NRG TV.sp

NRG TV.sp This is Mawlana Abu Rayhan.I am an Islamic vlogger, I Have a YouTube channel. Follow me to get my videos every time.

02/09/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

Shahriar Ahmed Sadib এর লেখা

22/02/2024
02/01/2024

২০২৪ বই বিতরণ চলছে।

আলহামদুলিল্লাহ ২০২৪ইং বই উৎসব চলছে
01/01/2024

আলহামদুলিল্লাহ ২০২৪ইং বই উৎসব চলছে

15/12/2023

বিজয় দিবসে দেশের গান,শিল্পীঃ-দারুল কোরআনের শিক্ষক বৃন্দ। স্থানঃ অফিস কক্ষ।

26/11/2023

আলহামদুলিল্লাহ, হেফ্জ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল তাসফিক।

20/11/2023

দোয়াগুলো আপনার সন্তান পারেতো?১ম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন ফাহাদ সব গুলো ফারে,মাশাআল্লাহ।

17/11/2023

নোয়াখালীতে প্রচন্ড় ঝড় হাওয়া বইছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when NRG TV.sp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NRG TV.sp:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share