Araf volg

Araf volg অনুকরন নয়, অনুসরন নয় , নিজেকে খুঁজুন , নিজেকে জানুন , নিজের পথে চলুন ।💞

30/05/2025

আমার পথ চলার সঙ্গী ...

পরী হয় মেয়েরা কিন্তু পাখা হয়না, বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় শুধু নিজের বাড়িটা'ই হয়না, বাবার ইজ্জত ভাইয়ের সম্মান, স্বামীর গর্ব.. …!! ゚

সবাইকে শুভ সকাল , আমি ডিউটিতে যাচ্ছি আপনারা      কি করছেন..
25/05/2025

সবাইকে শুভ সকাল , আমি ডিউটিতে যাচ্ছি আপনারা কি করছেন..

সফলতা বলে কয়ে আসে না....!
24/05/2025

সফলতা বলে কয়ে আসে না....!

আল্লাহ ভরসা, হে রব্বে কারীম আপনি আমাকে যেসব পরিক্ষার সম্মুখীন করতেছেন আমি চাই আপনি আমাকে আরো পরিক্ষা নেন,তার সাথে এটাও ...
22/05/2025

আল্লাহ ভরসা, হে রব্বে কারীম আপনি আমাকে যেসব পরিক্ষার সম্মুখীন করতেছেন আমি চাই আপনি আমাকে আরো পরিক্ষা নেন,তার সাথে এটাও চাই! আপনি আনার ধৈর্য্য বাড়িয়ে দিন যেন আমি সকল পরিক্ষায় ধৈর্য্য সহকারে সফল হতে পারি!আমিন সুম্মা আমিন!!

ইয়া রব‌!!

টাকা না থাকলে 0আরটাকা থাকলে তামাম দুনিয়ার কাছে হিরো!এটাইবাস্তব!!!🌿শুভ সকাল🌿 ゚
21/05/2025

টাকা না থাকলে 0
আর
টাকা থাকলে তামাম দুনিয়ার কাছে হিরো!
এটাইবাস্তব!!!
🌿শুভ সকাল🌿

কাজের ক্ষেত্রে একবার বাড়ি ছাড়লেপরে নিজের বাড়িতেযেতেও মানুষেরপারমিশন নিতে হয়
19/05/2025

কাজের ক্ষেত্রে একবার বাড়ি ছাড়লে

পরে নিজের বাড়িতে

যেতেও মানুষের

পারমিশন নিতে হয়

ওই যে কিছু মানুষ থাকে না যাদের একদিনের ভালো থাকার বিনিময়ে দিতে হয় আগামী দশ দিনের ভালো থাকাকে বিসর্জন, যারা আনন্দেও হাসতে...
16/05/2025

ওই যে কিছু মানুষ থাকে না যাদের একদিনের ভালো থাকার বিনিময়ে দিতে হয় আগামী দশ দিনের ভালো থাকাকে বিসর্জন, যারা আনন্দেও হাসতে ভয় পায়, যাকে সুন্দর স্বপ্ন দেখে আতকে উঠতে হয়; না জানি খারাপ কী আছে সমানে এইভেবে... আমি বোধহয় তাদের দলেরই একজন। যে একদিন ভালো থাকলে, খারাপ থাকাগুলো ঈর্ষায় মুখ বাঁকিয়ে হাসিটুকু কেড়ে নেয়। আমি বুঝতে পারি না কেনই বা এমন হয় আমারই সাথে!

তাই অনেকটা অবুজ সেজেই থাকি। বিচ্ছিরি রকমের খারাপ থাকবো, আজকাল এই ভয়ে হাসতে পারি না। ভুলে গিয়েছি। যেদিকে তাকাই চেয়ে দেখি ভালো থাকার পথ বন্ধ হয়ে গিয়েছে।
তাই সান্ত্বনা দেই নিজেকে ভালো থাকা যদি কপালে না-ই লেখা থাকে, তবে তাই হোক। তাই হোক!

_ নাবিলা তাসনিম

আমি কি আমিই?নিজের মুখের দিকে তাকালে ভয় লাগে, চোখের নিচে ক্লান্তির ছাপ, হৃদয়ের কোণে জমে থাকা অভিমান-সব মিলিয়ে এক অচেনা আম...
15/05/2025

আমি কি আমিই?

নিজের মুখের দিকে তাকালে ভয় লাগে, চোখের নিচে ক্লান্তির ছাপ, হৃদয়ের কোণে জমে থাকা অভিমান-সব মিলিয়ে এক অচেনা আমি।

আগে কি এমন ছিলাম?

হাসির আড়ালে কি এতো শূন্যতা ছিল?

আয়নায় হাত রেখে নিজেকে বলি, আমি কি আমিই?

এই পৃথিবীটা খুব অদ্ভুত! এখানটায় কেউ বৃষ্টি থেকে পালায়, কেউ বৃষ্টির অভাবে হাহাকার করে, আর কেউ আমার মতো বৃষ্টি জমিয়ে রাখ...
14/05/2025

এই পৃথিবীটা খুব অদ্ভুত!
এখানটায় কেউ বৃষ্টি থেকে পালায়,
কেউ বৃষ্টির অভাবে হাহাকার করে,
আর কেউ আমার মতো বৃষ্টি জমিয়ে রাখে।

সালমান হাবীব X মুশফিকুর রহমান আশিক
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

অর্থ আর স্বার্থ----এই দুইটা জিনিস মানুষকে বদলে দেয়
13/05/2025

অর্থ আর স্বার্থ----
এই দুইটা জিনিস মানুষকে বদলে দেয়

আমি প্রবাসী রে ভাই, প্রতিদিন সূর্য উঠুক বা না উঠুক..!আমি যদি বেঁচে থাকি আমাকে নিয়ম করে উঠতেই হবে..!শরীর অসুস্থ হলেও ডিউ...
13/05/2025

আমি প্রবাসী রে ভাই, প্রতিদিন সূর্য উঠুক বা না উঠুক..!

আমি যদি বেঁচে থাকি আমাকে নিয়ম করে উঠতেই হবে..!

শরীর অসুস্থ হলেও ডিউটি মাফ নেই..!

এটাই সেই শখের প্রবাস""

17/06/2024

নিজেকে নিজেই মনে করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয়। ভোর হবে। আলো ফুটবে। সব ঠিক না হয়ে গেলেও, কষ্ট কমে যাবে ঠিক...

Address

Al Hayathim
Ar Riyad

Telephone

+8801989043198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf volg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Araf volg:

Share