04/09/2025
পেয়েছি তোমার প্রেরণ করা
ঝকঝকে লেখা খাম,
প্রতিটি শব্দ মর্মে গেঁথেছে
হৃদয়ে লিখেছি নাম।
অনুভবে তুমি এলে খুব কাছে
বেজেছে বাঁশরী বুকে,
লুকিয়ে পড়েছি বার বার চিঠি
ভেসেছি অজানা সুখে।
আমাকে ব্যাকুল করে দিলে তুমি
হৃদয়ের কথা লিখে,
তুমি ছাড়া যেন জগত মিছে
শূন্যতা চারিদিকে।
শুভ রাত্রি