
22/07/2025
আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো এই বাচ্চাটির কথা মনে হলে আমার খারাপ লাগবে। অনেক শিশু দগ্ধ হয়ে মারা গিয়েছে কিন্তু তাদের ভিডিও এভাবে আসেনি। গতকাল ঘটনার পরপরই এই বাচ্চাটির ভিডিও দেখেছি। সমস্ত শরীর পুড়ে চামড়া ঝুলে ঝুলে পড়ছিল। এই অবস্থায় বাচ্চাটি দৌড়ে এসছে, তারপর হাঁটছিল,এক সময় দাঁড়িয়ে যায়। সবাই বাচ্চাটিকে তাকিয়ে দেখছিল, কেউ ভিডিও করছিল,ছবি তুলছিল। কিন্তু বাচ্চাটিকে জড়িয়ে ধরার মত কেউ ছিল না। বাচ্চাটি নিশ্চয়ই ওর মাকে অথবা তার বাবাকে খুঁজছিল। আমি একজন বাবা । বাবার জায়গা থেকে বাচ্চাটির অনুভূতি আমাকে দগ্ধ করছে। জানতে পেরেছি বাচ্চাটি আর এই পৃথিবীতে নেই। মরে গিয়ে বেঁচে গিয়েছিস বাবা😥। আমাদের ক্ষমা করে দিস।