
13/04/2025
ডক্টর ইউনুস স্যার বলেই দিলেন ডিসেম্বরেই নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন৷
সত্যি বলতে আমরা যারা রাজনীতির বাহিরে থাকি কিংবা আলাদা করে কোনো দল পছন্দ করি না, তাদের এজন্যে এটা একটা মন খারাপের সংবাদ৷
একজন ৮৫ বছরের বয়স্ক মানুষ দেশটাকে পুরো বিশ্বে কিভাবে উঁচু করা যায় সে চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত৷ অথচ তাকে বিদায় করার জন্যে কিছু মানুষ উঠেপড়ে লেগেছে৷ এরা কখনই দেশের ভালো চায় না৷ এরা ভুলে গেছে দলের চেয়ে দেশ বড়৷
ডক্টর ইউনুসের হাজারটা দোষ থাকতে পারে কিন্তু এতো অল্প সময়ে কোনো দেশের প্রধানকে দেশে এতো সংস্কার করতে দেখিনি৷ আবারো বলি "আগামী পাঁচ বছর কোনো নির্বাচন চাই না! ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর দেখতে চাই" দলের আগে দেশ বড় 🙂