17/10/2025
আমি যেমন আমার সরাসরি কেন্ডিডেট এর সাথে ফাইল নেওয়ার আগে, চুক্তিপত্র পড়তে বলি এরপর বুঝে শুনে ফাইল দিতে বলি৷ এর ব্যতিক্রম হলে আমি টাকা ব্যাক দিতে বাধ্য,আর না আমি বাধ্য না।
আমার ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানির মালিক,এইচ আর ম্যানাজার তাদের সাথে সরাসরি কাজ থাকে এবং চুক্তি থাকে সে হিসাবে আমার টাকা লস গেলেও আমি কেন্ডিডেট এর টাকা ব্যাক দিতে হয়। এতে করে আমার টাকা লস হোক আর যাই হোক।।
এখন আসি মূল কথায়।
ইতিমধ্যে আমি কয়েকটা পোস্ট এর কমেন্টে দেখলাম কিছু লোকের দাবী তারা আমার কাছে লাখ লাখ টাকা পায়। কিন্তু আদৌ আমি তাদের কাউকে চিনিনা এবং কখনো দেখিনি। হতে পারে তারা আমার সাব এজেন্টেরো এজেন্ট অথবা কেন্ডিডেট। যখন কোন এজেন্ট আমাদের কাছে আসতো রোমানিয়ার কাজের জন্য,অধিক মুনাফার আশায় তারা আমার সাথে শুধু পারমিট নেওয়া দেওয়ার চুক্তি করত এবং সেটা অনেক কম টাকায়। আমি পূর্বে কখনো একটা পারমিটের জন্য ৩০০-৫০০ ইউরো বেশি লাভ ধরতাম না। সে সুবাধে আমার পারমিট রেইট অনেক কম।ছিল।
যে সব এজেন্টগত একটা সময় রোমানিয়া পারমিট মানে ভিসা,সে সময়ে আমার মাধ্যমে বিভিন্ন কোম্পানির পারমিট নেয়। তাদের চুক্তি ছিল যে আমাকে শুধু পারমিট দিবেন বাকিটা আমি বুঝবো,আপনার সাথে আমার এই পর্যন্তই চুক্তি,এই নেন আপনার আপাতত এই এডভান্স দিলাম,পারমিট ফেইক হলে টাকা রিটার্ন আমার কেন্ডিডেট এর কারনে হলে এইটা আমি বুঝবো। তাও টাকাটার পরিমান ছিল সামান্য। তারা কেন্ডিডেট থেকে যে টাকা নিত তার ২০% ও আমাকে দিত না (সেটা যদিও আমার বিষয় না,পরে তারা এই সম্পূর্ন টাকা আমাকে দিছে বলে দাবী করে)
সে সময়টা ছিল রোমানিয়ার পারমিট মানেই ভিসা। তাই তারা এভাবে চুক্তিবদ্ধ হইছে। আমিও এই দেশের অনেক এজেন্টকে উঠাইছি এই পারমিট দিয়ে তাদের লোক নিয় এসে। অনেকের কারনে অনেক ক্ষতিগ্রস্ত হইছি কিন্তু তা কখনো প্রকাশ্যে আনিনাই।
যখন তাদের ভিসা হত আমাকে হাতে পায়ে ধরে রিকুয়েষ্ট করত আমি যাতে ফেসবুকে পোস্ট না দেই তাদের কেন্ডিডেট এর ভিসা বা পারমিট। আমি অনেক সময় এজন্য পোস্ট দিতাম না।
গঠনার মুর ঘুরে গেলো যখনি রোমানিয়া দিল্লী এম্বাসি রিজেক্ট শুরু করে।
চুক্তি অনুযায়ী আমার ডকুমেন্টস কারনে যাদের রিজেক্ট আসছে আমি সবার ১ টাকা পর্যন্ত ব্যাক করে দিছি। কেউ যদি এয়ারপোর্ট থেকে ফেরত আসে সে টাকাও দিছি আমি।
কিন্তু তারা যে ক্লাইন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে খেয়ে ফেলছে রিজেক্টের চাপ সহ্য করতে না পেরে,টাকা দিতে না পেরে ক্লাইন্ট,তাদের সাব এজেন্ট সবাইকে আমাকে দেখাই দেয়!!
তর্কের খাতিরে না হয় মানলাম টাকাটা দেইনাই,সেজন্য সে টাকা দিচ্ছেনা বা পারতেছেনা।
আচ্ছা কোন ক্লাইন্ট কি তার এজেন্টের সাথে এমন চুক্তি করছিলো যে আমার মেইন এজেন্ট টাকা দিলে আমি তোমার টাকা ফেরত দিব না হয় দিব না? নাকি কোন এজেন্ট তার সাব এজেন্টের সাথে এমন চুক্তি করছিলো তার মেইন এজেন্ট টাকা দিলে দিব না হয় দিব না?
তাহলে সেই সব ক্লাইন্ট আর এজেন্ট আমার কাছে কোন যুক্তিতে আসে আপনারাই বলেন। আবার কিছু ক্লাইন্ট আর সাব এজেন্ট তাদের শখের ডা*লালের কাছে টাকা দিয়ে সব যায়গায় দাবী করে টাকা আমার কাছে পায়,অথচ আমি তাদের কে কাউকেই চিনিনা বা কোন লেনদেন নাই তাদের সাথে আমার। অথচ এমনো লোক দেখলাম তার এজেন্টদের এক টাকা পর্যন্ত বুঝাই দেওয়ার পরেও তারা আমার কাছে টাকা খোজে,আমার নাম বলে তারা টাকা মেরে দিছে।
যখন সাকসেস আসে তখন নিজেদের অফিসের পেইজ সহ নানান যায়গায় মার্কেটিং করে বেড়াইছে। যখন রিজেক্ট হইছে সব দোষ আমার। ব্যবসায়িক কি সুন্দর পলিসি,অথচ তারা ভূলেই গেছে আমার সাথে কি চুক্তি ছিল তাদের।
এই দেশের অনেক এজেন্সিকে আমি পারমিট দিতাম কম দামে,আমার হাত ধরে অনেকের উথ্যান হয়েছে। অথচ এরা অতিতের কথা ভূলে যায়। আমি শিঘ্রই সেই সব কেন্ডিডেট আর এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিব।। সামনে এগুলা একটা একটার ছবি সহ তাদের কু কর্ম আমি ফাস করবো।