Mehedi Hasan Ashik

Mehedi Hasan Ashik আপনার বিশ্বাস আর ভালবাসাই আমার অনুপ্রেরণা।
বিশ্ব ভ্রমন করুন,পৃথিবীকে জানুন।
🇴🇲>🇮🇳>🇹🇩>🇧🇬>🇹🇷>🇧🇭>🇦🇪>🇸🇦>🇬🇷>🇮🇹>🇲🇰>🇭🇺>🇲🇻>🇱🇰>🇪🇦>🇵🇹

17/10/2025

আমি যেমন আমার সরাসরি কেন্ডিডেট এর সাথে ফাইল নেওয়ার আগে, চুক্তিপত্র পড়তে বলি এরপর বুঝে শুনে ফাইল দিতে বলি৷ এর ব্যতিক্রম হলে আমি টাকা ব্যাক দিতে বাধ্য,আর না আমি বাধ্য না।

আমার ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানির মালিক,এইচ আর ম্যানাজার তাদের সাথে সরাসরি কাজ থাকে এবং চুক্তি থাকে সে হিসাবে আমার টাকা লস গেলেও আমি কেন্ডিডেট এর টাকা ব্যাক দিতে হয়। এতে করে আমার টাকা লস হোক আর যাই হোক।।

এখন আসি মূল কথায়।
ইতিমধ্যে আমি কয়েকটা পোস্ট এর কমেন্টে দেখলাম কিছু লোকের দাবী তারা আমার কাছে লাখ লাখ টাকা পায়। কিন্তু আদৌ আমি তাদের কাউকে চিনিনা এবং কখনো দেখিনি। হতে পারে তারা আমার সাব এজেন্টেরো এজেন্ট অথবা কেন্ডিডেট। যখন কোন এজেন্ট আমাদের কাছে আসতো রোমানিয়ার কাজের জন্য,অধিক মুনাফার আশায় তারা আমার সাথে শুধু পারমিট নেওয়া দেওয়ার চুক্তি করত এবং সেটা অনেক কম টাকায়। আমি পূর্বে কখনো একটা পারমিটের জন্য ৩০০-৫০০ ইউরো বেশি লাভ ধরতাম না। সে সুবাধে আমার পারমিট রেইট অনেক কম।ছিল।

যে সব এজেন্টগত একটা সময় রোমানিয়া পারমিট মানে ভিসা,সে সময়ে আমার মাধ্যমে বিভিন্ন কোম্পানির পারমিট নেয়। তাদের চুক্তি ছিল যে আমাকে শুধু পারমিট দিবেন বাকিটা আমি বুঝবো,আপনার সাথে আমার এই পর্যন্তই চুক্তি,এই নেন আপনার আপাতত এই এডভান্স দিলাম,পারমিট ফেইক হলে টাকা রিটার্ন আমার কেন্ডিডেট এর কারনে হলে এইটা আমি বুঝবো। তাও টাকাটার পরিমান ছিল সামান্য। তারা কেন্ডিডেট থেকে যে টাকা নিত তার ২০% ও আমাকে দিত না (সেটা যদিও আমার বিষয় না,পরে তারা এই সম্পূর্ন টাকা আমাকে দিছে বলে দাবী করে)

সে সময়টা ছিল রোমানিয়ার পারমিট মানেই ভিসা। তাই তারা এভাবে চুক্তিবদ্ধ হইছে। আমিও এই দেশের অনেক এজেন্টকে উঠাইছি এই পারমিট দিয়ে তাদের লোক নিয় এসে। অনেকের কারনে অনেক ক্ষতিগ্রস্ত হইছি কিন্তু তা কখনো প্রকাশ্যে আনিনাই।

যখন তাদের ভিসা হত আমাকে হাতে পায়ে ধরে রিকুয়েষ্ট করত আমি যাতে ফেসবুকে পোস্ট না দেই তাদের কেন্ডিডেট এর ভিসা বা পারমিট। আমি অনেক সময় এজন্য পোস্ট দিতাম না।

গঠনার মুর ঘুরে গেলো যখনি রোমানিয়া দিল্লী এম্বাসি রিজেক্ট শুরু করে।

চুক্তি অনুযায়ী আমার ডকুমেন্টস কারনে যাদের রিজেক্ট আসছে আমি সবার ১ টাকা পর্যন্ত ব্যাক করে দিছি। কেউ যদি এয়ারপোর্ট থেকে ফেরত আসে সে টাকাও দিছি আমি।
কিন্তু তারা যে ক্লাইন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে খেয়ে ফেলছে রিজেক্টের চাপ সহ্য করতে না পেরে,টাকা দিতে না পেরে ক্লাইন্ট,তাদের সাব এজেন্ট সবাইকে আমাকে দেখাই দেয়!!

তর্কের খাতিরে না হয় মানলাম টাকাটা দেইনাই,সেজন্য সে টাকা দিচ্ছেনা বা পারতেছেনা।

আচ্ছা কোন ক্লাইন্ট কি তার এজেন্টের সাথে এমন চুক্তি করছিলো যে আমার মেইন এজেন্ট টাকা দিলে আমি তোমার টাকা ফেরত দিব না হয় দিব না? নাকি কোন এজেন্ট তার সাব এজেন্টের সাথে এমন চুক্তি করছিলো তার মেইন এজেন্ট টাকা দিলে দিব না হয় দিব না?
তাহলে সেই সব ক্লাইন্ট আর এজেন্ট আমার কাছে কোন যুক্তিতে আসে আপনারাই বলেন। আবার কিছু ক্লাইন্ট আর সাব এজেন্ট তাদের শখের ডা*লালের কাছে টাকা দিয়ে সব যায়গায় দাবী করে টাকা আমার কাছে পায়,অথচ আমি তাদের কে কাউকেই চিনিনা বা কোন লেনদেন নাই তাদের সাথে আমার। অথচ এমনো লোক দেখলাম তার এজেন্টদের এক টাকা পর্যন্ত বুঝাই দেওয়ার পরেও তারা আমার কাছে টাকা খোজে,আমার নাম বলে তারা টাকা মেরে দিছে।

যখন সাকসেস আসে তখন নিজেদের অফিসের পেইজ সহ নানান যায়গায় মার্কেটিং করে বেড়াইছে। যখন রিজেক্ট হইছে সব দোষ আমার। ব্যবসায়িক কি সুন্দর পলিসি,অথচ তারা ভূলেই গেছে আমার সাথে কি চুক্তি ছিল তাদের।

এই দেশের অনেক এজেন্সিকে আমি পারমিট দিতাম কম দামে,আমার হাত ধরে অনেকের উথ্যান হয়েছে। অথচ এরা অতিতের কথা ভূলে যায়। আমি শিঘ্রই সেই সব কেন্ডিডেট আর এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিব।। সামনে এগুলা একটা একটার ছবি সহ তাদের কু কর্ম আমি ফাস করবো।

16/10/2025

আমাকে নিয়ে কেউ পোস্ট দিলে বা কিছু বললে দয়া করে আমাকে কেউ মেনশন বা স্ক্রিনশট দিবেন না।আমার হাতে অত সময় নেই যে অইসব টোকাই টিকটকার ফিকটকারের কাউন্টার দিব। আমার কাজ মানুষকে সার্ভিস দেওয়া। আমি ভিউ ব্যবসা বা ফলোয়ার ব্যবসা করিনা।

কারো যদি অভিযোগ থাকে বা টাকা পায়,সে সরাসরি প্রমান নিয়ে আমার অফিসে চলে যাবেন। আমরা প্রমান পেলে অবশ্যই টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করবো।

