in everyone's life. I wish you this.
Good morning.

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
01/07/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

হৃদয়ে বাংলাদেশ,,,, আমি দেশের বাইরে ফ্রান্সে থাকি।জীবন জীবিকার তাগিদে আমাকে এই প্রবাস জীবনকে বেঁছে নিতে হয়েছে।আমার প্রিয় ...
01/07/2025

হৃদয়ে বাংলাদেশ,,,,
আমি দেশের বাইরে ফ্রান্সে থাকি।জীবন জীবিকার তাগিদে আমাকে এই প্রবাস জীবনকে বেঁছে নিতে হয়েছে।আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা প্রতি মুহূর্তে স্মরণ হয়।অনেক সময় দেশের জন্য নীরবে জল ফেলি।প্রতিটি মুহূর্ত আমাকে আহত করে।সবসময় স্মরণ করি প্রিয় মাতৃভূমিকে।
এই পেইজে উক্ত কারনে সব সময় দেশের বিশেষ করে গ্রামের বিভিন্ন দৃশ্য তুলে ধরতে চেষ্টা করি।আমার বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে ভিডিওগুলো আমি সংগ্রহ করি।
যেখানেই থাকি না কেনো,,,
হৃদয়ে বাংলাদেশ।

সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়,,,,,,,,সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ...
01/07/2025

সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়,,,,,,,,

সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, শিশুদের বেড়ে ওঠার পথে মিথ্যা বলা অনেক সময়ই এক ধরনের স্বাভাবিক আচরণ। এটি হতে পারে শাস্তির ভয়, মনোযোগ পাওয়ার চেষ্টা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য। তাই বিষয়টিকে সঠিকভাবে বোঝা এবং সামলানো জরুরি।
চলুন জেনে নেই, কীভাবে আপনি সন্তানের মিথ্যা বলার প্রতিক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন:

১.কেন মিথ্যা বলছে, সেটা আগে বোঝার চেষ্টা করুন
শিশুরা জন্মগতভাবে মিথ্যাবাদী নয়। তাই তারা কেন মিথ্যা বলেছে, সেই কারণ খুঁজে বের করা দরকার। অনেক সময় তারা ভয় বা চাপ থেকে মিথ্যা বলে।

২.খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন
আপনার সন্তান যেন জানে, সে তার কথা ভুল হলেও আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুললে শিশুরা সত্য বলার সাহস পায়।

৩.রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন
সন্তানকে মিথ্যা বলতে ধরলে হঠাৎ রেগে না গিয়ে শান্ত থেকে কথা বলুন। এতে সে ভয় না পেয়ে নিজের ভুল বুঝতে পারবে।

৪.কল্পনা আর মিথ্যার পার্থক্য শেখান
শিশুরা অনেক সময় কল্পনার জগতে ডুবে যায়। গল্প বানানো আর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করুন।

৫.সত্য বলার গুরুত্ব বুঝিয়ে দিন
পরিবারে কিছু সহজ নিয়ম তৈরি করুন। যেমন, “আমরা সবসময় সত্য বলি, কারণ এতে সবার উপর বিশ্বাস থাকে।” নিয়মগুলো স্পষ্ট ও সহজভাবে বলুন।

৬.নিজের আচরণে সততার উদাহরণ দিন
আপনি নিজে যেমন আচরণ করবেন, সন্তান তা-ই শিখবে। তাই নিজের কথাবার্তায় ও কাজের মাধ্যমে সততা দেখান।

৭.সততা উদযাপন করুন
সন্তান যখন সত্য কথা বলবে। এমনকি যদি সেটা কোনো ভুলের কথা হয়,তখন তাকে প্রশংসা করুন। এতে সে বুঝবে, সত্য বলা ভালো কিছু।

৮.প্রতিটি ভুল থেকে শেখানোর সুযোগ নিন
শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন, মিথ্যার কী পরিণাম হতে পারে। এতে শিশুর দায়িত্ববোধ বাড়ে।

শিশুর মিথ্যা বলা মানেই সে খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবার দরকার নেই। ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে তাকে সত্যের পথে নিয়ে আসা সম্ভব। মনে রাখবেন, সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু সুন্দর। যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে।

আপনার ভালোবাসা আর সচেতনতাই তাকে সত্যবাদী মানুষ করে তুলবে।

ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত,,,,,,,কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্...
01/07/2025

ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত,,,,,,,

কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট ইত্যাদি কনটেন্ট পোস্ট করে অর্থ উপার্জন করা। ফেসবুক এই ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

🟢 নিচে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া দেওয়া হলোঃ

👉Professional Mode চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে):

প্রোফাইলে গিয়ে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর, “Turn on Professional Mode” অপশন সিলেক্ট করুন।

👉 Professional Dashboard-এ যান:

- প্রোফাইল বা পেজ থেকে “Professional Dashboard” এ প্রবেশ করুন।
- Dashboard-এর শেষ মেনুতে “Monetization” অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
- Monetization মেনুর “Not Yet Available” সেকশনের মধ্যে Content Monetization অপশন দেখতে পাবেন।

🔴 নোট: “Not criteria met”, অর্থাৎ আপনি এখনো এই ফিচারের জন্য যোগ্য নন।

👉“I’m Interested” বাটনে ক্লিক করুন:

Content Monetization অপশনে গিয়ে “I’m Interested” বাটনে ক্লিক করুন। একটি ছোট মেসেজ বক্স আসবে। মেসেজ লিখুন:

উদাহরণ: “Hi Facebook Team, I am interested in using the Content Monetization feature. I regularly post original videos and photos and would appreciate access to this tool. Thank you for your consideration.”

