Md Ruhul Amin প্রবাসের রাজ কাহন

Md Ruhul Amin প্রবাসের রাজ কাহন (সৌদি আরব আল বাহা ).বি এন পি বাংলাদেশ জাতিয়াতাবাদি দল দেশ বাঁচাও মানুষ বাচাও আন্দলনে যোগ দিন সফল করো

আপনি কোথায় যান, কখন যান—মাঝ রাতে না শেষ রাতে—হাঁস খান না ডিম খান, এসব জানানো লাগে তখনই, যখন আসল কিছু আড়াল করতে হয়।সরাসরি...
15/08/2025

আপনি কোথায় যান, কখন যান—মাঝ রাতে না শেষ রাতে—হাঁস খান না ডিম খান, এসব জানানো লাগে তখনই, যখন আসল কিছু আড়াল করতে হয়।

সরাসরি বলা যেত—“তদন্ত করুন, প্রমাণ পেলে ব্যবস্থা নিন”। কিন্তু প্রশ্ন হলো, কে করবে সেই তদন্ত?

কোনদিন শুনেছেন কোনো সাংবাদিক কোনো নেতাকে জিজ্ঞেস করেছে—“আপনি চাঁদা খান কি না?”—আর নেতা উত্তর দিয়েছে, “না, আমি চাঁদা খাই না, শেষ রাতে হাঁসের মাংস খাই”? বিষয়টা যতটা হাস্যকর, তার চেয়েও বেশি চিন্তার।

উপদেষ্টা আসিফ সাহেব চাইলে এক কথায় বলতে পারতেন—“তদন্ত করুন, যদি আমার যোগাযোগ পান, আমি মাথা পেতে নেব”। কিন্তু সেটা না বলে উনি শোনালেন হাঁসের মাংস, তিনশ ফিট, নীলা মার্কেট ,ওয়েস্টিন, শেষ রাতের কাহিনি। প্রতিদিন সেহেরি খান, ভালো কথা—কিন্তু বিনা প্রয়োজনে এই তথ্য ছড়ানো প্রাসঙ্গিক নয়, বরং বিভ্রান্তি তৈরির মতো।

একজন উপদেষ্টা, যিনি নিজের গার্ড নিয়ে চলেন, সরকারি গাড়ি আছে, তিনি কি না এত দামি গাড়ি ফেলে একা হাঁস খেতে বের হন—এটা অন্তত আমার কাছে বিশ্বাসযোগ্য না। আমাদের এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিত্বও মনে হয় উনার চেয়ে বেশী । উনি চাঁদা খেয়েছেন, না চাঁদা উনাকে খেয়েছে—এটা প্রমাণ করা যাবে না, কিন্তু সন্দেহ থেকে যাবে।

পি.এস. নিয়ে উনার দেওয়া আগের স্টেটমেন্টও ছিল মিথ্যা। সেই পি.এস.-এর বিচার কবে হবে—কেউ জানে না। তবে এটুকু নিশ্চিত, ইসরাক স্যার তাঁকে ছাড়বেন না।

মোটরসাইকেল প্রসঙ্গে প্রশ্ন উঠল—উনি কি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন? সোজা উত্তর দিতেই পারতেন—“আমার মোটরসাইকেল নেই” বা “আমি মোটরসাইকেল নিয়ে বের হইনি”। কিন্তু সেই উত্তরও এড়িয়ে যাওয়া হয়েছে।

জনগণ মোটামুটি বুঝে যায়, হান্নান স্যার কেন থানায় যান আসামি ছাড়াতে। ভবিষ্যতে যিনি দেশের মন্ত্রী হবেন, তিনি যখন থানায় গিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে আনেন—এটা মোটেও শোভন নয়।

আপনারা নিশ্চয়ই নির্দোষ, সৎ, নির্ভুল, নির্ভেজাল—এ কথায় জনগণ একসময় বিশ্বাস করেছিল। কিন্তু বিশ্বাস ভাঙা একবার শুরু হলে, সেখানে আর হাঁস-ডিম দিয়ে আড়াল করা যায় না।
#বাংলাদেশ

14/08/2025

১৬ বছর পর দেশের মানুষের সামনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। ড. ইউনুস একটি উৎসবমুখর ভোটের প্রস্তুতি নিচ্ছেন।

রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে যারা বা যেসব দল হেলাফেলা করছে জনগন তাদের উপর রুষ্ট হচ্ছে। জনগনকে চদু ভাবলে জনগনই ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে।

প্রবাসীদের প্রতি এহেন উন্নাসিক দৃষ্টিভঙ্গির কারণ কী? বিএনপির এই তথাকথিত নেত্রী আরও বলেছেন, প্রবাসীরা নাকি “নিরাপদ জায়গা...
18/07/2025

প্রবাসীদের প্রতি এহেন উন্নাসিক দৃষ্টিভঙ্গির কারণ কী? বিএনপির এই তথাকথিত নেত্রী আরও বলেছেন, প্রবাসীরা নাকি
“নিরাপদ জায়গায় থেকে প্রতিবাদ করে”।
নিন্দনীয় বক্তব্য। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশী প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তাদের রেমিটেন্স না পাঠানোর হু’ম’কি টনিকের মতো কাজ করেছিল।পাশাপাশি তারা বিশ্বের বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন,এমনকি ৫৭ জন সহ হিসাব ছাড়া অসংখ্য প্রবাসী গ্রে’ফ’তারের শি’কারও হয়ে এক কাপড়ে দেশে পাঠিয়ে দিয়েছে।

এক কোটি প্রবাসীর পরিবারে চার কোটি ভোটার আছে,আর প্রবাসীর কথায় সংসার চলে,প্রবাসীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বিএনপির দলীয় পদ থেকে এমন রুচিহীন মানুষকে অবিলম্বে অব্যাহতি প্রদান (বহিষ্কার) করতে হবে না করলে সকল প্রবাসী সম্মিলিত ভাবে আন্দোলনের ডাক দিবে।।

18/07/2025
18/07/2025

প্রবাসীদেরকে নিয়ে বিএনপি নেত্রী পাপিয়ার এমন বক্তব্যের প্র'তিবাদ ও তীব্র নি'ন্দা জানাচ্ছি।
অনতিবিলম্বে তাকে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি ।

18/07/2025
মদিনা থেকে আসার পর থেকে জ্বর সর্দি আজ তিন দিন সবাই দেয়া করবেন
09/07/2025

মদিনা থেকে আসার পর থেকে জ্বর সর্দি আজ তিন দিন সবাই দেয়া করবেন

08/07/2025
08/07/2025
08/07/2025
08/07/2025

জরুরী সতর্কবার্তা

সম্মানিত সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারনে মিটার বোর্ড ডুবে গেলে বা ডুবার সম্ভাবনা দেখা দিলে অথবা বৈদ্যুতিক খুটি/ লাইন বা তার মাটিতে পড়ে থাকতে বা কোন স্থাপনার উপর ছিড়ে বা বিপদজনক ভাবে ঝুলে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে বিদুৎ অফিস/অভিযোগ কেন্দ্র/কর্মকর্তাদের জানাতে অনুরোধ করা হল এবং তা স্পর্শ না করে বিদুৎকর্মীরা না আসা পর্যন্ত নিজে ও এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্ক করতে বিশেষ ভাবে অনুরোধ করা হল।
আমাদের সাথে যোগাযোগের জন্য:
মাইজদী অভিযোগ কেন্দ্র- ০১৬১৬৯১৪১৪৬
শহর অভিযোগ কেন্দ্র-০১৬১৬৯১৪১৪৫
সোনাপুর অভিযোগ কেন্দ্র-০১৮৪০৩৬১৬২২
সহকারী প্রকৌশলী-০১৮৪১৯৩০৯৫৫
উপ-সহকারী প্রকৌ:-০১৭২২০২২৩৩৬, ০১৭৩২০৪৮৮৩১, ০১৮২৩২৪৪৮৩১, ০১৬১৮৩৭৪৮৭৭, ০১৬৩২৩৯২৭২১, ০১৭৭৩২৬৯৪০২

অনুরোধক্রমে
নির্বাহী প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মাইজদী, নোয়াখালী।

(Message copied)

Address

Al Bahah
AQIQ

Alerts

Be the first to know and let us send you an email when Md Ruhul Amin প্রবাসের রাজ কাহন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ruhul Amin প্রবাসের রাজ কাহন:

Share