Tomi sera

Tomi sera মানুষ যখন প্রেমে পড়ে
সে হাজার বছর বাঁচতে চায়।
আর যখন ব্যর্থ হয়, তখন
প্রতি মুহূর্তে মৃত্য কামনা করে

পেয়েছি তোমার প্রেরণ করাঝকঝকে লেখা খাম,প্রতিটি শব্দ মর্মে গেঁথেছেহৃদয়ে লিখেছি নাম।অনুভবে তুমি এলে খুব কাছেবেজেছে বাঁশরী...
04/09/2025

পেয়েছি তোমার প্রেরণ করা
ঝকঝকে লেখা খাম,
প্রতিটি শব্দ মর্মে গেঁথেছে
হৃদয়ে লিখেছি নাম।

অনুভবে তুমি এলে খুব কাছে
বেজেছে বাঁশরী বুকে,
লুকিয়ে পড়েছি বার বার চিঠি
ভেসেছি অজানা সুখে।

আমাকে ব্যাকুল করে দিলে তুমি
হৃদয়ের কথা লিখে,
তুমি ছাড়া যেন জগত মিছে
শূন্যতা চারিদিকে।

শুভ রাত্রি

করুণা করে হলেও একদিন চিঠি দিওখামের ভেতর ভরে দিও আঙুলেরমিহিন সেলাই বলবে এখন তুমিকোথায় কেমন আছো!এমন কিছু পত্র দিওযদি চিঠি...
04/09/2025

করুণা করে হলেও একদিন চিঠি দিও
খামের ভেতর ভরে দিও আঙুলের
মিহিন সেলাই বলবে এখন তুমি
কোথায় কেমন আছো!
এমন কিছু পত্র দিও

যদি চিঠি লিখতে না চাও
তবুও লিখে দিও
“কেন লিখছো না
শুধু এটুকুই জানিও

ভালো আছো ভালো থেকো
আর আকাশের ঠিকানায়
একদিন চিঠি লিখো!

শব্দ আমার ভরসাআর কবিতা আমার মন,বলা না বলা শতেক কথারনীরব অধ্যয়ন।পাতা ওল্টানো সুখেখুলে যায় তালা বন্ধ সিন্দুকের,ছড়িয়ে থ...
04/09/2025

শব্দ আমার ভরসা
আর কবিতা আমার মন,
বলা না বলা শতেক কথার
নীরব অধ্যয়ন।

পাতা ওল্টানো সুখে
খুলে যায় তালা বন্ধ সিন্দুকের,
ছড়িয়ে থাকা শতেক বর্ণে
স্মৃতির সত্তা জ্বলে।

কাগজে কলমে লিখে রাখা চাই
আবদারে শব্দেরা বলে;
তাই তো গৃহস্থ মনে
মিলিত হই কবিতার ভেজা প্রাতে।

শুভ সকাল

সময়ের অভিনয়শুধুই মেনে নিতে হয়,একা একা একাকারকত পথ বাকি রয়।সময় হারিয়ে যায়চেনা এ শহরটায়,কোথায় মুখ লুকায়চেনা ঠিকা...
03/09/2025

সময়ের অভিনয়
শুধুই মেনে নিতে হয়,
একা একা একাকার
কত পথ বাকি রয়।

সময় হারিয়ে যায়
চেনা এ শহরটায়,
কোথায় মুখ লুকায়
চেনা ঠিকানায়।

ভেসে ভেসে যায় মুখ
সরে সরে যায় হাত,
কিছু কিছু বোবা রাত
ঘরে ফেরে না তো আর!

শুভ রাত্রি

18/09/2023

32 likes, 5 comments. “ া_মানুষ_পাইলাম_না_🙂 #প্লিজ_তিনবার_কপি_লিংক_করুন🙏 #বাংলাদেশি_ভাইরাল_টিকটক_ #নতুন_ইউজার_সাপোর্ট_করে.....

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Tomi sera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share