07/07/2025
এপ্রুভাল দিয়ে পারমিট দিয়ে দিনের পর দিন টাকা খোজেও পেমেন্ট ক্লিয়ার করেন না৷ কিন্তু যদি কোন কারনে কাজ করতে না পারি এই আপনারাই ২ মিনিট টাইম দেন না টাকা ব্যাক চাইতে। আমি কারো টাকাই বাকি রাখিনা দুই দিন আগে পরে ঠিকই দেই,কিন্তু আপনাদের বুঝতে হবে কাজ না হলে লস প্রজেক্ট তাই টাকা রিকভারের একটা সময় লাগে।
যদি কাজটা সঠিক পথে আগায় তাহলে সেটাকে প্রাধান্য দিতে হয়। সেটার সব কিছুই সময় দিতে হয়। অন্যথায় আপনার একজনের জন্য দশ জনের ক্ষতি হয়।
নোটঃ ইতিমধ্যে কিছু ফেসবুক পোস্ট আমার নজরে আসছে,কিছু ফেইক আইডি বলছে আমার ৫০ টা ফাইল,Ciam Global এ দেওয়া। কিন্তু এইটা একটা আক্রমন ছাড়া কিছুই না।। সিয়াম গ্লোবাল আমার ভাল বন্ধু মাঝে মধ্যে দুই একটা কাজ করলেও,আমাদের মধ্যে বড় কোন কাজের সম্পর্ক বা লেনদেন হয়না। এসব হিজ্রা আর আ*বা*ল প্রকৃতির মানুষ দ্বারা শুধু ক্ষতিই আশা করা যায়। কখনো একটা মানুষের ভবিষ্যৎ গড়ার আশা করা যায়না।