Mehedi Hasan Ashik

Mehedi Hasan Ashik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mehedi Hasan Ashik, Digital creator, Bucharest.

পেইজের ইনবক্সে মেসেস না করে,পেইজে দেওয়া মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যে কোন প্রয়োজনে।
আপনার বিশ্বাস আর ভালবাসাই আমার অনুপ্রেরণা।
🇴🇲>🇮🇳>🇹🇩>🇧🇬>🇹🇷>🇧🇭>🇦🇪>🇸🇦>🇬🇷>🇮🇹>🇲🇰>🇭🇺>🇲🇻>🇱🇰

07/07/2025

এপ্রুভাল দিয়ে পারমিট দিয়ে দিনের পর দিন টাকা খোজেও পেমেন্ট ক্লিয়ার করেন না৷ কিন্তু যদি কোন কারনে কাজ করতে না পারি এই আপনারাই ২ মিনিট টাইম দেন না টাকা ব্যাক চাইতে। আমি কারো টাকাই বাকি রাখিনা দুই দিন আগে পরে ঠিকই দেই,কিন্তু আপনাদের বুঝতে হবে কাজ না হলে লস প্রজেক্ট তাই টাকা রিকভারের একটা সময় লাগে।

যদি কাজটা সঠিক পথে আগায় তাহলে সেটাকে প্রাধান্য দিতে হয়। সেটার সব কিছুই সময় দিতে হয়। অন্যথায় আপনার একজনের জন্য দশ জনের ক্ষতি হয়।

নোটঃ ইতিমধ্যে কিছু ফেসবুক পোস্ট আমার নজরে আসছে,কিছু ফেইক আইডি বলছে আমার ৫০ টা ফাইল,Ciam Global এ দেওয়া। কিন্তু এইটা একটা আক্রমন ছাড়া কিছুই না।। সিয়াম গ্লোবাল আমার ভাল বন্ধু মাঝে মধ্যে দুই একটা কাজ করলেও,আমাদের মধ্যে বড় কোন কাজের সম্পর্ক বা লেনদেন হয়না। এসব হিজ্রা আর আ*বা*ল প্রকৃতির মানুষ দ্বারা শুধু ক্ষতিই আশা করা যায়। কখনো একটা মানুষের ভবিষ্যৎ গড়ার আশা করা যায়না।

03/07/2025

আলহামদুলিল্লাহ গত কিছু দিনে অনেক গুলা সফলতার দ্বারপ্রান্তে আছি।

দুবাই থেকে মন্টিনেগ্রো ২০ জনের ডকুমেন্টস রিসিভ করলাম।
রোমানিয়া ২০ জনের পারমিট রিসিভ করলাম।
নর্থ মেসেডনিয়া ১০ জনের এপ্রুভাল পেলাম।

আমি শীঘ্রই ফ্রি হয়ে আপডেট দিব সব৷ সব কিছুর মধ্যে হতাশা সার্বিয়া নিয়ে। আমি শীঘ্রই যাদের কাজ উঠছেনা তাদের সমাধান করে দিব। কারো কোন টাকা পয়সা কাটাকাটি নাই,লস যা যাবে আমার যাবে। সবাই তার সম্পূর্ন প্রাপ্য পেয়ে যাবেন। কিছু দিনের মধ্যে পজেটিভ কোন রেজাল্ট না আসলে সবার গুলাই ব্যাক করে দিব।
ইতিমধ্যে অনেকেই তাদের টাকা সহ ফাইল বুঝে নিয়ে গেছেন,বাকি কয়জন আছেন তাদের গুলাও চাইলে নিয়ে নিতে পারেন।

নোটঃ যারা অল্প কিছু কাজ না হওয়ার কারনে আমার শত শত সফলতাকে মাটি চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন,আপনাদের কোন ভাবেই সফল হতে দিব না। ইউরোপ মানেই শতভাগ নিশ্চিত নয়। রিজিক বলেও একটা কথা আছে।

