13/09/2025
প্রতিদ্বন্দ্বিতা নয় শ্রম বাজার রক্ষায় সবাই একতাবদ্ধ হতে হবে।
এই ইউরোপের শ্রম বাজার আমাদের হাতের নাগালের বাহিরে যাচ্ছে দিন দিন।অনেক গবেষণা করে মূল কারন হিসেবে দুইটা দিক আমার নজরে আসে।
১/ অতিমাত্রায় বেকার সমস্যা আমাদের,মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে আগের মত সুযোগ সুবিধা না পেয়ে সবাই এখন ইউরোপ মুখি হয়ে উঠছে। আবেদন বাড়ছে সেই সাথে চাহিধাও বাড়ছে প্রচুর,ফলে আমাদের জন্য দৈনিক তৈরি হচ্ছে নতুন নতুন সমস্যা। সেই সাথে অতিমাত্রায় আবেদনের ফলে জ্যাম লেগে যাচ্ছে দিন দিন।
২/অসাধু ব্যবসায়ীদের অতিমত্রায় ফাইল নেওয়া এবং জাল ডকুমেন্টস এর প্রবনতা দেখা দিচ্ছে দিন দিন। এই সব ডকুমেন্টস আবার কোন কোন সময় ইমাগ্রিশন এবং এম্বাসির হাতেই পৌঁছে যাচ্ছে। যার ফল স্বরুপ বাংলাদেশিরা ব্যান হয়ে আছে ইউরোপের বিভিন্ন দেশে। কোন ভাবে কেউ সফল হলেও তারা থাকছেনা কর্মস্থলে। ফলে কোম্পানি এবং গভমেন্ট এইটা নিয়ে অনেক তৎপর।
আমাদের মূল সমস্যা কেউ সফল ভাবে সুন্দর কাজ করতে গেলে,ব্যবসায়িরা একে অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে।কিভাবে তাকে নিচু দেখানো যায়,কিভাবে তার সাকসেস আটকানো যায়। এই মার্কেটে সঠিক ভাবে কাজ করা লোকের বড়ই অভাব। দুই চার পাঁচ দশ জন যারা আছে তারাও যদি বিভিন্ন গ্রুপিং আর হেনস্তের স্বীকার হয়ে মার্কেট আউট হয়ে যায় তাহলে আসলে কাজটা করবে কে?
অন্য দিকে যারা মানুষের ভালর জন্য উপকারের জন্য বিভিন্ন সচেতন মূলক গ্রুপ চালান,তাদের আরেক সমস্যা তাদের মতের সাথে কোন এজেন্টের বা এজেন্সির মতের অমিল হলেই তারা তাদের ট্রল করে যেভাবে ছোট করা যায় সব কিছু করে। আবার তাদের সাথে সহমত হতে পারলে এজেন্ট এজেন্সি খারাপ হলেও তার একটা পজেটিভ বাইপ টিকিয়ে রাখে তারা! এখানে তাহলে উপকারটা কোথায়? সৎ চিন্তা মানে মতের অমিল হলেও ভালকে ভাল বলা মন্দকে মন্দ বলা। এতে যদি ব্যক্তিস্বার্থ বিসর্জন দেওয়া লাগে সেটাও দিতে হবে। তাই সবাইকে অনুরোধ করবো এই খারাপ পরিস্থিতে অন্তত ভাল লোক গুলাকে আপনারা নিজের স্বার্থে ভাল মন্দ বলা থেকে বিরত থাকুন। কারন যিনি ভাল কাজ করে অন্তত আপনার মতের সাথে না মিললেও তার দ্বারা ২০/৫০ জন লোক তার ঠিকানা খোজে পাবে।আপনি একার স্বার্থে তাদের রিজিক নিয়ে খেলবেন না।
আরেকদল আছে এজেন্সি গ্রুপ। তারা নিজেরা কিছু করতে পারবেনা শত শত ফাইল নিয়ে ফেসে গেছে। সফল কোন এজেন্টের সাকসেস দেখলে ক্লাইন্টের চাপে তারাও শুরু করে প্রোপাগাণ্ডা! একটা মানুষকে যেভাবে হেনস্ত করা যায় সবটা তারা করবে। কিন্তু এইটা ভাবেনা তার সাথে আলোচনা করে কিভাবে নিজে উদ্ধার হওয়া যায় সাথে বাকিদেরকেও উদ্ধার করা যায়। এই চিন্তা থেকে বেড়িয়ে আসতে হবে আমাদের।মূল লক্ষ্য থাকতে হবে নিজেও সফল হোন,যাত্রীদের ও উদ্ধার করুন। সবাই এক যোগে সফলতা ধরে রাখলে মার্কেটে একটা পজেটিভ বাইব তৈরি হবে,ফলে দুই নাম্বারি আর স্কেম এর স্বীকার হওয়া থেকে বেচে যাবে হাজার হাজার মানুষ। স্কেম করে যে টাকা অর্জন করা যায় তার চেয়ে ৫০ গুন বেশি অর্জন করা সম্ভব ভাল কাজ করে। একটা লোক সাকসেস হলে তার থেকে আবদার করে হলেও ৫০ হাজার ১ লাখ চেয়ে নেওয়া যায়। কেন্ডিডেট নিজেও পরিস্থিতি বুঝে এইটার সহযোগিতা করে,অসফল ব্যক্তির মেজাজ আর মানশিক অবস্থা ভাল থাকেনা।কিন্তু আপনি সফলতা এনে দেন অবশ্যই সে আপনাকে সহযোগিতা করবে।
