
11/06/2025
📢 ত্রাণ বিতরণ কার্যক্রমে "সঠিক পথের সামাজিক সংগঠন: মানুষের পাশে এক মানবিক হাত
তারিখ: ৭ জুন ২০২৫
স্থান: উত্তর-চাঁদপুর,ধানুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সঠিক পথের সামাজিক সংগঠনের উদ্যোগে নিয়মিত মাসিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে চলতি জুন মাসে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।
এই মাসের প্যাকেজে ছিলো:
চাল – ৪ কেজি,ডাল – ১ কেজি,আটা – ১ কেজি,তেল – ১ লিটার
পেঁয়াজ – ১ কেজি,আলু – ২ কেজি,গরুর মাংস – ১ কেজি।
পাশাপাশি, কুরবানির ঈদ উপলক্ষে সংগঠন থেকে একটি গরু এক ভাগ কুরবানি দেওয়া হয়। কুরবানির মাধ্যমে সংগঠন ৩৯ কেজি গরুর মাংস সংগ্রহ করে। এর মধ্যে ত্রাণপ্রাপ্তদের প্রত্যেককে ১ কেজি করে মাংস বিতরণ করার পর অবশিষ্ট মাংস বিতরণ করা হয় এমন ২৭টি নিম্ন-মধ্যবিত্ত পরিবারে, যারা নিজেরা কুরবানি দিতে সক্ষম নন, আবার কারো কাছে চাইতেও পারেন না।
সংগঠনের পক্ষে (জাকির হোসাইন গাজী ও মহসীন তানভীর) দুজন একতাবদ্ধ হয়ে বলেন :
"আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন কারো মুখে একটুখানি হাসি এনে দিতে পারে, এটাই আমাদের বড় পাওয়া। সবাই যেভাবে পাশে ছিলেন, আশাকরি ভবিষ্যতেও থাকবেন। ইনশাআল্লাহ, একদিন এই সংগঠন বহু মানুষের মুখের হাসির কারণ হবে।"
অন্য সদস্যরা বলেন(ফরহাদ চৌধুরী, কায়সার, সাইফুল ও আরো অন্যান্য সদস্যবৃন্দ)
সঠিক পথের সামাজিক সংগঠন আগামী দিনগুলোতেও মানুষের পাশে থেকে, স্বেচ্ছাশ্রম ও ভালোবাসার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর।
🕊 আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন এবং সবাইকে এর মাধ্যমে উত্তম প্রতিদান দিন। আমীন