
09/01/2025
ুয়েত_প্রবাসী, উনার নাম সাইফুল ইসলাম আনার। বাড়ি মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ী থানায়। ওনি কুয়েতে গিয়েছেন পরিবারের সচ্ছলতার জন্য। নিজে একটু ভালো থাকার জন্য। আজ থেকে ১৮ বছর আগে। ওনি পেশায় একজন মূলত টেক্সি ড্রাইভার।
✍️গত ৩ বছর আগে উনার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে দাওয়াত পেয়ে DXN এ আসেন এবং প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পেয়ে ব্যবসাটা শুরু করেন। আজকে উনি এই ডিএক্সএন এর ডাবল ডায়মন্ড পজিশন অর্জন করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে উনি DXN থেকে ইনকাম রিসিভ করেন াখ_১৩_হাজার প্লাস।
✍️এখন কথা হচ্ছে উনি একজন প্রবাসী হয়ে যদি কাজের পাশাপাশি ডিএক্সএন এ সময় দিয়ে DXN থেকে 2 লক্ষ প্লাস ইনকাম নিতে পারে, তাহলে আপনি কেনো নয়?
✍️তাই প্রতিটি প্রবাসীর জন্য ডিএক্সএন বিজনেস একটি চমৎকার সুযোগ। যেকোনো প্রবাসী ভাই যে কোনু দেশ থেকেই আমাদের সাথে ফ্রি রেজিস্ট্রেশন করে বিজনেস শুরু করতে পারেন।
♦️বিস্তারিত জানতে ও ফ্রি রেজিস্ট্রেশন করে বিজনেস শুরু করতে আমার সাথে যোগাযোগ করুণ
ইমু বা whatsapp a সহযোগীতা করবো ইনশাআল্লাহ।