27/06/2025

বিগত ২/৩ মাস যে হারে ফেসবুকে সার্বিয়া এপ্রুভাল দেখা গেছে,মনে হইছে সার্বিয়ার ভিসা আর এপ্রুভাল বাঙালির হাতে মোয়া।

যারাই এপ্রুভাল পাইছেন ভাল করে যাচাই বাচাই করে নিবেন,আইডি পাসওয়ার্ড নিয়ে। বিগত ২/৩ মাসে সার্বিয়া এম্বাসি থেকে শত শত পাসপোর্ট ব্যাক আসতেছে শুধু ফেইক এপ্রুভালের কারনে। একটা চক্র আছে এখন আমার মন ভাবে এপ্রুভাল কপি দিবে, আপনার বাপ ও এইটা ধরতে কষ্ট হবে যে এইটা ফেইক! সুতরাং অরজিনাল সাইটের লিংক এবং আইডি পাস ছাড়া কোন লেনদেন নয়।
স্কেমের আরেক নাম এখন সার্বিয়া।

26/06/2025

মালয়শিয়া ট্যুরিস্ট ভিসার নামে প্রচুর কর্মী অবৈধ ভাবে ঢুকানোর চেষ্টা করতেছে। মালয়শিয়া যাওয়ার সময় যেদিন ইমাগ্রিশনে দাড়ালাম সেদিন দেখলাম অনেক গুলা লোককে ব্যাক পাঠালো,সেই সাথে আমাকেও আলাদা একটা রুমে নিয়ে গেলো। ট্রাভেল হিস্ট্রি আর সব ঠিক থাকায় আমাকে এন্ট্রি দিয়ে দিলো।

সব চেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আজকে আমি যে ফ্লাইটে আসলাম একই ফ্লাইটে ১৮০ জন ভূয়া ট্যুরিস্ট সেজে মালয়শিয়া যাওয়ার চেষ্টা করে,১৮০ জনকেই আমার একই বিমানে বাংলাদেশে ব্যাক পাঠালো।।

একদম সাদা পাসপোর্ট এ এ সমস্ত কাজ দেশের মান সম্মান এবং ভবিষ্যতে কর্মী ভিসার উপর বিরাট প্রভাব পরবে। মালয়শিয়া আমাদের জন্য বিশাল শ্রম বাজার।।এইটা হাত ছাড়া করা আমাদের জন্য বড় ক্ষতি।

একদম সাদা পাসপোর্ট এ এসব ঝুকি না নেওয়াই ভাল। তবে এসবের পেছনে আছে অন্য আরেক গল্প,যা আমি নিজ চোখেই দেখছি আর কানে শুনছি। এসব সিন্ডিকেট নিয়ে না হয় আপাতত কিছু না বললাম সিকিউরিটির কারনে।

বিদায় মালয়শিয়া। অসম্ভব সুন্দর একটি দেশ মালয়শিয়া। পাহার,পর্বত,বড় বড় বিল্ডিং,পাহারি ঝর্না সব কিছুর ফিল পাওয়া যায় এই একটা দ...
26/06/2025

বিদায় মালয়শিয়া।
অসম্ভব সুন্দর একটি দেশ মালয়শিয়া।
পাহার,পর্বত,বড় বড় বিল্ডিং,পাহারি ঝর্না সব কিছুর ফিল পাওয়া যায় এই একটা দেশে। সুযোগ থাকলে আবারো কখনো আসার ইচ্ছা আছে এখানে ইনশাআল্লাহ 🇲🇾❤️

আলহামদুলিল্লাহ পর্তুগাল D1 এপয়েন্টমেন্ট গুলা আসা শুরু হইছে। অনেক অপেক্ষার পর সুফল আশা শুরু হইছে। ধীরে ধীরে সবার গুলাই আস...
22/06/2025

