
30/01/2025
নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১০ গুন বেশি মায়া ,মমতা, তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।
আমার মায়ের কাছে আমার ১০২ জ্বর এর সমান, তার নাতনির মৃদু কাশি! এবং পৃথিবীর সকল নানি মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতি/নাতনিদের কোনো যত্ন তার কন্যা করতে পারছে না, এরপর প্রধান দায়িত্ব হাতে তুলে যত্নে বড় করে নাতি নাতনীদের।
আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গা*লি হাসি মুখে খাই। মা এর থেকেও বেশি অবদান থাকে প্রত্যেকটি নানির কিন্তু চিরকালই আড়ালে থেকে যায় তাদের মায়া মমতার উদাহরণ 🖤
নানি দিবসটা বেশি জরুরী ছিলো।