👉“Submit Interest” বাটনে ক্লিক করুন:

মেসেজ লেখার পর “Submit Interest” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

🟠 আবেদন করার পর করণীয়:

- নিয়মিত নিজের তৈরি করা উচ্চমানের ভিডিও, রিল ও ছবি পোস্ট করুন।
- প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন।

✅টিপস: যত বেশি এনগেজমেন্ট পাবেন, ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করবে।

⏳ ধৈর্য ধরুন: ফেসবুক সাধারণত কয়েক দিনের মধ্যে আবেদন রিভিউ করে। নির্ধারিত যোগ্যতা পূরণ হলেই কনটেন্ট মনিটাইজেশন ফিচারটি চালু করে দেবে।

🚫 Community Standards মেনে চলুন: ফেসবুকের নীতিমালা অনুসারে সহিংসতা, ঘৃণাসূচক ভাষা, স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান থেকে বিরত থাকুন।

🔰মনে রাখবেন: কনটেন্ট মনিটাইজেশন ফিচার আপনি পাবেন কি না, তা নির্ভর করবে আপনার কনটেন্টের মান ও একটিভিটির ওপর। সময় নষ্ট না করে এখনই আবেদন করুন। এতে সোনার হরিণ খুব দ্রুত আপনার বাড়ি চলে আসবে,
ইনশাআল্লাহ।❤

GooD Morning Evryone
01/07/2025

GooD Morning Evryone

ফুলের ভালোবাসা,,,,,ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফুলের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।সবাই আমাকে সাপোর্ট দিবেন।আমিও সাপোর্...
30/06/2025

ফুলের ভালোবাসা,,,,,

ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফুলের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।সবাই আমাকে সাপোর্ট দিবেন।আমিও সাপোর্ট দেবো।ফেসবুক প্ল্যাটফর্মে একে অপরের জন্য সহযোগিতা করে সকলে এক সাথে এগিয়ে যাবো।
পরবর্তী স্ট্যাটাস এর মাধ্যমে সপ্তাহে কোন দিন এবং কয়টার সময়ে লাইভ ভিডিও করবো তা জানানো হবে।

ফলো দিন প্লিজ। ফলো পেলে সাথে সাথে আমি ফলো ব্যাক দেবো।
30/06/2025

ফলো দিন প্লিজ।
ফলো পেলে সাথে সাথে আমি ফলো ব্যাক দেবো।

30/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

শুভ সকাল।প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে আগে মনস্থির করতে হবে,আপনি কিভাবে বা কোন পথে এগুবেন?তারপর পরিকল্পনা সাজিয়ে এগুতে হবে।প...
30/06/2025

শুভ সকাল।

প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে আগে মনস্থির করতে হবে,আপনি কিভাবে বা কোন পথে এগুবেন?তারপর পরিকল্পনা সাজিয়ে এগুতে হবে।প্রথমেই মনে রাখতে হবে কাজ যতই ছোট হোক না কেন,সেটাকে গুরুত্ব দিতে হবে।সেটার প্রতি সিরিয়াস হতে হবে।খাই খাই স্বভাব থাকলে হবে না।মনে রাখতে হবে বিন্দু বিন্দু জল দিয়েই গড়ে উঠেছে সাগর মহাসাগর।একদিনে সব সম্ভব নয়।আপনাকে অনবরত পরিশ্রম করে যেতে হবে এবং সুযোগ ও সময়ের জন্য অপেক্ষা করতে হবে।সময় ও সুযোগকে কাজে লাগাতে হবে তথা সময়কে প্রাধান্য দিতে হবে।আজকের কাজ আজকেই শেষ করতে হবে,আগামীকাল এর জন্য ফেলে রাখা চলবে না।কঠোর পরিশ্রমই আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করবে।
পরিশেষে হলো সততা।প্রতি কাজেই সৎ মনোভাব রাখতে হবে। সততা ছাড়া আপনি সাফল্য পাবেন না।

29/06/2025

আমি দেখে আশ্চর্য হই যে,আমার পোস্টে কমেন্ট করে কিন্তু লাইক দেয় না।
ওরে বাবা এটা কি????

Endereço

Guimaress, Braga, City In
Lisbon
4800

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando MaH TaB publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar