Mehedi Hasan Ashik

Mehedi Hasan Ashik আপনার বিশ্বাস আর ভালবাসাই আমার অনুপ্রেরণা।
বিশ্ব ভ্রমন করুন,পৃথিবীকে জানুন।
🇴🇲>🇮🇳>🇹🇩>🇧🇬>🇹🇷>🇧🇭>🇦🇪>🇸🇦>🇬🇷>🇮🇹>🇲🇰>🇭🇺>🇲🇻>🇱🇰>🇪🇦>🇵🇹

17/09/2025

আমরা বাঙালির মত অকৃতজ্ঞ আর মা*দ জাতি মনে হয় আর দুইটা নাই। একটা ভাল কোম্পানি পাওয়া ইউরোপে সোনার হরিনের মত। এত ভাল বেতন আর এত ভাল ফেসিলিটি দেওয়ার পরেও,মাত্রই কোম্পানির দুই দুইটা মানুষ কাজে যাওয়ার সময়,গাড়ি এক্সিডেন্ট করে মা*রা গেলো, এখনো তাদের ঝামেলাটা কোম্পানি শেষ করতে পারেনি। তার উপরে এত গুলা মানুষকে বিপদে রেখে তুরা গেইম দিলি!! তুরা কি ভাই মানুষের জন্ম? তুদের জন্ম পরিচয় নিয়ে আমার সন্ধ্যেহ হয়।

তাদের নর্থ মেসেডনিয়ায় ভাল সেলারি ছিল।
থাকা খাওয়া সম্ভবত কোম্পানি দিত।
লাইফ ইন্সুইরেন্স পর্যন্ত কোম্পানির দেওয়া।
যাতায়াত ব্যবস্থার খরচ সব কোম্পানির।
যাওয়ার সাথে সাথে ৩ বছরের টি আর সি করে দিলো।

এদিকে আমরা ৫ হাজার ইউরোর ব্যাংক চ্যাক আর ক্যাশ ১ লাখ টাকা জামানত নিয়ে এরপর ফ্লাইট দিলাম। মাত্রই দুইটা লোক মা*রা গেলো তাদের এই সমস্যাটা কোম্পানির মালিক সমাধান করে উঠতে পারলো না,এর মধ্যে তোরা গেইম দিলি সবাইকে বিপদের মুখে ফেলে।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন প্রয়োগ হবে তোদের জন্য মাথায় রাখিস। ইউরোপের যেখানে থাকবি খোজে বের করবো আমি ইনশাআল্লাহ তোদের কে।

16/09/2025

পর্তুগাল🇵🇹 D1 কিছু এপয়েন্টমেন্ট ডেইট রিসিভ✌️
রোমানিয়া🇹🇩১৪ রিসিভ ওমান এবং কুয়েত থেকে✌️
যারা ড্রাইভার হিসাবে জমা দিয়েছিলেন গত ৩ মাস আগে তাদের সবার পারমিট চলে আসছে।

15/09/2025

রোমানিয়া এখন শুধু মাত্র একটা দেশ বাকি আছে খাওয়া বাঙালির সেটা কুয়েত। কারো চিন্তার কোন কারন নাই অতি শিঘ্রই VIP মারানি আর নো এডভান্সের বড় বড় এজেন্টগন এটাও খেয়ে দিবে😄 কারন আস্তে আস্তে খাওয়ার কি দরকার। সব ফাইল এক সাথে নিয়ে তারাতারি খাওয়াটাই ভাল। সব যখন বন্ধ হয়ে গেছে,এইটা কেন খোলা থাকবে।

13/09/2025

প্রতিদ্বন্দ্বিতা নয় শ্রম বাজার রক্ষায় সবাই একতাবদ্ধ হতে হবে।

এই ইউরোপের শ্রম বাজার আমাদের হাতের নাগালের বাহিরে যাচ্ছে দিন দিন।অনেক গবেষণা করে মূল কারন হিসেবে দুইটা দিক আমার নজরে আসে।
১/ অতিমাত্রায় বেকার সমস্যা আমাদের,মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে আগের মত সুযোগ সুবিধা না পেয়ে সবাই এখন ইউরোপ মুখি হয়ে উঠছে। আবেদন বাড়ছে সেই সাথে চাহিধাও বাড়ছে প্রচুর,ফলে আমাদের জন্য দৈনিক তৈরি হচ্ছে নতুন নতুন সমস্যা। সেই সাথে অতিমাত্রায় আবেদনের ফলে জ্যাম লেগে যাচ্ছে দিন দিন।
২/অসাধু ব্যবসায়ীদের অতিমত্রায় ফাইল নেওয়া এবং জাল ডকুমেন্টস এর প্রবনতা দেখা দিচ্ছে দিন দিন। এই সব ডকুমেন্টস আবার কোন কোন সময় ইমাগ্রিশন এবং এম্বাসির হাতেই পৌঁছে যাচ্ছে। যার ফল স্বরুপ বাংলাদেশিরা ব্যান হয়ে আছে ইউরোপের বিভিন্ন দেশে। কোন ভাবে কেউ সফল হলেও তারা থাকছেনা কর্মস্থলে। ফলে কোম্পানি এবং গভমেন্ট এইটা নিয়ে অনেক তৎপর।

আমাদের মূল সমস্যা কেউ সফল ভাবে সুন্দর কাজ করতে গেলে,ব্যবসায়িরা একে অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে।কিভাবে তাকে নিচু দেখানো যায়,কিভাবে তার সাকসেস আটকানো যায়। এই মার্কেটে সঠিক ভাবে কাজ করা লোকের বড়ই অভাব। দুই চার পাঁচ দশ জন যারা আছে তারাও যদি বিভিন্ন গ্রুপিং আর হেনস্তের স্বীকার হয়ে মার্কেট আউট হয়ে যায় তাহলে আসলে কাজটা করবে কে?

অন্য দিকে যারা মানুষের ভালর জন্য উপকারের জন্য বিভিন্ন সচেতন মূলক গ্রুপ চালান,তাদের আরেক সমস্যা তাদের মতের সাথে কোন এজেন্টের বা এজেন্সির মতের অমিল হলেই তারা তাদের ট্রল করে যেভাবে ছোট করা যায় সব কিছু করে। আবার তাদের সাথে সহমত হতে পারলে এজেন্ট এজেন্সি খারাপ হলেও তার একটা পজেটিভ বাইপ টিকিয়ে রাখে তারা! এখানে তাহলে উপকারটা কোথায়? সৎ চিন্তা মানে মতের অমিল হলেও ভালকে ভাল বলা মন্দকে মন্দ বলা। এতে যদি ব্যক্তিস্বার্থ বিসর্জন দেওয়া লাগে সেটাও দিতে হবে। তাই সবাইকে অনুরোধ করবো এই খারাপ পরিস্থিতে অন্তত ভাল লোক গুলাকে আপনারা নিজের স্বার্থে ভাল মন্দ বলা থেকে বিরত থাকুন। কারন যিনি ভাল কাজ করে অন্তত আপনার মতের সাথে না মিললেও তার দ্বারা ২০/৫০ জন লোক তার ঠিকানা খোজে পাবে।আপনি একার স্বার্থে তাদের রিজিক নিয়ে খেলবেন না।

আরেকদল আছে এজেন্সি গ্রুপ। তারা নিজেরা কিছু করতে পারবেনা শত শত ফাইল নিয়ে ফেসে গেছে। সফল কোন এজেন্টের সাকসেস দেখলে ক্লাইন্টের চাপে তারাও শুরু করে প্রোপাগাণ্ডা! একটা মানুষকে যেভাবে হেনস্ত করা যায় সবটা তারা করবে। কিন্তু এইটা ভাবেনা তার সাথে আলোচনা করে কিভাবে নিজে উদ্ধার হওয়া যায় সাথে বাকিদেরকেও উদ্ধার করা যায়। এই চিন্তা থেকে বেড়িয়ে আসতে হবে আমাদের।মূল লক্ষ্য থাকতে হবে নিজেও সফল হোন,যাত্রীদের ও উদ্ধার করুন। সবাই এক যোগে সফলতা ধরে রাখলে মার্কেটে একটা পজেটিভ বাইব তৈরি হবে,ফলে দুই নাম্বারি আর স্কেম এর স্বীকার হওয়া থেকে বেচে যাবে হাজার হাজার মানুষ। স্কেম করে যে টাকা অর্জন করা যায় তার চেয়ে ৫০ গুন বেশি অর্জন করা সম্ভব ভাল কাজ করে। একটা লোক সাকসেস হলে তার থেকে আবদার করে হলেও ৫০ হাজার ১ লাখ চেয়ে নেওয়া যায়। কেন্ডিডেট নিজেও পরিস্থিতি বুঝে এইটার সহযোগিতা করে,অসফল ব্যক্তির মেজাজ আর মানশিক অবস্থা ভাল থাকেনা।কিন্তু আপনি সফলতা এনে দেন অবশ্যই সে আপনাকে সহযোগিতা করবে।

গ্রুপ এডমিন বলেন আর এজেন্সি বলেন কেউ আমরা কারো শত্রু নয়। সবাই এখানে একেক উদ্ধ্যেশ্যে আছে। কেউ অর্থের যোগান দিতে কেউ বিনা স্বার্থে মানুষের উপকার করতে। উপকার করতে গিয়ে আবার যাতে কারো ক্ষতি না হয় সেটাও দেখা উচিত। একজন কেন্ডিডেট কোন ভাবে বেচে গেলে সেটা হবে একজনের বেচে যাওয়া। কিন্তু আপনার আক্রমনে একজন এজেন্ট ব্যর্থ হলে সেটা হবে শত শত লোকের ব্যর্থতা, কাজেই সব দিক লক্ষ্য রাখা খুবি জরুরি।

সার্বিয়া নিয়ে আজকে দুইদিন খুবি বাঝে অবস্থা। আমার গত কয়েকটা পোস্ট ছিল শুধু মাত্র সার্বিয়া টি২০ নিয়ে। আম আগেই জানতাম যে এইটা কোন সফল প্রজেক্ট নয়। তবে হ্যা এটাও সত্য যে যারা সময় নিয়ে কাজ করছে তারা অবশ্যই সফল হবে। আবার কিছু কিছু অবস্থা দেখা যাচ্ছে এক জনের নামের উপরে শত শত এজেন্ট নিজেদের ব্যানার চালাচ্ছে। অর্থাৎ সফল হলে তার কাজ ব্যর্থ হলে অমুক ভাইয়ের কাছে ফাইল দিছিলাম। এখন যদি এই সমস্ত এজেন্টগুলি অন্য কোথাও ধরা খায় সব নাম যার উপরে নিজের ব্যানার চালাচ্ছে তাকে দিয়ে চালিয়ে দিবে।

সার্বিয়ার এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু কে বা কাহারা নিজে নিযে হাজার হাজার ফাইল অনলাইন করছে নিজেদের মত করে এবং সেগুলা রিজেক্ট ও আসছে সেইটাত সার্বিয়ার দোষ নয়!আপনাকে বলছে কে এত আবেদন এক সাথে করতে? নরমালি খোজ নিন ঠিকই ভিসা হচ্ছে এপ্রুভ হচ্ছে। নামে বেনামে কোম্পানিতে অনলাইন করে,যে কোম্পানির ধারন ক্ষমতা ১০ টা আপনি অনলাইন করলেন ১০০ টা তাহলে কিভাবে এপ্রুভ আসবে? আবার দোষ দিবেন সার্বিয়া কাজ হয়না এইটা স্কেম! এইটা কোন যুক্তি হলো।

আপনারা যারা যে যার কাছে ফাইল দিছেন অবশ্যই তারা যদি ভাল মাধ্যম হয়,তাদের কে সময় দিয়ে সহযোগিতা করুন। যদি যাওয়ার ইচ্ছা থাকে টি২০ চিন্তা বাদ দিয়ে বলুন আস্তে হলেও কাজটা উঠায় দিন। আমি গ্যারান্টি দিচ্ছি কেউ অসফল থাকবেনা। আপনি যেমন তারাতারি চাচ্ছেন খোজ নিন আপনার মত হাজার হাজার লোক তারাতারি চাইতেছে,এখন কারটা আগে করবে? তাই ধীরে সুস্থে আগান সফলতা আসবেই। অতিমাত্রায় চাপের কারনেই আজকের এই দিনের সামনে এসে দাড়িয়েছি আমরা। যদি আজকে কেন্ডিডেট এর এত চাপ আর প্রেশার না থাকত আমার বিশ্বাস এজেন্টগন এই সব অনলাইন কখনোই করত না। সব দোষ এই গনহারে ফাইল নিয়ে চাপে পরা আর অতিমাত্রায় প্রেশার কমানোর জন্য।

