H&R Burger House

H&R Burger House 🍕👨‍🍳🇧🇩🇵🇹🇪🇺
(1)

জীবনে হয়তো আর কখনো এমন বাসে উঠা হবেনা, তাই একটা ছবি তুলতে মন চাইলো।ছবি টা সুগন্ধা বাস এ। সাথের এই ভাইকে চিনিনা,  কিন্তু ...
29/07/2025

জীবনে হয়তো আর কখনো এমন বাসে উঠা হবেনা, তাই একটা ছবি তুলতে মন চাইলো।

ছবি টা সুগন্ধা বাস এ।
সাথের এই ভাইকে চিনিনা, কিন্তু মাশাল্লাহ হাসি সুন্দর।

28/07/2025

কথায় আছে পরিশ্রম সফলতার চাবিকাঠি।

সবাই সফল হতে চায়, কিন্তু পরিশ্রম করতে চায়না, আবার পরিশ্রম করলেও, সঠিক জায়গায় করে না। এটাই বাস্তব।

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,“তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা প...
21/03/2025

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
“তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এমনকি কোনো একটি পাথরের পিছনে একজন ইহুদী থাকলে সেই পাথর বলবে: হে মুসলিম, এই যে আমার পিছনে একটি ইহুদী, তাকে হত্যা করো!

—সহীহ বুখারী, ২৯২৬

19/03/2025

রমজান মাসে একটাই চাওয়া- ইসরায়েলে আল্লাহর গজব পড়ুক।

এমন বেনিফিট আপনার থাকলে মেনশন দিন.. 😉
19/03/2025

এমন বেনিফিট আপনার থাকলে মেনশন দিন.. 😉

১৪ ফেব্রুয়ারি রাত ৯ টা, উনারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে অপেক্ষায় আছেন, ডেলিভারি ম্যান কখন খাবার নিয়ে আসবে।কিন্তু  ১ ঘন্ট...
19/02/2025

১৪ ফেব্রুয়ারি রাত ৯ টা, উনারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে অপেক্ষায় আছেন, ডেলিভারি ম্যান কখন খাবার নিয়ে আসবে।কিন্তু ১ ঘন্টার ও বেশী সময় হয়ে গেলো ডেলিভারি ম্যান খাবার নিয়ে আসছেন না। বিরক্ত হয়ে দিলেন ডেলিভারি ম্যান কে ম্যাসেজ,

শুভ সন্ধ্যা,
আপনি ঠিক আছেন তো? আমার অর্ডার করা খাবার নিয়ে আসতে কত সময় লাগবে?

ডেলিভারি ম্যান: ম্যাডাম, রেস্টুরেন্টে অনেক ভিড়, আচ্ছা আমি জিজ্ঞেস করে বলছি,

ম্যাডাম এরা সময় বলতে পারছে না, বলতেছে সময় লাগবে, অনেক অর্ডার ওদের হাতে।

ম্যাডাম: আচ্ছা, তাহলে আপনি অন্য অর্ডার পিক করতে যান, আমি অপেক্ষা করি, কারন এটা আমার রাতের খাবার।

ডেলিভারি ম্যান : 😑 সমস্যা নাই আমিও অপেক্ষা করি, আপনার খাবার রেড়ি হলে নিয়ে আসবো! ধন্যবাদ

*মহিলাটা ভেবেছিল ডেলিভারি ম্যান মিথ্যা কথা বলতেছে, তাই উনার হাসবেন্ড কে রেস্টুরেন্টে পাঠালো দেখার জন্য কি সমস্যা, এতক্ষনে প্রায় ১ ঘন্টার বেশী।

উনার হাসবেন্ড এসেছে, কিন্তু ডেলিভারি ম্যান সেটা জানে না, বা চেনেও না।

উনি এসেই দেখে রেস্টুরেন্টের টেবিলে বসে অর্ডার করা খাবারের জন্যও অনেকে ৪০ মিনিটের বেশী অপেক্ষায়।🥺

এর পর পরিচয় হলো ডেলিভারি ম্যানের সাথে, ডেলিভারি ম্যান তো অবাক, এমন টা সে কল্পনা ও করেনি যে, খাবার এর মালিক নিজে চলে আসবে, তাও ৬ কিলোমিটার দূর থেকে।

যাই হোক, পরে ২ জনের খুব ভাব হয়ে গেলো, এর পরে খাবার নিয়ে মেডামের জামাই বাসার দিকে চলে গেলো, কিন্তু ডেলিভারি ম্যান কে এপ্সে অর্ডার কম্পলিট করতে হলে মেডামের লোকেশনে যাওয়া লাগবে,

আরেহ লোকেশনে গিয়ে তো অবাক। ডেলিভারি ম্যানের জন্য উনারা বাহিরে অপেক্ষা করছেন। তার সততার পুরস্কার দেওয়ার জন্য।

সর্বশেষ এটাই বলতে চাই, সর্বদা সৎ থাকার চেষ্টা করুন, ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, দুনিয়ায় বা আখিরাতে।

18/02/2025

গান শুনতে শুনতে যাদের খাওয়ার অভ্যাস 🤣🤣

💪
17/02/2025

💪

12/12/2024

“তাকবীর, আল্লাহু আকবর”☝️❤️
খুব শীঘ্রই এই ধ্বনি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে!🔥

Endereço

R. Arthur Brandão 13A
Oeiras E São Julião Da Barra
2780-193

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando H&R Burger House publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para H&R Burger House:

Compartilhar