16/07/2025
---
গল্প: "বিরিয়ানি বনাম বাস"
ঢাকার এক ব্যস্ত মহল্লা থেকে ৪৫ জনের বিশাল দল বের হয়েছে সিলেট ভ্রমণে। বাসে উঠেই শুরু হলো হৈ-চৈ। গান, আড্ডা, সেলফি, আর "জোরে হাসো যাতে ফেসবুকে বুঝা যায় আমরা আনন্দে মরতেছি"—এই টাইপ ডায়লগ!
সবাইয়ের ব্যাগে ব্যাগে রয়েছে বিরিয়ানি। কেউ চিকেন, কেউ কাচ্চি, কেউ আবার বিশেষ ‘মামু রাজ্জাকের স্পেশাল হাড়িভরা’। বউরা যেন আগে থেকেই বলে দিয়েছে—“ঘুরতে যাও, ঠিক আছে। কিন্তু খালি পেটে কেউ মরলে আমাগো দোষ নাই।”
সব ঠিকঠাক চলছিল। কিন্তু যেই না হবিগঞ্জের পাশে এসে বাসটা বলল, “ভাই আর পারি না”, অমনি ধোঁয়া ছেড়ে একেবারে ঠান্ডা!
ড্রাইভার নিচে নেমে ঝুঁকি নিয়ে দেখে, গিয়ার বক্স হুড়মুড় করে ভেতরে আত্মহত্যা করে ফেলেছে। সবাই চিন্তিত... কেবল বিরিয়ানি বাহিনী একদম শান্ত।
একজন বললো,
— “ভাই, যেহেতু বাস নষ্ট, চলেন এই সুযোগে খাওয়া-দাওয়া সেরে ফেলি!”
আর যায় কোথায়! কেউ ব্যাগ থেকে বিরিয়ানি বের করে বলে,
— “ভাই গরম নাই, কিন্তু মন আছে!”
— “এই যে টিস্যু! এই যে সালাদ! আহা... কে বলেছে আমরা বিপদে?”
বসার জন্য মাটিতে পাটার মত করে গামছা বিছানো হয়। পাশ দিয়ে গরু যাচ্ছে, কুকুর হাঁক দিচ্ছে, আর মাঝ রাস্তায় সবাই এমনভাবে খাচ্ছে যেন এটা কোনো পার্কের পিকনিক স্পট!
একজন হঠাৎ জিজ্ঞেস করলো,
— “বাস ঠিক না হলে আমরা ফিরবো কেমনে?”
অন্যজন মুখে এক চামচ নিয়ে উত্তর দিল,
— “এইটা এখন চিন্তা করার সময় না ভাই, বিরিয়ানির শেষে জর্দা আনছেন?”
এদিকে ড্রাইভার মোটর মেকানিক খুঁজতে গেছে, কিন্তু ফিরে এসে দেখে বাসের চারপাশে লেগে আছে বিরিয়ানির হাঁড়ি আর হাড়!
ড্রাইভার রেগে বলল,
— “বাস খারাপ হইছে, আপনারা টেনশন না কইরা বিরিয়ানি খান?”
পেছন থেকে একজন বলে,
— “বাস আবার ঠিক হইয়া চলবে, কিন্তু এই বিরিয়ানির মুড আবার ফিরবে না ভাই!”
সবশেষে, বাস যখন ঠিক হলো, সবাই হেঁসে হেঁসে উঠে বলল—
“ভ্রমণ যতই দূর হোক, যদি পেট ভরা থাকে, তাহলেই জীবন সুখী!”
---
শিক্ষণীয় কথা:
বাস নষ্ট হলেও যদি ব্যাগে বিরিয়ানি থাকে, তাহলে চিন্তার কিছু নাই!
বলুন তো, আপনি এই দলে থাকলে আপনার ব্যাগে কি থাকতো—কাচ্চি না হাড়ি বিরিয়ানি? 😄