14/12/2024
বুদ্ধিমান আর চালাক লোক ইউরোপের শুধু একটা ভিসা খোজে।
নির্বোধ আর বোকারা খোঁজে, খাওয়া কার, থাকার জায়গা কার, বেতন কত, খাইয়া-দাইয়া কত টাকা থাকবে, কাজ কি, কোম্পানি সাপ্লাই নাকি ডাইরেক।
আরে ভাই ইউরোপ আসবেন দুই দিনের জন্য না এই দিকে যারা আসে সারা জীবনের জন্য আসে। যেখানে সারা জীবনের জন্য আসবেন সেখানে এত কিছু না খুইজা শুধু ভিসা খোঁজেন।
চিন্তাধারার দিক থেকে স্মার্ট হন।
সারাজীবন খাইয়া দাইয়াই বড় হয়েছেন। এখন শুধু ভিসার দিকে ফোকাস দেন ফিউচারের জন্য।