Mustak Mahmud

Mustak Mahmud অনুরোধ রইলো সবার কাছে🙏🏿আমার পেইজে ফলো দিয়ে পাশে থাকবেন, welcome everyone🥰🇧🇩🇸🇦🇧🇭🇨🇮

22/07/2025

এত বড় ঘটনা ঘটল দেশে। এয়ার চীফ কোথায়? গত ১৫ বছরে সামরিক ও বিমান বাহিনীর বাজেট কোথায় ব্যয় করা হয়েছে ? বাকশালিরা কী করল এই খাতে? কে কে ধান্দা করেছে? এসবের শ্বেতপত্র চাই।

আমাদের আকাশ প্রতিরক্ষা কতটা প্রস্তুত সেটি নিয়ে জাতিকে ব্রিফ করুন। আগামী দিনে কী কী দরকার নিরাপত্তার জন্য, সেটাও জানান। ভারতীয় আধিপত্যবাদ কিংবা নিরাপত্তার ব্যাপারে আমরা কতটা প্রস্তুত সেটিও মানুষ জানতে চায়।

প্রেস বিজ্ঞপ্তিআলহামদুলিল্লাহ খুভ ভালো কাজ।ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘট...
22/07/2025

প্রেস বিজ্ঞপ্তি
আলহামদুলিল্লাহ খুভ ভালো কাজ।

ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।

এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।

এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্ট ডক্টর ইউনুস।

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম কর...
21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।🤲🤲🤲🤲

Md Sarjis Alam একদম ঠিক বলছে.
21/07/2025

Md Sarjis Alam একদম ঠিক বলছে.

এটাই রাজনীতির সৌন্দর্য 💖
19/07/2025

এটাই রাজনীতির সৌন্দর্য 💖

একজন প্রবাসী হিসেবে কখনো কোন দলের নেতাকর্মী প্রবাসীকে অবজ্ঞা করলে সেটা মেনে নিতে পারবো না।BNP নেত্রী পাপিয়া বেগম প্রবাসী...
18/07/2025

একজন প্রবাসী হিসেবে কখনো কোন দলের নেতাকর্মী প্রবাসীকে অবজ্ঞা করলে সেটা মেনে নিতে পারবো না।
BNP নেত্রী পাপিয়া বেগম প্রবাসীদের বিদ্রুপ করে যে মন্তব্য করেছে তা সত্যিই দু:খজনক।
প্রবাসীদের সাথে বৈষম্য তৈরি না করার অনুরোধ,আমাদের পাঠানো রেমিট্যান্স এখন পোস্টার বানানোর কালি আমদানির টাকা।
পাপিয়াকে প্রবাসীদের নিকট প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
Bangladesh Nationalist Party-BNP

এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের "কামলা" মনে করে। এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে ...
18/07/2025

এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের "কামলা" মনে করে।

এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস, মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসা অফিস; সব জায়গায় প্রবাসী ভাইবোনদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়।

প্রবাসী ভাইবোনদের সময় হয়েছে- নিজের অধিকার বুঝে নেওয়ার, কালপ্রিটদের চিনে রাখার।প্রবাসী কি জিনিস জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা বুঝতে পেরেছে।আর তুমি কোন চ্যাটের বাল আব্দুল্লাহ। তোমারে তো ফু দিলে উড়ে যাবি।

সরকার কোন জায়গায় ঠিক মত কাজ করতে পারছে না, না তর তর আব্বারা আইসা করতেছে। আমার কাছে শেখ হাসিনা বাংলাদেশের বেস্ট লিডার-মার...
17/07/2025

সরকার কোন জায়গায় ঠিক মত কাজ করতে পারছে না, না তর তর আব্বারা আইসা করতেছে। আমার কাছে শেখ হাসিনা বাংলাদেশের বেস্ট লিডার-মারিয়া কিসপট্টা

কিছু সৃতি আজও মনে পরে🥰
17/07/2025

কিছু সৃতি আজও মনে পরে🥰

এক ভাই এইটা পোস্ট করেছে সবাই হাতপাখা কমেন্ট করেছে, হাতপাখা নিয়া মানুষের আগ্রহ আছে বলে আমার মনে হয়না। হয়তো ২হাজার বছর নির...
14/07/2025

এক ভাই এইটা পোস্ট করেছে সবাই হাতপাখা কমেন্ট করেছে, হাতপাখা নিয়া মানুষের আগ্রহ আছে বলে আমার মনে হয়না। হয়তো ২হাজার বছর নির্বাচন করলেও হাত পাখা কোনোদিন ক্ষমতায় আসবে না। ফেসবুক কমেন্ট বক্স আর রিয়েলেটি ভিন্ন। তাদের নিয়ে জনতার তেমন আগ্রহ কখনো আমার চোক্ষে পরে নাই। জামায়াতের অনেক সুযোগ আছে যদি কাজে লাগাইতে পারে। বিএনপি ক্ষমতায় আসবে এটাও অনেকটা নিশ্চিত তবে আমার ধারণা বিএনপি ও ভুল পথে আছে আওমির মতো। তারেক রহমান এর বিশাল এক সুযোগ ছিলো সবাই চোক্ষে হিরো হয়ে যাওয়ার- সেটাও সে করতে পারেনি।
তবে যে কয়েকটি দল বাংলাদেশে আছে আমি গেরান্টি নিয়ে লিখে দিতে পারি এদের দিয়ে দেশের উন্নতি কখনো সম্ভব না। নেতা দরকার পাগল, পাগল নেতা ছাড়া এই বাংলাদেশ ঠিক করার ক্ষমতা কারো নাই। এইসব নেতা দিয়া বাংলাদেশের ২পয়সা লাভ ও হবে বলে আমার মন বলে না।

অধিকাংশ নেতাদের দেখলে আমার মনে হয় এরা নেতা নাকি কমেডি!

Address

Chhatak

Alerts

Be the first to know and let us send you an email when Mustak Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustak Mahmud:

Share