Anwar office page

Anwar office page আসসালামু আলাইকুম
ভালোবাসা দিবেন তো ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ
(2)

23/03/2025

কদরের রাত
১ টা বাজে রাতের ইবাদত

20/03/2025

নারীদের টাইট ও স্বচ্ছ পোশাক পরার বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যা ইসলামের পোশাক সংক্রান্ত নীতির ওপর আলোকপাত করে।

হাদিস:

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"দুটি শ্রেণির মানুষ জাহান্নামি, আমি তাদের (আমার যুগে) দেখি নাই। (এক শ্রেণি হলো) যাদের কাছে আছে গরুর লেজের ন্যায় চাবুক, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। (অপর শ্রেণি হলো) সেইসব নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ, যারা (অশ্লীলতার দিকে) ঝুঁকে থাকে এবং অন্যদেরও আকৃষ্ট করে। তাদের মাথা হবে উঁচু কাঁধের মত বাঁকা উটের কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়।"
(সহীহ মুসলিম, হাদিস নম্বর: 2128)

ব্যাখ্যা:

এই হাদিসে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন নারীদের সতর্ক করেছেন, যারা এমন পোশাক পরবে যা শরীরকে সম্পূর্ণ ঢেকে রাখবে না, বরং তা টাইট, পাতলা বা আকর্ষণীয় হবে। তিনি বলেছেন যে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না, যা তাদের জন্য একটি বড় সতর্কবার্তা।

উপদেশ:

নারীদের উচিত এমন পোশাক পরিধান করা যা শালীন, ঢিলেঢালা এবং ইসলামিক পর্দার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যাতে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং সমাজে পবিত্রতা বজায় রাখতে পারে।

20/03/2025

ফিলিস্তিনের জন্য দোয়া করার সময়, আপনি তাদের জন্য আল্লাহর রহমত, সাহায্য, এবং ন্যায়বিচারের প্রার্থনা করতে পারেন। নিচে একটি দোয়া উল্লেখ করা হলো:

اللَّهُمَّ انْصُرْ إِخْوَانَنَا فِي فِلَسْطِين، اللَّهُمَّ احْفَظْهُمْ وَارْحَمْهُمْ وَارْزُقْهُمْ الصَّبْرَ وَالثَّبَاتَ، وَارْفَعِ الظُّلْمَ عَنْهُمْ، وَانْصُرْهُمْ عَلَى مَنْ ظَلَمَهُمْ، يَا قَوِيُّ يَا عَزِيزُ.

উচ্চারণ:
Allahumma unsur ikhwanana fi Filastin, Allahumma ihfadhum warhamhum warzuqhum as-sabra wath-thabata, warfa'idh-dhulma 'anhum, wansurhum 'ala man dhalamahum, ya Qawiyyu ya 'Aziz.

বাংলা অনুবাদ:
“হে আল্লাহ! ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাই-বোনদের সাহায্য করুন। তাদের রক্ষা করুন, দয়া করুন, ধৈর্য ও স্থিরতা দান করুন। তাদের ওপর থেকে জুলুম দূর করুন এবং যারা তাদের ওপর অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে সাহায্য করুন। হে পরাক্রমশালী, হে সর্বশক্তিমান!”

আপনি চাইলে কুরআনের কিছু আয়াত ও হাদিস থেকেও দোয়া করতে পারেন, যেমন:

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
(Surah Al-Baqarah: 250)

বাংলা অর্থ:
“হে আমাদের রব! আমাদের ওপর ধৈর্য বর্ষণ করুন, আমাদের পদক্ষেপ সুদৃঢ় করুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।”

আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করেন, জালিমদের হাত থেকে রক্ষা করেন এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন—আমরা সবাই সেই দোয়া করি।

13/03/2025

যারা ফলো করে আবার আনফলো করে দেন তারা আকার পেজ থেকে ১০০ গজ দুরে থাকুন ধন্যবাদ

09/03/2025

৯০ দিন নয় এক সাপ্তাহের মধ্যে বিচার করতে হবে সবাই আওয়াজ তুলেন🇧🇩😡

09/03/2025

"নারী নয়, নরপিশাচের বিচার চাই—
ধর্ষকের ফাঁসি ছাড়া বিকল্প নাই!"

08/03/2025

কোরআন তেলওয়াত

04/03/2025

নষ্ট সমাজে
যে দিকে তাকাই সব কিছু দেখি নষ্ট জিনিস ঘোরাঘুরি করে, হেদায়েত আল্লাহর হাতে😭

04/03/2025

Quran

01/03/2025

নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:

"যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।"
(সহিহ বুখারি, হাদিস: ২০১৪; সহিহ মুসলিম, হাদিস: ৭৬০)

এটি রমজানের ফজিলত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যা আমাদের উৎসাহিত করে এই মাসকে যথাযথভাবে পালন করতে।

28/02/2025

রমজান শুরু হলো
সবার জন্য সবাই দোয়া করবেন

15/02/2025

রান্নাঘর #সৌদিআরব

13/02/2025

পরিশ্রম করে খাও কাউকে কষ্ট দিয়ে ধোকা দিয়ে টাকা ইনকাম করার মানেই হয় না,,তার হিসাব দিতে হবে পরকালে😐

12/02/2025

মনের ভেতর আগুন জ্বলে🥵

06/02/2025
04/02/2025

এই চাচা হেনা কোথায় 😁

#সৌদিআরব

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Anwar office page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anwar office page:

Share