Syed Omar Faruk

Syed Omar Faruk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Syed Omar Faruk, Digital creator, Mogra, Dammam.

রিফাত একজন ভালো এবং সহজ-সরল সাদা মনে মানুষ প্রতিহিংসা ও নষ্ট রাজনীতির শিকার,রিফাত, কোনো সময় কারো ক্ষতি করেনি।আমরা তার,, ...
23/06/2025

রিফাত একজন ভালো এবং সহজ-সরল সাদা মনে মানুষ প্রতিহিংসা ও নষ্ট রাজনীতির শিকার,
রিফাত, কোনো সময় কারো ক্ষতি করেনি।
আমরা তার,, মুক্তি চাই,,।

Eid Mubarak! Wishing you and your family a happy and blessed Eid al-Adha. Stay well and happy with everyone 💙💚
06/06/2025

Eid Mubarak!

Wishing you and your family a happy and blessed Eid al-Adha. Stay well and happy with everyone 💙💚

14/02/2025

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
(অর্থ) ‘হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’

(বায়হাকি: ৩৫৩৪; নাসায়ি: ৬৫৯; মুসনাদে আহমদ: ২৩৪৬)

29/01/2025

আল্লাহর সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন।

তার সমমনা চিকিৎসকেরা এক হাজার টাকা বা তারও বেশি ফিস নেন। কিন্তু ঢাকা মেডিকেলের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে...
28/01/2025

তার সমমনা চিকিৎসকেরা এক হাজার টাকা বা তারও বেশি ফিস নেন। কিন্তু ঢাকা মেডিকেলের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে সুপরিচিত,
#ডাঃ এজাজুল ইসলাম। তিনশ টাকা চার্জ করেন। অনেক ক্ষেত্রেই তিনি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। তার চেম্বারের পাশের নেমপ্লেটে লেখা আছে 'দরিদ্র রোগীর ফি শিথিলযোগ্য'। এই শব্দগুচ্ছ তাকে অনেক ডাক্তারের থেকে আলাদা করেছে! ইট-পাটকেল ব্যাংকে টাকার ভারসাম্য না বাড়িয়ে মানুষের ভালোবাসা সঞ্চয় করেছেন এজাজুল ইসলাম।

 #জীবনে আপনি পিছিয়ে থাকলে কার কি আসে যায়? তবে আপনি কোন কিছুতে এগিয়ে গেলে অনেকের অনেক কিছুই আসে যায়। কারণ! ওই যে সামনে টে...
27/01/2025

#জীবনে আপনি পিছিয়ে থাকলে কার কি আসে যায়? তবে আপনি কোন কিছুতে এগিয়ে গেলে অনেকের অনেক কিছুই আসে যায়।
কারণ! ওই যে সামনে টেনে তুলার লোকের অভাব থাকলেও পিছনে টেনে ধরার লোকের অভাব নেই।

👉 খারাপ কিছু করুন, দেখবেন সবাই আপনার সমালোচনা করছে, অথচ ভালো কিছু করলে প্রশংসা করার মানুষটাকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবেন না। কিছু করার আগে আজীবন আপনি ভেবে এসেছেন "লোকে কী ভাববে?"

👉 বিশ্বাস করুন, চোখ বন্ধ করে একবার গভীর ভাবনায় ডুব দিলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, শুধু "লোকে কী ভাববে" এই চিন্তায় এই ছোট্ট জীবনে কত কাজ আপনি করতে গিয়েও থেমে গেছেন, আটকে গেছেন, চুপসে গেছেন!!!!!

অথচ দিনশেষে সত্যি কথা একটাই, কেউ-ই আপনার জন্য কিছু ভাবেনি। সবাই শুধু অপেক্ষায় ছিল কখন আপনি কিছু একটা ভুল করবেন, আর তারা সেটার সমালোচনা করবে।
📩📩💌📝📲👉
👉বিঃ দ্রঃ- টুথপেস্ট সম্পর্কে জানতে,
📩💌📝 এস এম এস করতে পারেন।

 #২৬জানুয়ারি ২০২৫মাদরাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা, এবং জলকামান করেছে পুলিশরোববার (২৬ জানুয়ারি) শাহবাগে মোড়ে এ ঘটনা ঘ...
26/01/2025

#২৬জানুয়ারি ২০২৫

মাদরাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা, এবং জলকামান করেছে পুলিশ

রোববার (২৬ জানুয়ারি) শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মাদ আল-আমিন।

তিনি বলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ দিনের অবস্থান ধর্মঘট চলছে। স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের মাদ্রাসার সাধারন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত করতে চাইলে আমাদের দাবি মেনে নিন। নয়তো যেসব ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, আহত হয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে বেঈমানি করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে দাবি আদায় না হলে অনশনে বসার ঘোষণাও দেন তিনি।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিষ্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে ৩ হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ব্যতীত এমপিওভুক্তও করা হয়নি।

নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ফয়সালা করি।
26/01/2025

নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ফয়সালা করি।

সূরাঃ ইয়া সিন  [65]ٱلْيَوْمَ نَخْتِمُ عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ وَتُكَلِّمُنَآ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَ...
23/01/2025

সূরাঃ ইয়া সিন [65]

ٱلْيَوْمَ نَخْتِمُ عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ وَتُكَلِّمُنَآ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।
That Day shall We set a seal on their mouths. But their hands will speak to us, and their feet bear witness, to all that they did.

Address

Mogra
Dammam
3452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share