29/05/2022
জানেন তো?
ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস "স্টারলিংক" বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ২০২৩ থেকে। স্টারলিংকের অফিশিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ থেকে প্রি অর্ডার করা যাচ্ছে।😀
SpaceX এর অফিশিয়াল টুইটারে ঘোষণা দেয়া হয়েছে যে স্টারলিংকের ব্রডব্যান্ড সার্ভিস ইউএস এর কিছু অংশ, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, স্পেন সহ ৩২ টা দেশে এভেইলেবল আছে।
আর বাংলাদেশ, ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান এবং ভারতে খুব শীঘ্রই সার্ভিস চালু হবে৷
বাংলাদেশ থেকে প্রি-অর্ডার করতে স্টারলিংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে ৯৯ ডলার ফি প্রদানের পপআপ আসে। সেখানে বলা হয়েছে ২০২৩ সালে স্টারলিং এই এরিয়াতে(বাংলাদেশ) তার সার্ভিস প্রদান করবে। আরো বলা আছে যে, প্রতিটি কভারেজ এলাকায় "আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে অর্ডার গ্রহণ করা হবে।
🔥🔥 আচ্ছা এখন কথা হল, স্টারলিং জিনিস টা কি? কেন এটা নিয়ে এত আলোড়ন?
সহজ কথায় বলতে গেলে, স্টারলিংক হল স্পেসএক্স এর একটি শাখা যেটা বিশ্বজুড়ে হাইস্পিড ইন্টারনেট প্রদান করবে। মূলত রিমোট এরিয়া, যেগুলো তে ইন্টারনেটের প্রাপ্যতা বেশ কম, সেসব জায়গায় এই স্টারলিংক প্রজেক্ট বেশ ইফেক্টিভ হবে বলে আমার ধারণা। আর এই স্টারলিংক সাবস্ক্রিপশনে ইন্টারনেট আসবে সরাসরি স্যাটেলাইট থেকে। যার কারণে, ইন্টারনেট আপ-ডাউন কিংবা নেট না থাকার ঝামেলা এড়ানো যাবে খুব সহজেই।
SpaceX এর মতে, স্টারলিংক বর্তমানে ১৫০ mbps এর ডাউনলোড স্পিড এবং ২০ mbps আপলোড স্পিড এর ইন্টারনেট সেবা প্রদান করছে৷ যখন বাকি স্যাটেলাইটগুলোও লঞ্চ হয়ে যাবে তখন ডাউনলোড স্পিড ৩০০ mbps হবে বলে ধারণা করা যাচ্ছে৷
ও, বলে রাখি, এই স্টারলিংক প্রজেক্টের প্রথম ৬০ টু স্যাটেলাইট রিলিজ করা হয় ২০১৯ এ। এর পরে আরো ২০০০ টির বেশি স্যাটেলাইট লঞ্চ করা হয়, যেগুলোর ব্রডব্যান্ড দিয়ে এখন বিশ্বের ৩২ টি দেশে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রদান করছে স্টারলিংক।
🔥🔥 মজার কথা হল- এই স্টারলিংক সর্বোমোট ৪২,০০০ স্যাটেলাইট লঞ্চ করবে৷ হ্যাঁ, বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী কাভার করে ফেলবে যাতে করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হাই স্পিড ইন্টারনেট এক্সেস করা যায়।
যাইহোক, স্টারলিংক - স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আরেকটি লেখায় লিখব।
স্টারলিংক প্রজেক্ট নিয়ে আমি বেশ এক্সাইটেড হলেও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে প্রাইসিং টা একটু বেশিই মনে হয়েছে আমার কাছে৷ আপনাদের মতামত কি?