আলহামদুলিল্লাহ পর্তুগাল D1 এপয়েন্টমেন্ট গুলা আসা শুরু হইছে। অনেক অপেক্ষার পর সুফল আশা শুরু হইছে। ধীরে ধীরে সবার গুলাই আসবে ইনশাআল্লাহ।

সবার এপয়েন্টমেন্ট কমপ্লিট হলে এরপর নতুন ফাইল নিব এর আগে নয়। আপাতত কুয়েত,ওমান,সিঙ্গাপুর থেকে রোমানিয়ার ফাইল নেওয়া চলমান।

22/06/2025

গত কয়েকদিন সাইদ নামের এক ট্রাভেল এজেন্সির মালিকের কিছু ভিডিও চোখে আসছে,সাইদের আগের কিছু ভিডিওতে দেখতাম সে নিজেকে এই দেশের সব চেয়ে বড় সফল এজেন্সি দাবী করতো। সেই সাথে তাকেও দেখতাম সবাই বস বস বলে সম্মোধন করতো।

এজেন্সি লাইনে অতিরিক্ত অহংকার আর নিজের ঢোল পেটানো খুবই খারাপ জিনিশ৷ প্রতারনা শুধু টাকা মারলেই হয়না। প্রতারনার অনেক ধাপ আছে। গ্রুপ আর আপনাদের কল্যানে যাতে আর কেউ সাইদ না হতে পারে সেদিকেও লক্ষ্য রাইখেন৷ চাপা মারলেই বড় এজেন্সি হয়না। কাজ করেও দেখাতে হয়।

আলহামদুলিল্লাহ দুবাই থেকে ৫ জন এবং কাতার থেকে একজন নর্থ মেসেডনিয়া পৌঁছেছেন। সবার জন্য শুভ কামনা রইলো।এখন শুধু রোমানিয়ার ...
21/06/2025

আলহামদুলিল্লাহ দুবাই থেকে ৫ জন এবং কাতার থেকে একজন নর্থ মেসেডনিয়া পৌঁছেছেন। সবার জন্য শুভ কামনা রইলো।

এখন শুধু রোমানিয়ার ফাইল নেওয়া হচ্ছে।
কুয়েত,সিঙ্গাপুর,ওমান থেকে।।

KLCC🇲🇾
20/06/2025

KLCC🇲🇾

মালয়েশিয়া থেকে দুই জনের ফাইল সাবমিট করা হইছে। শুভ কামনা রইলো তাদের জন্য। রোমানিয়া ফাইল নেওয়া হচ্ছে। কুয়েত,ওমান,সিঙাপুর থ...
18/06/2025

মালয়েশিয়া থেকে দুই জনের ফাইল সাবমিট করা হইছে। শুভ কামনা রইলো তাদের জন্য।

রোমানিয়া ফাইল নেওয়া হচ্ছে।
কুয়েত,ওমান,সিঙাপুর থেকে।
যোগাযোগঃ- +40784662104

আলহামদুলিল্লাহ আরো একজনের ভিসা সফলতা মেসেডনিয়ার দুবাই থেকে। ইনশাআল্লাহ এই মাসে আরো অনেক গুলা এপ্রুভাল পাব মেসেডনিয়া। তবে...
13/06/2025

আলহামদুলিল্লাহ আরো একজনের ভিসা সফলতা মেসেডনিয়ার দুবাই থেকে। ইনশাআল্লাহ এই মাসে আরো অনেক গুলা এপ্রুভাল পাব মেসেডনিয়া। তবে নতুন কোন ফাইলের জন্য নক দিবেন না দয়া করে কেউ।

এই মূহুর্তে মেসেডনিয়া,সার্বিয়া,পর্তুগাল কোন দেশের ফাইল নিচ্ছিনা আমি।

শুধু মাত্র কুয়েত,ওমান,সিঙাপুর থেকে রোমানিয়া দিতে পারবেন। এই ছাড়া বাকি সব দেশের ফাইল বন্ধ এখন আমার। পরবর্তী নিলে আমি জানিয়ে দিব।

Address

Bucharest
077040

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share