20/06/2023
কাতারের রাজধানী দোহার কর্নিশে বাংলাদেশিদের ব্যবসা।
কাতারের রাজধানী দোহা আরব উপসাগরীয় অঞ্চলের ব্যস্ততম এবং আধুনিক নগরী। দোহার এক প্রান্তজুড়ে যে অংশে সেটাকে কর্নিশ। যেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যায় নানা বয়সী কাতারী নাগরিক, অভিবাসী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সেখানেই সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশি মাঝিরা।