It’s 𝐌𝐚𝐡𝐢𝐧

  • Home
  • It’s 𝐌𝐚𝐡𝐢𝐧

It’s 𝐌𝐚𝐡𝐢𝐧 ইচ্ছে আছে জীবনে অনেক দূরে যাওয়া,যদি আল্লাহ সহায় হোন।

এমন অনেক সমস্যা আছে, যার সমাধান শক্তি ও মনের জোরে করে দেয়া যায়, কিন্তু এমন অনেক সমস্যা আছে,যার সমাধান হয় না। যার সমাধ...
08/08/2023

এমন অনেক সমস্যা আছে, যার সমাধান শক্তি ও মনের জোরে করে দেয়া যায়, কিন্তু এমন অনেক সমস্যা আছে,যার সমাধান হয় না। যার সমাধান শুধু... তুমি ❤️

🥰
05/08/2023

🥰

14/05/2023
01/05/2023

Up Coming Rain 🌧️☔

13/05/2021

Taqabbalallahu wa minna wa minkum🌸

18/06/2020

মানুষের চাওয়া:
************
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করুন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।
**শুধুমাত্র চোর চায় আপনি ধনী
হোন আর মহাসুখে নাক ডেকে ঘুমান।
এতএব, চোরই আপনার প্রকৃত বন্ধু।
--------------প্রমানিত
৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।
নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "জল মেশাননি তো?",,
আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।
আজ পর্যন্ত এটুকুই বুঝলাম,,,
যে মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুশি হয় !!
মানুষ বড় আজব প্রাণী

ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রাখতে পারেন

13/04/2020

হাই বন্ধুরা কেমন আছো
আমার নতুন পেইজে তোমাদের সবাইকে স্বাগতম

01/04/2020

১। Internet আবিষ্কৃত হয়
1969 সালে।
২। Email আবিষ্কৃত হয়1971 সালে।
৩। Hot mail
আবিষ্কৃতহয়1996সালে।
৪। Google আবিষ্কৃত হয়1998 সালে।
৫।Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। YouTube আবিষ্কৃত
হয়2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে
ইন্টারনেট চালু হয় .১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট
ব্যবহারচালুহয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারসবার
জন্য উন্মুক্ত হয়১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয়14
OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথমকম্পিউটার"
IBM-1620 ‘ যা স্থাপিত হয়বাংলাদেশ পরমানু শক্তি
কমিশনে১৯৬৪সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারেরঝিলংজা
তে ল্যান্ডিং স্টেশনস্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন
ক্যাবলে যুক্তহয়।-

গল্পটি পড়ুনচোখের পানি ঝরবে।বাসর রাতে সে আমাকে জিজ্ঞেসকরেছিলো "আমাকে আপনার পছন্দহয়েছে?আমি তাকে শুধু এটুকুই বলেছিলাম, শুধু...
01/04/2020

গল্পটি পড়ুন
চোখের পানি ঝরবে।
বাসর রাতে সে আমাকে জিজ্ঞেস
করেছিলো "আমাকে আপনার পছন্দ
হয়েছে?
আমি তাকে শুধু এটুকুই বলেছিলাম, শুধু
রঙ
ধবধবে সাদা হলেই তাকে সুন্দরী আর
স্মার্ট বলে না। দাতে প্রচণ্ড ব্যথা
ছিল,
তাই বিয়েতে রাজি না থাকার কথা
পরিবারে বলতে পারি নি, এর জন্য
তোর
কপালে আমি জুটেছি, তুই তোর মতো
থাকবি আর আমি আমার মতো।
তিন দিন পর "গ্র্যান্ড সুলতান" ফাইভ
স্টার
হোটেলে হানিমুনে গেলাম, তবে একা
একা। বাসায় এসে দেখি আপদটা
বাপের
বাড়ি চলে গেছে। কিন্তু দুই দিন যেতে
না যেতে আবার দেখি হাজির!!!
বিয়ের পর নাকি মেয়েরা বাপের
বাড়ি
"যাত্রায়" দু'দিন থেকে আসতে হয়।
প্রতি রাতে তার সাথে ঝগড়া করতে
হত,
কারণ মশারী টা আমাকেই টানিয়ে
দিতে হতো। হঠাৎ এক মধ্যরাতে আমার
কানের কাছে তার মুখ এনে চিৎকার
দিয়ে
বলেছিল, "ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি, তুমি আমাকে ভালোবাস
না"?
চোখ রাঙিয়ে বলেছিলাম
"তোর চৌদ্দ গুষ্টিকে ভালোবাসি"
শুরু হল আক্রমণ, পাল্টা আক্রমণ। মেয়ে
মানুষরে বাবা! কখন কী করে বসে! ভয়ে
তাই বাথরুমে ঢুকলাম! এবার
শান্তি,,,,,হঠাৎ
ভেতর থেকে শুনলাম আমার মোবাইলে
রিং বাজছে, তাড়াহুড়ো করে বের হয়ে
দেখি, সে! হেসে হেসে বলল, আমি ই
কল
দিচ্ছি আপনাকে বাথরুম থেকে বের
করার
জন্য।
আমি হাত জোড় করে বললাম
তোর কাছে মাপ চাই বাবা,,মাপ চাই"
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখতে,
হঠাৎ তার কল পেলাম "এই শুনো, আমার
জন্য
এক কেজি তাজা চা পাতা নিয়ে এসো
"
কিছু না বলেই লাইনটা কাটলাম আর
মনে
মনে বললাম
"এরকম একটা আনকালচার্ড মেয়ে
আমার
কপালেই জুটলো"
অনেক রাত করে বাসায় ফিরলাম, সে
বিছানা থেকে নেমে এগিয়ে এসে
বললো,"আজ আমি নিজ হাতে আপনাকে
খাইয়ে দিবো, যদি আপনার কোন বাধা
না
থাকে?
কি আর করার, খাইয়ে দিলো,
ঘুমিয়ে পরলাম।
পরের দিন আরেক আবদার
"আমরা আজ এক বিছানায় থাকবো "
কি আজব মেয়েরে বাবা,,,জোর করেই
যেন ভালোবাসা আদায় করবে, কি আর
করার,
একটা ভুতের সাথে রাত কাটালাম।
পরের
দিনও একই আবদার,,,,,
সে আমার হাত ধরে বললো
"এই সপ্তাহ টা আমাকে দিয়ে দেন না
প্লিজ"
"প্রতিদিন করুনা করা আমার পক্ষে
সম্ভব
না"
শুধু এ কথাটাই বললাম।
পরের সপ্তাহে চাকরিতে যোগ দিলাম।
একা একা আছি, বেশ ভালো ই আছি।
কয়েক
মাস পর আমাকে ফোন করে বলল,
ডাক্তারবলছে সু-খবর আছে, বলেই লাইন কেটে
দিলো,,,, এই টুকো বলতেও সে লজ্জা
পাচ্ছে,,,
কি একটা আনস্মার্ট গেয়ো
মেয়ে,,,,,ছিঃ
চলে এলাম এক সপ্তাহের ছুটি নিয়ে।
নিবিড় পরিচর্যায় রাখলাম, যতো ই বলি
না কেন পেটের সন্তান টা তো আমার
নিজের ই। একটুও ভারি কাজ করতে
দিলামনা, সময়মত নিজ হাতে খাইয়ে
দিলাম, সময়মত ঘুম পাড়িয়ে দিলাম,
শেষ
রাতে হঠাৎ জেগে দেখি, সে আমায়
জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেও না
দেখার
ভাণ করলাম, কিছুই বলিনি,,, ওইদিন মনে
হয়
কিছুটা তার প্রেমে পড়ে গিয়েছিলাম।
কিছুদিন পর মেয়েসন্তানের বাবা
হলাম,আমার মেয়েটা দেখতে বেশ
সুন্দর।
মেয়ে সুস্থ আছে তবে মেয়ের মা খুব
একটা
সুস্থ না, কারণ অতিরিক্ত ব্লিডিং
হচ্ছে,
রক্তসল্পতায় ভুগছে, নিজে রক্ত দিলাম,
যখন সে অচেতন তখন আমি তার পাশের
সিটে রক্ত দিচ্ছি,একটা মেয়ে কতো
অসহায় হতে পারে,,, কাছে থেকে নিজ
চোখে না দেখলে আসলে কখনো
বুঝতাম ই
না, তার জ্ঞ্যান ফিরলো,আমার দিকে
তাকিয়ে বলল
"আমি বাঁচবো তো? বেঁচে থাকলে
তোমার
বুকে মাথা রেখে ঘুমাবার একটু সুযোগ
দিবে আমায়?আর যদি মরেই যাই
তাহলে
আর কাউকে তুমি বিয়ে করতে পারবে
না,
তুমি এ পাড়েও আমার, ওপাড়েও আমার,
শুধু
ই আমার"
আমি আর কান্না ধরে রাখতে
পারছিলামনা ,সেদিন প্রথম ওর দুই হাত
ধরে বলেছিলাম, "বউ তুই শুধু আমায়
ক্ষমা
করে দে, চোখের পানি সে নিজের
হাতেই মুছে দিয়েছিলো, আর বলেছিল,
"তোমায় বড্ড ভালোবাসি"। খোদার
দরবারে সেদিন প্রথম হাত তুলে তাকেই
আমি চেয়েছিলাম আর বলেছিলাম,
"আমার বিনিময়ে হলেও আমার
বউটাকে
ভালো করে দাও খোদা"।
ততক্ষণে ডাক্তার এসে বলল,
কেটে যাওয়া রগের মাথায় ক্যাথেটার
লাগানো আছে, সেটা বের করতে
ছোট্টএকটা অপারেশন লাগবে, এই বলে
আমার
সামনে দিয়েই আমার বউটাকে নিয়ে
যাচ্ছিলো,,
অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছি,
আমার
বউটা সুস্থ হয়ে ফিরবে,কিছুক্ষণ পর
ডাক্তার আমায় ডেকে নিয়ে বললেন
"Sorry, She is no more,due to insufficiency
of
blood"
ডাক্তারের পায়ে ধরে বলেছিলাম,
"ওই মেয়েটাকে তোরা বাচিয়ে দে না
ভাই"
"আমার সব ফোটা রক্ত নিয়েও আমার
বউটাকে আমার বুকে ফিরিয়ে দে
প্লিজ।
ওরা আর শুনলইনা, সব ডাক্তাররা আমার
ছোট্র মেয়ের দিকে তাকিয়ে আর
আমার
মৃত বউটার দিকে তাকিয়ে চোখ
মুচ্ছিলো,
সাদা কাপড় দিয়ে ঢেকে আমার
বউটাকে
আমার সামনে দিয়ে নিয়ে গেলো,,,,,,,,,,
শেষ বিদায় দিয়ে যখন ফিরছিলাম তখন
বার বার যেন কানে সেই কথাগুলো
বাজছিলো, "এই সপ্তাহ টা আমাকে
দিয়ে
দেননা প্লিজ"
"আমার জন্য এক কেজি তাজা চা
পাতা
নিয়ে এসো "
তাকে ছাড়াই প্রায় পাচ বছর একা একা
কাটিয়ে দিলাম, তবে তার স্মৃতিগুলো
আমার সাথেই আছে। আজ আমার
মেয়ের
পঞ্চম জন্মবার্ষিকী, সে আমায়
জড়িয়ে
ধরে জিজ্ঞেস করলো,
"বাবা তুমি কি আজও আমার সেই
আনকালচার্ড মাকে ভালোবাসো।
কেমন লাগলো জানবেন।
আর এমন আরো রোমান্টিক ও মজার মজার গল্প পড়তে চাইলে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে পারেন আইডিতে এমন অনেক গল্প আছে। ধন্যবাদ

Address


200051

Alerts

Be the first to know and let us send you an email when It’s 𝐌𝐚𝐡𝐢𝐧 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share