
13/11/2023
নাহ কোনো কিছুই থেমে থাকবেনা তুমি ছাড়া। পৃথিবীর কোনো কিছু থেমে থাকেনা কারো জন্য।
রাত জেগে যেই চাঁদটা তুমি রোজ দেখতে তুমি না থাকলেও সেই চাঁদটা রোজ রাতেই জ্যোৎস্না বিলাবে কারো না কারো জন্য।
হয়তো আমিও একদিন কষ্ট পেতে পেতে তোমায় ভুলে যাবো। আবার হয়তো বা শত চেষ্টাতেও বুকের গভীরে কোথাও না কোথাও চিড়চড়ে একটা ব্যাথা থেকেই যাবে।
হয়তো সব কিছু ভুলে যাবার ভান করে দিব্যি ভালো থাকার অভিনয় করে যাবো অথবা সত্যি সত্যি ভুলে যাবো সেই ভুলে যাওয়ার মাঝেও হুট করে একদিন স্মৃতি হয়ে এসে আমাকে নতুন করে ক্ষতবিক্ষত করবে।
হয়তো অভ্যাসবশত নিয়ম করে তোমার ছবি দেখবো ছোট খাট খুনসুটি গুলো মনে করে চোখ ভেজাবো। আবার হয়তো তোমাকে মনে পড়াটাই একসময় আমার পাগলামি মনে হবে!
হয়তো ইচ্ছে করেই পাগলামিটা করবো, ছোট বাচ্চাদের মত ঢুকরে ঢুকরে কাঁদবো। তারপর ফোলা চোখ দুটো মুছে কিছুই হয়নি ভেবে মুচকি হেসে সব উড়িয়ে দিবো..!
জীবন আসলে থেকে থামেনা, তবে সত্যিকার প্রেম কখনো উপড়ে ফেলা যায়না। হয়তো কেটে ফেলা যায় ছোট করা যায়, সেই কেটে ফেলা, ছেটে ফেলা থেকেই নতুন করে প্রেম জন্মায়। একটু একটু করে আবার জমাট বেঁধে বুক ভরাট হয়।
চাঁদ উঠে চাঁদ ডোবে পৃথিবী ঘুরতে থাকে জীবন চলতে থাকে। এই মুহুর্তে যে মানুষটাকে ভেবে বুক ভাসাবে সকালে তাকে ভুলে যাবে আবার সন্ধ্যায় সে স্মৃতি হয়ে ফিরে আসবে। এটাই জীবন, জীবন এমনই....