সার্বিয়া ২০২৭ সালের এক্সপো পর্যন্ত খুবি ভাল কাজ হবে। তাই সময় থাকতে এই মার্কেটটা নিয়ে এই তুলকালাম কান্ড বন্ধ করুন। না হয় ইউরোপের নাম মুখে নেওয়া বন্ধ করে দিন।

নোটঃ আমার অনেক কেন্ডিডেট আছে যারা বিভিন্ন যায়গায় গ্রুপ বানিয়ে,নিজেরা নিজেরা মহা পন্ডিত হয়ে যাচ্ছেন আর নানান বুদ্ধি পাকাচ্ছেন। মনে রাখবেন আমি মোটামুটি অনেক কিছুই জানি কিন্তু আপনারাও কিছু আমাকে বলেন না তাই আমিও কিছু বলিনা। তবে অবশ্যই গ্রুপিং এর কারনে এইটার জবাব আপনাকে দিতে হবে আমাকে। সবার কথাই আমার কানে আসে কে কি করেন।

12/09/2025

আজকে সকালে ঘুম থেকে উঠে এমন একটা ছবি আর নিউজ শুনবো কল্পনা করিনি। নর্থ মেসেডনিয়ায় বাংলাদেশি দুই ভাই এবং নেপালের একজন গাড়ি দূর্গঠনায় মা*রা গেছেন। আমার একজন ছিল ভাগ্যক্রমে উনি এবং ড্রাইভার প্রানে বেচে যান,আল্লাহ উনার হায়াত দান করুক।
নিহতদের আল্লাহ জান্নাত দান করুন।🤲

বিদেশে সবাই সেইভলি থাকার চেষ্টা করবেন।তাদের পরিবারের অবস্থা কেমন আমার জানা নেই, তাদের শান্তনা দেওয়ার ভাষা আমার নেই😭

মালয়শিয়া থেকে ভিসা কেটাগরি না মিললে ভিসা দেয়না, এইটা একটা ভ্রান্ত ধারনা। আমরা এর আগেও বেশ কিছু ভিসা করছি ভিসা কেটাগরি আর...
12/09/2025

মালয়শিয়া থেকে ভিসা কেটাগরি না মিললে ভিসা দেয়না, এইটা একটা ভ্রান্ত ধারনা। আমরা এর আগেও বেশ কিছু ভিসা করছি ভিসা কেটাগরি আর পারমিট এর মিল ছিল না। কিন্তু আমরা ঠিকই সুন্দর গাইডলাইন দিয়ে ভিসা করিয়ে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আজকেও মালয়শিয়া থেকে আরেক ভাই ভিসা রিসিভ করেছেন পারমিট কন্সট্রাকশন এবং তার ভিসা ফ্যাক্টরি।

তাই ইন্টারভিউর দিকে মনোযোগ দিন সবাই,ভাল ইন্টারভিউ আর বুঝানোর মধ্যে অনেক কিছু আছে। আমরা আরো বেশ কিছু সেইম কেটাগরি ভিসা পাব আশা রাখি।
আমাদের রোমানিয়া🇹🇩 ভিসা ঝড় থামবেনা ইনশাআল্লাহ ✌️

রোমানিয়া রেস্টুরেন্টের ফাইল চলমান,তবে ওমান,সিঙ্গাপুর, কুয়েত থেকে নেওয়া হবে এখন।

যোগাযোগ +40784662104 (WhatsApp)

না মানে চাপ লেগে আবার পোস্ট হয়ে গেছে। 🫢🫢ভবিষ্যৎ বানি না দিলেও,অবস্থা কিন্তু এটাই। আজকে থেকে উত্তর মিলাই নিয়েন😄 এজন্য বলি...
10/09/2025