এত এত পোস্ট এত কিছুর পরেও একটা মানুষ সঠিক প্রমান নিয়ে আমাদের অফিসে হাজির হলোনা। তাছাড়া আমিত পলাতক না যে আমাকে ধরা যাবেনা। কেউ আমার সাথে লেনদেন থাকলে সরাসরি আমাকে প্রমান সহ মেসেস দিবেন অথবা অফিসে যাবেন।

16/10/2025

এত দিন শুধু অন্যান্য দেশ নিয়ে খেলা দেখলেন। আমার সার্বিয়ার কেন্ডিডেট রা শুধু বসে বসে উপভোগ করছে। ইনশাআল্লাহ এবারে তারা খেলবে বাকিরা উপভোগ করবে।

আলহামদুলিল্লাহ সার্বিয়া ৩৫ 🇷🇸✌️ ডান।
সার্বিয়ার বাকি যারা আছেন সবাই একে একে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

15/10/2025

আলহামদুলিল্লাহ আরো দুই জনের রোমানিয়া ভিসা এবং বুলগারিয়া পারমিট রিসিভ করলাম।

আপনাদের সাপোর্ট সব সময় আমাকে সাহস যোগায়।
সব মানুষ বিকৃত মানশিকতার নয় আপনারাই তার প্রমান দিয়েছেন✌️

14/10/2025

আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে নর্থ মেসেডনিয়া আরো ৩ জনের ভিসা রিসিভ 🇲🇰✌️

এখনো অনেক বাকি আছে খেলা চলতে থাকবে ইনশাআল্লাহ পুরা বছর আল্লাহ যদি সহায় হন🤲

14/10/2025

আমাদের নিয়ে সমালোচনা করলেই ভাইরাল😄 কিন্তু কাজে কর্মে আমাদের ধারে কাছে আসতে তাদের আগামি ৫ বছর লাগবে তাও যদি আমি কাজ স্টপ করি।

গত মাসের ভিসা,এপ্রুভাল,পারমিট, আর যে কয়টা ফ্লাইট দিছি সব আমাদের অফিশিয়াল পেইজে আছে। পেইজ লিংক কমেন্টে দিয়া দিছি।

সমালোচনা দিয়ে কারো পেছনে না লেগে ১০০ টা ফাইল নিয়া অন্তত ৮০ কাজ উঠায়া দেখাও,এতে মানুষের উপকার হবে। যা আমরা করে দেখাইছি। ভিসা দেওয়ার দায়িতে এম্বাসির আমরা অন্তত মানুষের জন্য চেষ্টা করে পারমিট এনে এম্বাসিতে জমা করতে সমর্থ হয়েছি।পলিসির নামে টেবিলের নিচে ফালাই রাখিনাই কারো ফাইল।

13/10/2025

আমার কিছু করার নাই সব পাবলিক ডিমান্ড😄
কইছিলাম আমার সাথে লাগিছ না,পারবিনা কোন ভাবেই।

একটা দিকে পারবি এইটা হচ্ছে লজ্জা শরম যেটা বেটা তুর নাই। বাকি কোন দিক দিয়া সম্ভব না তুই আমার সাথে।

এখন দেখেন আপনারা যা ভাল মনে করেন।
বারবার কিন্তু এভাবে ভিডু দেওয়া সম্ভব না😄
কালকে আবার আসতেছে মেসেডনিয়া নিয়া🤣

13/10/2025

মুর্শিদ্দা হাগল আজকে দেখলাম পোস্ট দিছে আমার অনেক রিজেক্ট,একটা গ্রুপের স্ক্রিনশট ও দিলো ৫ জনের। অরে বোকা*সোদা আমার ৬ জনের ৩ জনই ভিসা পাইছে আজকে। দুই জন পাসপোর্ট কালেক্ট করেনাই এখনো ১ জন রিজেক্ট😄

মানশিম হসপিটালে যা। আবার আজকে নাকি আমার ২৫ জন সার্বিয়া থেকে ব্যাক আসছে🤣 আমার আজকে সার্বিয়ার ফ্লাইট ছিল কখন😄😄
ভিসা কপি কমেন্ট বক্সে। এরে ৫ বছর দুচলেও আমার গত এক মাসের ভিসার সমান দেখাইতে পারবিনা। তুর ভিডু নিয়া তুই হু***ন মারা দে, খাটাশের বাইচ্ছা😄😄

এই লোকের মূল উদ্ধ্যেশ্য কি এবং কেন এমন করতেছে প্রথম ছবিটাতে বিষয়টা পানির মত ক্লিয়ার।আবার কেউ বইলেন এগুলা ইডিট করা যায়। এ...
13/10/2025

এই লোকের মূল উদ্ধ্যেশ্য কি এবং কেন এমন করতেছে প্রথম ছবিটাতে বিষয়টা পানির মত ক্লিয়ার।আবার কেউ বইলেন এগুলা ইডিট করা যায়। এগুলা আমার বিভিন্ন পোস্ট এর কমেন্ট থেকে নেওয়া৷ আবার এই পোস্ট এ ও অনেকের দেখতে পাবেন এমন যদি ভুক্তভোগীর চোখে পরে।

২য় কথা অনেকেই বলে থাকেন সে কাটেনা টাকা দিয়া দেয়,এসব মন্তব্যের ব্যাপারে ছোট একটা ট্রেইলার এখানে দিলাম,বাকিটা সিদ্ধান্ত আপনার। আপনার টাকা যদি আপনি জলে পালান সেইটা আপনার বিষয়।

একজন টিকটকার প্রতিবন্ধির কাছে এর চেয়ে বেশি ক আশা করা যায়?

মোর্শেদ নিচের এই লেখাটা তোমার মত হাগলের জন্য দিলাম।

এক লোক কোম্পানি খুলছে পাইকারি ধরে হরেক মাল বিক্রি করার,সে কিছু ডিলার নিয়োগ দিছে,আবার সেই ডিলারের আন্ডারে কিছু টুনটুনি/ঝুনঝুনি বাজানো হরেকমাল বিক্রেতা তাদের কাস্টমার হইছে। এই টুনটুনি/ঝুনঝুনি বাজানো লোক গুলা সারাদিন টুনটুনি/ঝুনঝুনি বাজায় আর হরকে মাল বিক্রি করে। (আপনাদের এলাকায় মাঝে মাঝে যায় ব্যান গাড়ি নিয়ে তারা চিনবেন)

এখন এই মাল বিক্রির জন্য মেইন যিনি মালিক,তার কোন টুনটুনিও বাজানো লাগেনা আর ঝুনঝুনিও বাজহানো লাগেনা,সারাদিন গলাবাজিও করা লাগেনা। কারন তার কাস্টমার ফিক্সড আছে। অই টুনটুনি/ঝুনঝুনি বাঝানো লোকেরাই তার কাছে আসে পাইকারি মালামাল কিনতে🤣

যার পথেঘাটে রাস্তায় কাস্টমার দরকার তার এসব টুনটুনি আর ঝুনঝুনানি বাঝানো দরকার পরে,যারা মেইন বিক্রেতা তাদের এসব কখনোই লাগেনা,কারন তাদের কাস্টমারের চেয়ে এমন ঝুনঝুনি বাঝানো লোক বেশি🤣

মোড়াল অফ দ্যা স্টোরি আপনারাই বুঝে নিয়েন।
যার যত মুরগি ধরার শখ তার তর বেশি গলা বাঝি আর মার্কেটিং বেশি।

13/10/2025

আজকে অনেক গুলা লোকের ফ্লাইট এক সাথে। ফাইল নেওয়া থেকে কোম্পানি পৌছা পর্যন্ত একেকটা মানুষের পেছনে কত নির্ঘুম রাত কাটানো লাগে একমাত্র যারা কাজ করে তারাই জানে।

সফলতা ফেসবুকে নিজের ঢোল নিজে পেটাইলে আসেনা। এইটার জন্য শ্রম দরকার,ডেডিকেশন দরকার। সারা দিন টিকটক আর অন্যের সমালোচনা করলে মানুষের দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন। ৬/৯ করে টাকা সুদে খাটিয়ে মোনাফা নিয়ে ব্যাক দিবেন।

এই দেশের মানুষের জন্য যতই ভাল কিছু করতে যাবেন, এরা সব সময় উলটা বুঝবে। না হয় এই সব পলিসি বাবা তৈরি হত না দেশে। বিগত ৫ বছরে কয়টা নিজ দেশের মানুষের বেকারত্ব দূর হইছে এদের মাধ্যমে আমার সঠিক সং্খ্যা জানা নাই। কিন্তু নিজের কষ্টের টাকা শ্রম তাদের হাতে ঠিকই তোলে দিছে হাজার হাজার মানুষ। দিন শেষে ফলাফল শূন্য হয়ে ফিরে আসছে।

আমি শুধু এই জিনিশ টাই আপনাদের বুঝাতে পারিনাই। এরা কখনো মানুষের দায়িত্ব নেয়না। এরা শুধু এই লাইনটা নিজেদের অর্থের জোগান দেওয়ার জন্য ধরে আছে।
শিউর থাকেন এর মত বিশ্ব টাউট আর বা*টপা*র আর একটাও নাই এই দেশে। এইটা আপনারা বুঝবেন আরো ১ বছর পর,যারা এখনো তারে বিশ্বাস করেন আপনারা একদিন পস্তাবেন এই পোস্ট এর স্ক্রিনশট রাইখা দেন। বছরে ২০০০ ফাইল টানবে আর ২০ টা ভিসা করে মুলা বুঝ দিবে বাকিদের। আর অই ২০ জন আইসা তাদের তরফদারি করবে বাকিরা পথে পথে ঘুরবে।

12/10/2025

সার্বিয়ার ভিডিও দিতাছিরে পাগলা😄 আমার একটা চ্যালেঞ্জ গ্রহন করতে হবে, সারা জীবনে এক সাথে এত লোকের একটা ভিডিও জাতির সামনে দিবা🤣
সবাই দেখুক লাগি থাকি এক সাথে কয়টা গেছে তোমার মাধ্যমে।

পাবলিক যেহেতু বোকাসোদা বাধ্য হয়েও ভিসা কপিও দিওয়াম। এখন ভিডিও আসতেছে😄 বেজ্জতি হইয়া এখন দুই চারটারে ভাড়া করে স্ক্রিনশট মারাও🫢

ম্যান পাওয়ার লাইনে কাজ করলে দুই একটা বদনাম না থাকলে কি আর এজেন্ট হওয়া যায়। নিজের পা*ছায় কত গু আগেত সেটা দেখা লাগবে।

পলিসি মোর্শেদ যদি  তার গত দুই বছরের হিসাব সবার সামনে দেয়,কয়টা ফাইল নিচে আর কয়টা ভিসা করছে আমি এই ভিসা গুলার ভিডিও দিব🤣 ত...
12/10/2025

পলিসি মোর্শেদ যদি তার গত দুই বছরের হিসাব সবার সামনে দেয়,কয়টা ফাইল নিচে আর কয়টা ভিসা করছে আমি এই ভিসা গুলার ভিডিও দিব🤣 তার যখন আমার ভিডিওর জন্য এত কান্নাকাটি,আমি এজেন্ট ক্লাইন্টকে তার মত গলায় পারা দিয়া হইলেও ভিডিও নিয়া দিমু🤣😄

আপাতত ভিসার কপি দিলাম,যা পলিসি মোর্শেদের পুরা ৫ বছরের অর্জন😄 যে ব্যক্তি জীবনে এক সাথে ৫ জনের ফ্লাইট করার ক্ষমতা নাই সে দেখবে এক সাথে ৫০ টা ভিসা😄

প্লিজ কল ধরেন ভাই😄😄

Address

Bucharest
077040

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share