গ্রুপ এডমিন বলেন আর এজেন্সি বলেন কেউ আমরা কারো শত্রু নয়। সবাই এখানে একেক উদ্ধ্যেশ্যে আছে। কেউ অর্থের যোগান দিতে কেউ বিনা স্বার্থে মানুষের উপকার করতে। উপকার করতে গিয়ে আবার যাতে কারো ক্ষতি না হয় সেটাও দেখা উচিত। একজন কেন্ডিডেট কোন ভাবে বেচে গেলে সেটা হবে একজনের বেচে যাওয়া। কিন্তু আপনার আক্রমনে একজন এজেন্ট ব্যর্থ হলে সেটা হবে শত শত লোকের ব্যর্থতা, কাজেই সব দিক লক্ষ্য রাখা খুবি জরুরি।
সার্বিয়া নিয়ে আজকে দুইদিন খুবি বাঝে অবস্থা। আমার গত কয়েকটা পোস্ট ছিল শুধু মাত্র সার্বিয়া টি২০ নিয়ে। আম আগেই জানতাম যে এইটা কোন সফল প্রজেক্ট নয়। তবে হ্যা এটাও সত্য যে যারা সময় নিয়ে কাজ করছে তারা অবশ্যই সফল হবে। আবার কিছু কিছু অবস্থা দেখা যাচ্ছে এক জনের নামের উপরে শত শত এজেন্ট নিজেদের ব্যানার চালাচ্ছে। অর্থাৎ সফল হলে তার কাজ ব্যর্থ হলে অমুক ভাইয়ের কাছে ফাইল দিছিলাম। এখন যদি এই সমস্ত এজেন্টগুলি অন্য কোথাও ধরা খায় সব নাম যার উপরে নিজের ব্যানার চালাচ্ছে তাকে দিয়ে চালিয়ে দিবে।
সার্বিয়ার এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু কে বা কাহারা নিজে নিযে হাজার হাজার ফাইল অনলাইন করছে নিজেদের মত করে এবং সেগুলা রিজেক্ট ও আসছে সেইটাত সার্বিয়ার দোষ নয়!আপনাকে বলছে কে এত আবেদন এক সাথে করতে? নরমালি খোজ নিন ঠিকই ভিসা হচ্ছে এপ্রুভ হচ্ছে। নামে বেনামে কোম্পানিতে অনলাইন করে,যে কোম্পানির ধারন ক্ষমতা ১০ টা আপনি অনলাইন করলেন ১০০ টা তাহলে কিভাবে এপ্রুভ আসবে? আবার দোষ দিবেন সার্বিয়া কাজ হয়না এইটা স্কেম! এইটা কোন যুক্তি হলো।
আপনারা যারা যে যার কাছে ফাইল দিছেন অবশ্যই তারা যদি ভাল মাধ্যম হয়,তাদের কে সময় দিয়ে সহযোগিতা করুন। যদি যাওয়ার ইচ্ছা থাকে টি২০ চিন্তা বাদ দিয়ে বলুন আস্তে হলেও কাজটা উঠায় দিন। আমি গ্যারান্টি দিচ্ছি কেউ অসফল থাকবেনা। আপনি যেমন তারাতারি চাচ্ছেন খোজ নিন আপনার মত হাজার হাজার লোক তারাতারি চাইতেছে,এখন কারটা আগে করবে? তাই ধীরে সুস্থে আগান সফলতা আসবেই। অতিমাত্রায় চাপের কারনেই আজকের এই দিনের সামনে এসে দাড়িয়েছি আমরা। যদি আজকে কেন্ডিডেট এর এত চাপ আর প্রেশার না থাকত আমার বিশ্বাস এজেন্টগন এই সব অনলাইন কখনোই করত না। সব দোষ এই গনহারে ফাইল নিয়ে চাপে পরা আর অতিমাত্রায় প্রেশার কমানোর জন্য।
সার্বিয়া ২০২৭ সালের এক্সপো পর্যন্ত খুবি ভাল কাজ হবে। তাই সময় থাকতে এই মার্কেটটা নিয়ে এই তুলকালাম কান্ড বন্ধ করুন। না হয় ইউরোপের নাম মুখে নেওয়া বন্ধ করে দিন।
নোটঃ আমার অনেক কেন্ডিডেট আছে যারা বিভিন্ন যায়গায় গ্রুপ বানিয়ে,নিজেরা নিজেরা মহা পন্ডিত হয়ে যাচ্ছেন আর নানান বুদ্ধি পাকাচ্ছেন। মনে রাখবেন আমি মোটামুটি অনেক কিছুই জানি কিন্তু আপনারাও কিছু আমাকে বলেন না তাই আমিও কিছু বলিনা। তবে অবশ্যই গ্রুপিং এর কারনে এইটার জবাব আপনাকে দিতে হবে আমাকে। সবার কথাই আমার কানে আসে কে কি করেন।