না মানে চাপ লেগে আবার পোস্ট হয়ে গেছে। 🫢🫢

ভবিষ্যৎ বানি না দিলেও,অবস্থা কিন্তু এটাই। আজকে থেকে উত্তর মিলাই নিয়েন😄 এজন্য বলি আমরা স্লো তবে ব্যর্থ বা কৌশলগত এজেন্ট নই। আমরা কারো আপোশ করে চলিনা,কারো প্রমোট বা মার্কেটিং লাগেনা আমাদের জন্য।

10/09/2025

ইউরোপের এই খারাপ সময়ে আমরা টুকটাক যাই পারতেছি এপ্রুভাল/ভিসা করে দিচ্ছি আমাদের কেন্ডিডেটদের। একটা কথা মাথায় রাখবেন সার্বিয়া এবং মেসেডনিয়া এপ্রুভাল আসলে ভিসা ১০০% এইটা মোটামুটি শিউর। ফ্লাইট হওয়া না হওয়া এগুলা আলাদা ব্যাপার। ভিসার ব্যাপারে সুনিশ্চিত যে এসব দেশে এপ্রুভাল মানে ভিসা।

আমাদের অনেক মেসেডনিয়া এপ্রুভাল এর পরে ভিসা স্টিকার জটিলতায় আটকে আছে। হয়ত কিছুদিন পর সেগুলা আমরা পেয়ে যাব। এপ্রুভাল যেহেতু আছে ভিসাও আসবে।

এখন কথা হচ্ছে,হাজার হাজার মানুষ কত মানশিক চিন্তা আর প্রেশারে আছে তা বলার কোন ভাষা নাই। আমরা অন্তত সবাইকে আস্তে আস্তে সময় লাগলেও কাজ উঠিয়ে দিচ্ছি। কারন সময় বেধে ইউরোপ হয়না।

আমাদের কিছু কেন্ডিডেট তাদের ইচ্ছাতেই আজকে অনেক দিন আমাদের কাছে ফাইল রেখে দিছেন,তাদের কেও আমরা ভিসা করে দিব। আজ পর্যন্ত অপেক্ষা করে কেউ খালি হাতে ব্যর্থ হয়ে আমাদের থেকে যাওয়ার রেকর্ড নাই। থাকলেও সেটা খুবই কম সং্খ্যা।

আল্লাহর কাছে শুকরিয়া এত বাঝে সময়েও আমরা কম বেশি সফলতা নিয়ে আসতেছি। এইটা একমাত্র আমাদের ঠান্ডা মাথায় কাজ করা আর সময়ের ব্যাপারে ছাড়ের কারনেই সম্ভব হয়েছে। এই সময়ে পেছনে পরে নতুন লরে শুরু করা মানে আপনি আবার ২/৩ বছর পেছনে পরা। আমাদের চেষ্টা আছে সর্বোচ্চ সবার জন্যই। সফলতা আসবেই আজ হয়ত কাল। তবে যাদের খুব মানশিক প্যারা আছে আমাদের সাথে আলোচনা করে ফাইল নিতে চাইলে অবশ্যই আমরা সম্পূর্ন টাকা সহ ফাইল ব্যাক দিতে সর্বদা প্রস্তুত আছি।

ফাইল ব্যাক নেওয়ার ক্ষেত্রে আমরা কাউকে বাদা দেইনা কখনো।আলোচনা করে যে কেউ ফাইল ব্যাক নিয়ে পারেন কাউকে ৯/৬ বুঝ দেওয়ার ব্যবসা আমরা করিনা। কথা যা হবে একদম স্ট্রিট পছন্দ হলে সফল হবেন না হয় দুইটা গালি দিয়ে ফেরত নিবেন।

দুবাই থেকে রোমানিয়া ভিসা এপ্রুভ🫢 এই যেন সোনার হরিন। যেখানে শত শত ফাইল জমা দিলেই রিজেক্ট। সেখানে উনি ভিসা পাওয়া মানে কত স...
09/09/2025

দুবাই থেকে রোমানিয়া ভিসা এপ্রুভ🫢 এই যেন সোনার হরিন। যেখানে শত শত ফাইল জমা দিলেই রিজেক্ট। সেখানে উনি ভিসা পাওয়া মানে কত সৌভাগ্যের বিষয়।

সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ড্রাইভারের জন্য সিলেক্ট হয়ে এরপর ভিসা পেয়েছেন। শুরু থেকে এখন পর্যন্ত উনার জার্নিতে উনি সফল হয়েছেন। এইটা একটা আনন্দের মুহুর্ত 🥰

07/09/2025

আমাদের কাছে নর্থ মেসেডনিয়া যারাই ফাইল দিতে আসবেন, অবশ্যই ১০০% কাজ না জেনে আসবেন না এবং অযথা বলেন বিরক্ত করবেন না। নর্থ মেসেডনিয়া গনহারে অদক্ষ লোক নেয়না।। আপনার কি স্কিল্ড আছে সেটা জেনে আমার কোন কাজ নেই। আমরা কি জাতীয় স্কিল্ড লোক চাচ্ছি মূল বিষয় সেটা। আপনি কাজ জানেন মানে আপনার অই কাজের ভেকেনন্সি নিয়ে আমি বসে নেই৷ কারন আমি অই দেশের সকল কাজের দায়িত্ব নেইনাই।
হাতে গুনা বছরে ১০০ লোক মেসেডনিয়া যাওয়াটাও অনেক কঠিন ব্যাপার।

আমরা মেসেডনিয়া ১০০% দক্ষ লোক কাজের ভিডিও সহ নিয়ে,ক্যাশ টাকা জামানত এবং ১ বছরের বাবা মায়ের ব্যাংক চেক সহ চুক্তি করে এরপর ফাইল নিয়ে থাকি।সুতরাং বুঝে শুনে আমাদের কাছে ফাইল দিতে আসবেন অবশ্যই। কাজ না জেনে ভূলেও না।

আমাদের দেশের যে অবস্থা সবাই রেস্টুরেন্ট,ফুড প্যাকেজিং,অফিস,ফ্যাক্টরি আরামের কাজ খোজে!মানে কেউ কাজ জানেনা। আমরা এত এত রেস্টুরেন্টে, ফ্যাক্টরি,ফুড প্যাকেজিং এর কাজ কোথায় পাব।

আমি একদম বাস্তব এবং সত্য কথা বলি, এই কাজ গুলার নামে যারাই ফাইল নেয় তার ৯৯% ভুয়া আর প্রতারনার প্রথম ধাপ। এই কথা শুনে যেখানেই ফাইল দিছেন মানে শুরুতেই ধরা খেয়ে গেলেন। ইউরোপের ৯০% ভিসা হয় কন্সট্রাকশন সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে। বাকি ১০% ভিবিন্ন কাজের জন্য হয়ে নসিবের জুরে৷

ফুড প্যাকেজিং,অফিসের ডিউটি এসব নরমাল কাজের অফার মানেই আপনি ফাদে পরে গেছেন।

03/09/2025

সার্বিয়া🇷🇸,মেসেডনিয়া🇲🇰,গ্রিস🇬🇷,রোমানিয়া🇹🇩,পর্তুগাল🇵🇹,বুলগারিয়া🇧🇬 C টাইপ ভিসার পর আমরা প্রথম বুলগারিয়ার D টাইপ কাজের সফলতা পেতে যাচ্ছি। অলরেডি কিছু পারমিট আমরা পেয়েছি।

সামনে আশা করি বুলগারিয়া D টাইপ ভিসার কাজ করবো আমরা শিঘ্রই। কিছু কোম্পানিতে কথা বার্তা চলছে,ভেকেন্সি আসলে অবশ্যই জানিয়ে দিব।

02/09/2025

আমার আর কোন ফেসবুকের কাজের আপডেট আমার এই পেইজ থেকে দেওয়া হবেনা। শুধু মাত্র কাজের ভেকেন্সি বা বিভিন্ন দেশ নিয়ে আলোচনা হবে আমার এই পেইজে৷

আপনারা যারা ফাইল জমা,কাজের আপডেট,আমাদের সফলতা এর ব্যাপারে জানতে আগ্রহি আপনারা আমাদের অফিশিয়াল পেইজ ফলো করতে পারেন Travel Tech BD

Address

Lisbon
Bucharest

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share