Mdshahin Alom page

Mdshahin Alom page কারো ক্ষতি করে ভালো থাকা যায় না -মানুষের কর্মের ফল তার কর্মই নির্ধারণ করবে 🖤

এইতো গত ODI ওয়ার্ল্ড কাপেও ফ্লপ ছিল! আর এখন চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করল শতক হাঁকিয়ে! ৮৪ রান থেকে ২ ছয় মেরে ৯৬ এর...
22/02/2025

এইতো গত ODI ওয়ার্ল্ড কাপেও ফ্লপ ছিল!
আর এখন চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করল শতক হাঁকিয়ে!
৮৪ রান থেকে ২ ছয় মেরে ৯৬ এরপর ৯৮ রানে থেকে আবার ৬ মেরে শতক তাও আর্চারের বলে।
Josh Inglis, you beauty

অনেকেই ভেবেছিল অস্ট্রেলিয়া এবার সেমিতে যাবে না, ইভেন অনেকে তো বলাবলি শুরু করছে অস্ট্রেলিয়া নাকি আফগানিস্তানের সাথেও হারবে।
তারা হয়তো ভুলে গেছে অজিদের ম্যান্টালিটি,গেম প্লেন, গেম এওয়ারনের্স আর ডেডিকেশন সম্পর্কে। এদের প্রত্যেকটা প্লেয়ারই এক একজনের রিপ্লেসমেন্ট!

21/02/2025

কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপার রামচন্দ্রপুর (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) ৩ জনের মরদেহ উদ্ধার!

কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপার রামচন্দ্রপুর (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) এ প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

১৮ ঘণ্টা অমানবিক কষ্ট-যন্ত্রণায় ৩৯৬ জন যাত্রী তখনো নাগপুর এয়ারপোর্ট রানওয়েতে। বাংলাদেশ বিমান বিজি ৩৪৭ ১৯/০২/২০২৫ ঢাকা ট...
21/02/2025

১৮ ঘণ্টা অমানবিক কষ্ট-যন্ত্রণায় ৩৯৬ জন যাত্রী তখনো নাগপুর এয়ারপোর্ট রানওয়েতে। বাংলাদেশ বিমান বিজি ৩৪৭ ১৯/০২/২০২৫ ঢাকা টু দুবাই গামী ফ্লাইট নিয়ে এমন সত্য খবর কখনো দেশের কোনও পত্রিকায় ছাপা হয় না। কোনও টিভি চ্যানেলে দেখায় না এবং কোন দিন দেখবেও না।

পৃথীবির একমাত্র পুরুষ, যে তার প্রাক্তন কে ভুলে থাকার জন্য শত শত নারীর সাথে গা -ড'লা'ডলি করে 😂এইসব ভুলভাল মানুষকে বইমেলায়...
10/02/2025

পৃথীবির একমাত্র পুরুষ, যে তার প্রাক্তন কে ভুলে থাকার জন্য শত শত নারীর সাথে গা -ড'লা'ডলি করে 😂

এইসব ভুলভাল মানুষকে বইমেলায় জায়গা দিলে, কতৃপক্ষের দূর্ণাম হবে। ওইটা একটা বিশ্ববিদ্যালয় এরিয়া, এর প্রভাব হাজার হাজার ছেলে-মেয়েদের উপর পড়বে।

আমি কাউকে ছোট করতে চাইনি, উনার একজন শুভাকাঙ্ক্ষী ও ছিলাম আমি শুরুর দিকে, যে ছেলেটা এতো স্ট্রাগল করছে, তার জীবনে ভালো কিছু হোক। কিন্তু পাব্লিক প্লেসে মেয়েদের সাথে গা- ড'লা'ডলি করে বেড়ানো ছেলেদের থেকে, আমার কাছে একটা ব'স্তি'র ছেলে অনেক বেশি সম্মানের 😊

06/01/2025



আমার খুলনা টাইগারস
03/01/2025

আমার খুলনা টাইগারস

Address

Doha
MUSICVIDEO

Alerts

Be the first to know and let us send you an email when Mdshahin Alom page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share