21/09/2025
তারেক রহমানকে দ্রুত দেশে ফিরতে হবে।আবার বাংলার মাঠে ময়দানে হাটতে হবে।দেশের মাটি ও মানুষের পালস বুঝতে হবে।দলের বামগুলাকে কিক আউট করতে হবে।রুমিন ফারহান ,ফজলুদের বাদ দিতে হবে বা চুপ করাইয়া দিতে হবে। শাহবাগী জাতীয়তাবাদ বাদ দিয়ে ইসলামিক জাতীয়বাদ ধারণ করতে হবে। কওমী ঘরণার সাথে ঐক্য করতে হবে। লন্ডনে বসে দল পরিচালনা করা যায় অবশ্যই কিন্তু দেশের ঘ্রাণ না পেলে মানুষকে বোঝা কঠিন। নাইলে ০৫ আগস্টের পর ফজলু-রুমিনিদের মত নেতাদের কেউ টকশোতে আসতে দেয় না। নয়নদের মুখরোচক স্লোগান আর শাহেদ আলমদের এনালাইসিস না ,শুনতে হবে মাটি ও মানুষের কথা।
গত ১৭ বছরে শিবির একটা সামাজিক আন্দোলন হয়ে দাড়াইছে।গরিব-মেধাবীদের শিক্ষার দায়িত্ব নেওয়া ,রেটিনা/ফোকাসে পড়াইয়া চান্স পেতে সাহায্য করা,চান্স পাওয়ার পর ক্যাম্পাসে র্যাগিং থেকে বাচতে বাইরে হলের ব্যবস্থা করা,রেটিনা/ফোকাসে ক্লাস নিয়ে আর্থিক সামর্থ্য অর্জন করতে সাহায্য করা,ইসলামি ব্যাংকে বা হাসপাতালে জবের ব্যবস্থা করাসহ হেন welfare politics নাই যেখানে জামায়াত-শিবির নাই। বাংলাদেশের কর্মঠ তরুনদের কাছে জামায়ত-শিবির একটা মুক্তির নাম ও আশার নাম হয়ে দাড়াইছে। শিবির তাদের কর্মীদের ইনকামের সুন্দর লিগাল পথ তৈরি করে দেয়।
জামায়েতের ভোট নাই এই ন্যারেটিভ না শুনে ডাকসুর নির্বাচনের দিকে তাকিয়ে BNP কে রাজনীতিতে কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুস্তু রাজনীতিতে ফিরতে হবে।ট্যাগিং,চাদাবাজির রাজনীতি বেশিদিন চলবে না।
নাইলে BNP ক্ষমতায় হয়ত আসতে পারবে কিন্তু জামায়াত-শিবিরের বিশাল অনলাইন কার্যক্রমের সামনে বেশিদিন টিকে থাকা কঠিন হবে।অনলাইনে BNP প্রতিটা ভুল এমন ব্যাশিং স্বীকার হবে যে swinging ভোটার সব জামায়াতের কাছে গিয়ে জুটবে।
Welfare politics ,ইসলামিক ডানপন্থা নতুন বাংলাদেশের রাজনীতির মূলভিত্তি হতে যাচ্ছে।