15/08/2025
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের -
মোঃ তামিম তালুকদার বয়স ( ৮ )
পিতাঃ মোঃ শামীম তালুকদার
মাতাঃ রিমা বেগম
গ্ৰামঃ বড় গোপালদী মধ্যপাড়া, পোস্টঃ রায়পুর হাট, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর ।
আজ বিকাল আনুমানিক চারটার দিকে তুহিন বয়স আনুমানিক (২৫) নামের বাড়িতে কৃষি কাজ করার জন্য একজন দিনমজুরকে মধুখালী কৃষাণ হাট থেকে আনা হয় প্রায় ১০ দিন, আজ ১৫ আগষ্ট ২০২৫ ইং শুক্রবার বিকাল ৪টায় দিকে তামিম কে নিয়ে ঘুরার কথা বলে এখন পর্যন্ত ফিরে আসেনি। নি*খোঁজ তুহিনের বাড়ি মাগুরার মাধবপুর বলে জানিয়েছেন তুহিন, কিন্তু এই ঠিকানা সঠিক কিনা নিশ্চিত নয়, তামিমের জন্য মা বাবা অ*সুস্থ হয়ে পড়েছে, যদি কোন সহৃদয়বান ব্যক্তি এদেরকে দেখেন তাহলে নিকটস্থ থানায় অথবা আ*ট*ক করে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো,।
অফিসার ইনচার্জ (ও সি ) মধুখালী থানা, ফরিদপুর।
মোবাইল নং +880 1320-097406
মোঃ জাকির হোসেন মিয়া, চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন পরিষদ, মোবাইল নং
+880 1733-157915
তামিম এর ভাই নাসিম- 01888076668
বেশি বেশি করে সবাই শেয়ার করে সকলকে জানিয়ে দিন ও সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হলো ।