19/10/2025
যে আমার জীবনে আলো হয়ে এসেছে,তাকে আমি কি করে যাই ভুলে,
আপনাদের অত্যচার আঘাত সব কিছুর পর ও আমি তাকে ভালোবাসি,
আপনাদের যেমন ইচ্ছে জীবন অতিবাহিত করেন, যদি আমাকে ছাড়া সুন্দর হয়, তবে তাই করেন, আপনাদের সবার ইচ্ছে পুরণ করা সম্ভব না,আমি জীবনে সব সময় আমার সব আনন্দ, ইচ্ছা, ভাল লাগা, চাওয়া পাওয়া, ত্যাগ করেছি, এই মানুষের ব্যাপারে আপনাদের কোন ইচ্ছা পুরণ হবে না, আমি যা চাই তাই হবে,
তাঁর কাছে আমার ভালোবাসা গুলো আমানত আছে,
আপনারা সবাই ভুল পথে আছেন, আপনাদের চোখে কালি পরে গেছে,আপনারা অন্ধ হয়ে গেছেন,তার পর ও আমি আপনাদের কে আপন মনে করি,আপন হয়ে থাকেন।
তার ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না,
আজকে আপনাদের সব মনের কথা বুঝতে পারছি,
দূর থেকে আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব গুলো পালন করবো,
সে আমার জন্য কি করে যদি আপনারা আমার ভিতরে গিয়ে দেখতে পারতেন,আমার জন্য তার সম্মান, আবেগ, অনুভূতি, ভালোবাসা, সব যদি আমার চোখ দিয়ে দেখতেন,তা হলে আপনাদের ভিতরের সব অভিযোগ চলে যেত।
অনেক দিন আগেই আপনারা আমাকে মেরে ফেলেছেন, তার পর ও আমি আল্লাহর ভয়ে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা গুলো দায়িত্ব হিসেবে করে যাচ্ছি, যা বুঝার ক্ষমতা আপনাদের নেই,
আপনাদের কাছে আমি কিছু চাই না, চাইবো ও না, আমাকে পরাজিত করার জন্য নিষ্পাপ চরিত্রে কলঙ্ক থেকে শুরু করে এমন কোন বাজে মেসেজ নাই যা দেন নাই, আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুক,
আমি আপনাদের সবাইকে ছেড়ে হলে ও আমি আমার মানুষ গুলো কে নিয়ে সামনের দিনগুলোতে চলার চেষ্টা করব,
তার পর ও আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না
,,????