Washim Media Cell

Washim Media Cell সবার আগে বাংলাদেশ

আমরন অনশনরত আমজনতার দলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট জুলাই যোদ্ধা তারেক রহমানের ন্যায়্য দাবীর প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করছত...
05/11/2025

আমরন অনশনরত আমজনতার দলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট জুলাই যোদ্ধা তারেক রহমানের ন্যায়্য দাবীর প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করছতারেক/গণ অধিকার পরিষদরিষদ

04/11/2025
04/11/2025

বিএনপির নমিনেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বহুবছর পরে রাজনীতি রাজনীতিবিদদের হাতে ফিরে এসেছে। টাকার কুমির, ডাকসাইটে আমলা, দাপুটে মিলিটারি অফিসার, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী অথবা ছক্কা মারা ক্রিকেটার কোটায় কেউ নমিনেশন পায়নি।

আওয়ামী লীগ দেখে অনেকে বিএনপির আরাফাত, মুরাদ, পলক, মমতাজ, রিয়াজ, ফেরদৌস, সাকিব, মাশরাফি, ব্যারিস্টার সুমন হতে উৎসাহিত হবে। বিএনপিতে এই পোস্টগুলো এখনও সৃষ্টি হয় নাই। কিন্তু হওয়ার আশঙ্কা আছে। হওয়ার আগেই অঙ্কুরে দমন করতে হবে।

কখনও কোনো নির্বাচনে হারেননি বেগম খালেদা জিয়া
04/11/2025

কখনও কোনো নির্বাচনে হারেননি বেগম খালেদা জিয়া

03/11/2025

আমার এই শার্ট টাই আব্বুর ছিলো আগে #তারেক_রহমান

03/11/2025

রাজাকার ও মগবাজারে আগুন লাগিয়ে আবারও টকশোতে ফিরে এলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান স্যার।🔥🔥

02/11/2025

দীর্ঘ সতেরো বছরে অসংখ্য জাতীয়তাবাদী মানুষ ক্রসফায়ারে প্রাণ দিয়েছেন, আন্দোলনের ময়দানে জীবন উজাড় করে দিয়েছেন, গুম হয়েছেন এবং কেউ কেউ আর কখনোই ফিরে আসেননি। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ক্ষুদ্র ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ের কর্মী সবারই ছিল একই ভাগ্য, একই ত্যাগের ইতিহাস।

আমরা আপনাদের ভুলিনি, ভুলবো না কোনোদিন। দেশের জন্য, দলের জন্য, আদর্শের জন্য আপনারা আপনাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন।

আপনারা আছেন আমাদের দোয়ায়, আমাদের প্রার্থনায়, আমাদের অনুপ্রেরণায়, আমাদের বিজয়ে আর আমাদের অম্লান স্মৃতিতে।

ঠিক এই কারণে আমি একজন জামাতিকে একজন লীগারের সমান ঘৃণা করি। অবশ্য আমি মনে করি বেইমানি এবং অকৃতজ্ঞতায় এরা লীগের চেয়েও নি...
02/11/2025

ঠিক এই কারণে আমি একজন জামাতিকে একজন লীগারের সমান ঘৃণা করি। অবশ্য আমি মনে করি বেইমানি এবং অকৃতজ্ঞতায় এরা লীগের চেয়েও নিকৃষ্ট।

02/11/2025

শিবিরের বেপর্দা শাখার সেলিব্রেটি সুন্দরী 'মোনামী' ম্যামকে নিয়ে অশ্লীলতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চট্টগ্রামে বেপর্দা মহিলাকে লা*থি দেওয়া শিবিরের ভাইয়ের সাথে আছি,
এবং তার জামিনের পর তাকে ফুল দিয়ে বরন করা ভাইদের জানাই স্যালুট🫡

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Washim Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share