08/11/2025
🕊️ মৃত্যুর পর মানুষের রুহ কোথায় যায় — সহীহ হাদীস ও কোরআনের আলোকে
প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
> كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
“প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।”
(সূরা আলে ইমরান ৩:১৮৫)
মৃত্যুর পর মানুষের রুহ (আত্মা) ফেরেশতারা বের করে নেয়।
নবী করিম ﷺ বলেছেন —
> “যখন মুমিন বান্দার মৃত্যু আসে, ফেরেশতারা জান্নাতের এক কাপড় ও সুগন্ধ নিয়ে আসে। রুহ সহজে বেরিয়ে আসে, যেমন পানির ফোঁটা মুখ থেকে বের হয়। আর কাফেরের রুহ কষ্ট পেয়ে বের হয়, যেমন কাঁটার মাঝে কাপড় আটকে ছেঁড়া হয়।”
(সহীহ মুসলিম, হাদীস: ২৮৭২)
---
🌿 বরযখে (কবরের জগতে) রুহের অবস্থান
কোরআনে বলা হয়েছে —
> وَمِنْ وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
“তাদের সামনে আছে এক বরযখ (আবরণ), কিয়ামতের দিন পর্যন্ত।”
(সূরা মু’মিনূন ২৩:১০০)
👉 অর্থাৎ, মৃত্যু ও কিয়ামতের মাঝের সময়েই রুহ থাকে এক বিশেষ অবস্থায় — যাকে বলে বরযখ।
এ সময় রুহ আনন্দ বা কষ্ট অনুভব করে, যেমন নবী ﷺ বলেছেন —
> “কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত।”
(তিরমিজি, হাদীস: ২৪৬০)
---
⚖️ কিয়ামতের দিনে আবার সবাই জীবিত হবে
আল্লাহ তায়ালা বলেন —
> كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ
“যেমনভাবে আমি প্রথম সৃষ্টি করেছি, তেমনভাবেই তাদের আবার ফিরিয়ে আনব।”
(সূরা আল-আম্বিয়া ২১:১০৪)
তখন আল্লাহর সামনে সবাই হাজির হবে,
প্রত্যেকে তার কর্মের হিসাব দেবে।
> فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ، وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّۭا يَرَهُۥ
“যে পরিমাণ অণুসমান ভালো কাজ করবে, সে তা দেখবে; আর যে পরিমাণ অণুসমান মন্দ কাজ করবে, সেও তা দেখবে।”
(সূরা যিলযাল ৯৯:৭–৮)
---
🌸 সংক্ষেপে বললে:
1️⃣ মৃত্যু সবার জন্য অবধারিত।
2️⃣ রুহ ফেরেশতারা নিয়ে যায় — মুমিনের সহজে, কাফেরের কষ্টে।
3️⃣ রুহ থাকে বরযখে, সেখানে সুখ বা কষ্ট অনুভব করে।
4️⃣ কিয়ামতের দিনে সবাইকে আবার জীবিত করা হবে।
5️⃣ সেদিন হবে হিসাব-কিতাব — ভালোদের জান্নাত, মন্দদের জাহান্নাম।
---
🌙 এটাই ইসলাম শেখায় — কোরআন ও সহীহ হাদীসের আলোকে।
নিজের জীবনকে সুন্দর করো, আল্লাহর পথে ফিরে আসো।
আজও সময় আছে — কারণ মৃত্যু দরজায় কড়া নাড়ার আগে কেউ জানে না, তার রুহ কোথায় যাবে…
#ইসলাম #রুহ #মৃত্যুরপর #বরযখ #কিয়ামত #দাওয়াতুলইসলাম