
01/05/2025
মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে,
আন্তর্জাতিক ১লা মে দিবসে সকল মেহনতী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা।
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মিরপুর দঃপশ্চিম পাড়া আল হুসাইনিয়া জামে মসজিদে ২ লক্ষ ৪০হাজার টাকা ও দুইজন অসুস্থ রোগী কে ২০ হাজার টাকা করে ও একজন কে ২৫ হাজার টাকা মোট ৩ লক্ষ ৫ হাজার টাকা অনুদান বাস্তবায়ন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে গ্রামবাসী সকলকে আমন্ত্রণ করা হলো।সকলেই উপস্থিত থাকার অনুরোধ করছি।
স্থান,, মিরপুর নতুন বাজার
তারিখ, ৩ই মে
রোজ,,শনিবার
সময়,,বিকাল ৪ ঘটিকায়
আহ্বানে,,
মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ।